০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আটমাসের শিশুকন্যা সহ ক্যালিফোর্নিয়ায় অপহৃত চার ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 5

 

পুবের কলম ওয়েবডেস্ক: বন্দুক দেখিয়ে ক্যালিফোর্নিয়ায় আটমাসের শিশুকন্যা সহ এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের মোট চারজনকে অপহরণ করা হয়েছিল। বুধবার উদ্ধার হল তাদের দেহ।

শেরিফ ভার্ন ওয়ার্নকে বুধবার রাতে সাংবাদিকদের বলেন, “আমাদের সবচেয়ে খারাপ আশঙ্কা নিশ্চিত হয়েছে।”একজন খামারকর্মী মার্সেড কাউন্টির বাগানে মৃতদেহগুলিকে পড়ে থাকতে দেখেন। এমনটাই জানিয়েছেন শেরিফ ভার্ন ওয়ার্ন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সশস্ত্র এক ব্যক্তি পরিবারটিকে জোর করে ট্রাকের মধ্যে ঢোকাচ্ছে।

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টির একটি ব্যবসায়িক  প্রতিষ্ঠান থেকে আট মাসের ওই শিশু ও তার বাবা-মাকে অপহরণ করা হয়। এসময় ওই শিশুর ৩৯ বছর বয়সী কাকাকেও তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

মার্সড কাউন্টি পুলিশের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়  ৩৬ বছর বয়সি যশদীপ সিংহ, তার ২৭ বছর বয়সি স্ত্রী জসলিন কউর এবং তাদের আট মাসের শিশুকন্যাকে আরোহী সিংকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় জেসুস ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

 

জর্জ ফ্লয়েডের মৃত্যু আজও মনে পড়লে চমকে উঠতে হয়। এবারেও কি সেই বর্ণবিদ্বেষেরই শিকার হল চার ভারতীয়  মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত পরিবারের  প্রথমে অপহরণ এর পর দেহ উদ্ধার সেই ঘটনাকেই সামনে আনছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

প্রসঙ্গত ২০১৯ সালে, একজন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ, তুষার আত্রেকে তার বান্ধবীর গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তার আগে ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আটমাসের শিশুকন্যা সহ ক্যালিফোর্নিয়ায় অপহৃত চার ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: বন্দুক দেখিয়ে ক্যালিফোর্নিয়ায় আটমাসের শিশুকন্যা সহ এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারের মোট চারজনকে অপহরণ করা হয়েছিল। বুধবার উদ্ধার হল তাদের দেহ।

শেরিফ ভার্ন ওয়ার্নকে বুধবার রাতে সাংবাদিকদের বলেন, “আমাদের সবচেয়ে খারাপ আশঙ্কা নিশ্চিত হয়েছে।”একজন খামারকর্মী মার্সেড কাউন্টির বাগানে মৃতদেহগুলিকে পড়ে থাকতে দেখেন। এমনটাই জানিয়েছেন শেরিফ ভার্ন ওয়ার্ন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সশস্ত্র এক ব্যক্তি পরিবারটিকে জোর করে ট্রাকের মধ্যে ঢোকাচ্ছে।

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, গত সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টির একটি ব্যবসায়িক  প্রতিষ্ঠান থেকে আট মাসের ওই শিশু ও তার বাবা-মাকে অপহরণ করা হয়। এসময় ওই শিশুর ৩৯ বছর বয়সী কাকাকেও তুলে নিয়ে যায় অপহরণকারীরা।

মার্সড কাউন্টি পুলিশের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়  ৩৬ বছর বয়সি যশদীপ সিংহ, তার ২৭ বছর বয়সি স্ত্রী জসলিন কউর এবং তাদের আট মাসের শিশুকন্যাকে আরোহী সিংকে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় জেসুস ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

 

জর্জ ফ্লয়েডের মৃত্যু আজও মনে পড়লে চমকে উঠতে হয়। এবারেও কি সেই বর্ণবিদ্বেষেরই শিকার হল চার ভারতীয়  মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত পরিবারের  প্রথমে অপহরণ এর পর দেহ উদ্ধার সেই ঘটনাকেই সামনে আনছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা।কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

প্রসঙ্গত ২০১৯ সালে, একজন ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ, তুষার আত্রেকে তার বান্ধবীর গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তার আগে ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল।