০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোয় যানজট থেকে মুক্তি পেতে কলকাতা পুলিশ ও উবেরের উদ্যোগ

পুবের কলম ওয়েব ডেস্ক: পুজো মানেই কলকাতার রাস্তায় মানুষের ঢল। আর তার জেরে শহরে শুরু হয় যানজট। সেই সমস্যার হাত থেকে গ্রাহকদের উদ্ধার করতে কলকাতা ট্র্যাফিক পুলিশের সঙ্গে সহযোগিতার পথ ধরল ভারতের অন্যতম রাইড শেয়ারিংস সংস্থা উবের। এতে স্থানীয় মানুষ পুজোর সময় খানিকটা নির্ঝঞ্ঝাটে চলাফেরা করতে পারবেন। মোবাইল ক্লিক করেই জেনে নেওয়া যাবে নির্দিষ্ট পার্কিং সম্পর্কে।

দুর্গাপুজোর সময় শহরবাসীকে নির্বিঘ্নে ভ্রমণের অভিজ্ঞতা দিতে উবের শহরের সেরা ১১টি মণ্ডপকে ‘জিওট্যাগ’ করেছে। এই মণ্ডপগুলি থেকে পিক-আপ এবং ড্রপ-অফ করার নির্দিষ্ট স্থান নির্ধারণ করে উবার একটি ৩৬০-ডিগ্রি পদ্ধতি অবলম্বন করে ম্যাপ তৈরি করেছে। উবের অ্যাপের মধ্যেই নির্দেশিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এতে যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। কলকাতার বাসিন্দারা এই দিনগুলিতে ‘উবের রেন্টাল’-সহ উবারের সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন। উবের রেন্টাল নিলে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা অনেক সহজ হবে কারণ গাড়িটি নির্দিষ্ট সময়ের জন্য ওখানেই দাঁড়িয়ে থাকবে, যাতে যাত্রীকে পরের মণ্ডপে নিয়ে যাওয়া যায়।
তাছাড়া, উৎসবের মরশুমে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে বিমানবন্দর, বিভিন্ন রেলস্টেশন-সহ হট স্পটগুলিতে রাতে গাড়ি বাড়াতে চলেছে উবের। এর জন্য চব্বিশ ঘণ্টা কাজ করতে চাইছে তারা, যাতে দর্শক এবং ভ্রমণকারীরা উৎসবে আরও সুন্দরভাবে যোগ দিতে পারেন।

উবের ইন্ডিয়ার হেড অফ সিটিস শিব শৈলেন্দ্রন বলেছেন, ‘আমরা চাইছি, যাত্রীরা যাতে সবসময় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, তা নিশ্চিত করতে। এই লক্ষ্যে কাজ করতে গেলে উৎসব মরশুমে আরও অনেক বেশি কসরত করতে হয় কারণ এ সময় পার্কিং করার জায়গা খুঁজে পাওয়াই কষ্টসাধ্য বিষয়। কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করা আমাদের সৌভাগ্যের বিষয়। আরোহী এবং বাসিন্দাদের তীব্র যানজটের মধ্য খানিকটা সুরাহা করে দিতে এবং পার্কিং সমস্যার থেকে বের করে আনতেই এই প্রচেষ্টা।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোয় যানজট থেকে মুক্তি পেতে কলকাতা পুলিশ ও উবেরের উদ্যোগ

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: পুজো মানেই কলকাতার রাস্তায় মানুষের ঢল। আর তার জেরে শহরে শুরু হয় যানজট। সেই সমস্যার হাত থেকে গ্রাহকদের উদ্ধার করতে কলকাতা ট্র্যাফিক পুলিশের সঙ্গে সহযোগিতার পথ ধরল ভারতের অন্যতম রাইড শেয়ারিংস সংস্থা উবের। এতে স্থানীয় মানুষ পুজোর সময় খানিকটা নির্ঝঞ্ঝাটে চলাফেরা করতে পারবেন। মোবাইল ক্লিক করেই জেনে নেওয়া যাবে নির্দিষ্ট পার্কিং সম্পর্কে।

দুর্গাপুজোর সময় শহরবাসীকে নির্বিঘ্নে ভ্রমণের অভিজ্ঞতা দিতে উবের শহরের সেরা ১১টি মণ্ডপকে ‘জিওট্যাগ’ করেছে। এই মণ্ডপগুলি থেকে পিক-আপ এবং ড্রপ-অফ করার নির্দিষ্ট স্থান নির্ধারণ করে উবার একটি ৩৬০-ডিগ্রি পদ্ধতি অবলম্বন করে ম্যাপ তৈরি করেছে। উবের অ্যাপের মধ্যেই নির্দেশিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এতে যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। কলকাতার বাসিন্দারা এই দিনগুলিতে ‘উবের রেন্টাল’-সহ উবারের সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন। উবের রেন্টাল নিলে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা অনেক সহজ হবে কারণ গাড়িটি নির্দিষ্ট সময়ের জন্য ওখানেই দাঁড়িয়ে থাকবে, যাতে যাত্রীকে পরের মণ্ডপে নিয়ে যাওয়া যায়।
তাছাড়া, উৎসবের মরশুমে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে বিমানবন্দর, বিভিন্ন রেলস্টেশন-সহ হট স্পটগুলিতে রাতে গাড়ি বাড়াতে চলেছে উবের। এর জন্য চব্বিশ ঘণ্টা কাজ করতে চাইছে তারা, যাতে দর্শক এবং ভ্রমণকারীরা উৎসবে আরও সুন্দরভাবে যোগ দিতে পারেন।

উবের ইন্ডিয়ার হেড অফ সিটিস শিব শৈলেন্দ্রন বলেছেন, ‘আমরা চাইছি, যাত্রীরা যাতে সবসময় নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন, তা নিশ্চিত করতে। এই লক্ষ্যে কাজ করতে গেলে উৎসব মরশুমে আরও অনেক বেশি কসরত করতে হয় কারণ এ সময় পার্কিং করার জায়গা খুঁজে পাওয়াই কষ্টসাধ্য বিষয়। কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করা আমাদের সৌভাগ্যের বিষয়। আরোহী এবং বাসিন্দাদের তীব্র যানজটের মধ্য খানিকটা সুরাহা করে দিতে এবং পার্কিং সমস্যার থেকে বের করে আনতেই এই প্রচেষ্টা।’