পুবের কলম ওয়েবডেস্ক: গান্ধীজির ১৫৩তম জন্মদিন উপলক্ষে বিশ্ববাসীকে তাঁর শান্তি ও অহিংসাতার আদর্শ অনুসরণের বার্তা দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। টুইটে তিনি লিখেছেন, “আন্তর্জাতিক অহিংসা দিবসে, মহাত্মা গান্ধীর জন্মদিনে, শান্তি, শ্রদ্ধা ও সম্মানের মূল্য উদযাপন করছি। বর্তমান বিশ্বে আমরা যে ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তার মোকাবিলা করতে গান্ধীর মতাদর্শকে অনুসরণ করতে হবে। উন্নততর ভবিষ্যতের জন্য সীমান্তের বেড়া ভেঙে আমাদের গান্ধীর অহিংসার বাণী প্রচার করতে হবে।”
রাষ্ট্রপুঞ্জ ২০০৭ সালের জুন মাসে মহাত্মা গান্ধীর জন্মদিনকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে ঘোষণা করে। এর পর থেকেই অক্টোবর দিনটি নানা ভাবে পালিত হয়ে থাকে দুনিয়া জুড়ে। সেই দিবসে বিশ্বশান্তির বার্তা দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। পাশাপাশি ভারতেও পালিত হয়েছে গান্ধীজির জন্মজয়ন্তী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ অসংখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব গান্ধীজির ছবিতে মালা দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান তার জন্মজয়ন্তীতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধীজয়ন্তিতে টুইটে লিখেছিলেন, “সারা বিশ্বে তাঁর আদর্শের অনুরণন শোনা যায়। কোটি কোটি মানুষকে ভরসা দেয় গান্ধীর বাণী।”
























