০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

করোনার প্রকোপ কাটিয়ে দু’বছর পর রেড রোডে পুজো কার্নিভাল

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 51

পুবের কলম প্রতিবেদক: অতিমারির প্রকোপে গত দু’বছর ভাটা পড়েছিল উৎসবে। সেই ছায়া পড়েছিল শারদোৎসবেও। যার জেরে গত দু’বছর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হয়নি। তাই এবার সাজো-সাজো রব গোটা রেড রোড চত্বর জুড়ে। প্রশাসনিক স্তরে সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আঁটসাঁট নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে চারিদিক। আগামীকাল বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে কার্নিভাল। প্রায় চার ঘণ্টা ধরে কার্নিভাল চলতে পারে। কলকাতা ও আশপাশের বিভিন্ন জায়গা থেকে মোট ৯৯টি পুজো কমিটির প্রতিমা আসবে কার্নিভালে। এই ৯৯টি পুজো কমিটি রাজ্য সরকারের ২০২২ সালের বিশ্ববঙ্গ শারদ সম্মানের বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।

এ বছর কার্নিভালের জৌলুস অন্যবারের তুলনায় অনেকটাই বেশি, কারণ ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর এ বছরই প্রথম কার্নিভাল হতে চলেছে। রেড রোডে পুজো কার্নিভাল ২০২২-এর সূচনা করবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ‘ডেয়ারডেভিল’। অনুষ্ঠানের শুরুতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি উদ্যোগে সেই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে মঞ্চে দেখা যাবে না সৌরভ জায়ার নৃত্য। যদিও ডোনা গঙ্গোপাধ্যায়ের ‘টিম’ অংশগ্রহণ করবে এ দিনের অনুষ্ঠানে। সঙ্গে থাকছে বিশেষ আলোকসজ্জা।

আরও পড়ুন: রেড রোডেই হবে ঈদের জামাত, জানাল খিলাফত কমিটি

জানা যাচ্ছে, ইউনেস্কোর সৌজন্যে এবার বিদেশি পর্যটকদের উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো। সেই সব পর্যটকদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পর্যটন দফতরের তরফে। অনুষ্ঠান মঞ্চে থাকার কথা ইউনেস্কোর প্রতিনিধিদের। এ ছাড়া থাকবেন বিভিন্ন দেশের কলকাতায় থাকা দূতাবাসের প্রতিনিধিরা। আমন্ত্রিত বহু শিল্পপতি এবং চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা।

আরও পড়ুন: রেড রোডে ঈদের নামাযে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের সিদ্ধান্তে এ বছর অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা বাড়ানো হয়েছে। ২০১৯ সালে শেষবার কার্নিভাল হয়। সেবার ৭৫টি প্রতিমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ৯৯ করা হয়েছে। পরিকল্পনা নেওয়া হয়েছে, পুলিশ মেমোরিয়ালের দিক থেকে প্রতিমাগুলি এগিয়ে যাবে মূল মঞ্চের সামনে। আর সেই সময়ে ওই সব পুজোর সঙ্গে তাল মিলিয়ে বাজতে থাকবে আবহ সংগীত। বা থিম সং। কার্নিভালে প্রতিটি পুজো কমিটি ২-৩ মিনিট সময় পাবেন, তার মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে মূল মঞ্চের সামনে। নিরঞ্জন পদযাত্রায় সর্বোচ্চ ৫০ জন সদস্য অংশ নিতে পারবেন ক্লাবের পক্ষ থেকে। সর্বাধিক ৩টি ট্যাবলো বরাদ্দ। গাড়ি-সহ ট্যাবলোর উচ্চতা কোনওভাবেই ১৬ ফুটের বেশি হবে না। নিজেদের উদ্যোগেই বিভিন্ন পুজোর উদ্যোক্তারা প্রতিমার সঙ্গে সুসজ্জিত ট্যাবলোর ব্যবস্থা করেছেন। আগেও যেমন বর্ণাঢ্য অনুষ্ঠান দেখা গিয়েছে, এবারও তেমনটাই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দুই বছর সাইকেল চালিয়ে মক্কায় তরুণ

 

তবে সুব্রত মুখোপাধ্যায়ের না থাকাটা আজও মানতে না পেরে, কার্নিভাল থেকে সরছে একডালিয়া এভারগ্রিন। এ ছাড়া কার্নিভালে যাবে না উত্তরের টালা বারোয়ারি। একাদশীর রাতে ফেসবুক পোস্টে তাঁরা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। এ ছাড়াও আরও ৮ কমিটি কার্নিভালে থাকছে না, কারণ তাঁদের দশমীতেই প্রতিমা নিরঞ্জণ দীর্ঘদিনের রীতি। সেই রীতি তাঁরা ভাঙতে একেবারেই রাজি নয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯০ পুজো কমিটি কার্নিভালে অংশ নেবে। উত্তর ও দক্ষিণ কলকাতার পাশাপাশি সেই তালিকায় রয়েছে সল্টলেক এবং হাওড়ার পুজো। তবে যে পুজো নিয়ে চর্চার শেষ নেই, সেই নাকতলা উদয়ন সংঘ এবারের কার্নিভালে আমন্ত্রিত নয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনার প্রকোপ কাটিয়ে দু’বছর পর রেড রোডে পুজো কার্নিভাল

আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: অতিমারির প্রকোপে গত দু’বছর ভাটা পড়েছিল উৎসবে। সেই ছায়া পড়েছিল শারদোৎসবেও। যার জেরে গত দু’বছর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল হয়নি। তাই এবার সাজো-সাজো রব গোটা রেড রোড চত্বর জুড়ে। প্রশাসনিক স্তরে সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। আঁটসাঁট নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে চারিদিক। আগামীকাল বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে কার্নিভাল। প্রায় চার ঘণ্টা ধরে কার্নিভাল চলতে পারে। কলকাতা ও আশপাশের বিভিন্ন জায়গা থেকে মোট ৯৯টি পুজো কমিটির প্রতিমা আসবে কার্নিভালে। এই ৯৯টি পুজো কমিটি রাজ্য সরকারের ২০২২ সালের বিশ্ববঙ্গ শারদ সম্মানের বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে নিয়েছে।

এ বছর কার্নিভালের জৌলুস অন্যবারের তুলনায় অনেকটাই বেশি, কারণ ইউনেস্কো দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার পর এ বছরই প্রথম কার্নিভাল হতে চলেছে। রেড রোডে পুজো কার্নিভাল ২০২২-এর সূচনা করবে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী ‘ডেয়ারডেভিল’। অনুষ্ঠানের শুরুতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি উদ্যোগে সেই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে মঞ্চে দেখা যাবে না সৌরভ জায়ার নৃত্য। যদিও ডোনা গঙ্গোপাধ্যায়ের ‘টিম’ অংশগ্রহণ করবে এ দিনের অনুষ্ঠানে। সঙ্গে থাকছে বিশেষ আলোকসজ্জা।

আরও পড়ুন: রেড রোডেই হবে ঈদের জামাত, জানাল খিলাফত কমিটি

জানা যাচ্ছে, ইউনেস্কোর সৌজন্যে এবার বিদেশি পর্যটকদের উপস্থিতি থাকবে চোখে পড়ার মতো। সেই সব পর্যটকদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পর্যটন দফতরের তরফে। অনুষ্ঠান মঞ্চে থাকার কথা ইউনেস্কোর প্রতিনিধিদের। এ ছাড়া থাকবেন বিভিন্ন দেশের কলকাতায় থাকা দূতাবাসের প্রতিনিধিরা। আমন্ত্রিত বহু শিল্পপতি এবং চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা।

আরও পড়ুন: রেড রোডে ঈদের নামাযে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের সিদ্ধান্তে এ বছর অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা বাড়ানো হয়েছে। ২০১৯ সালে শেষবার কার্নিভাল হয়। সেবার ৭৫টি প্রতিমা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এবার তা বাড়িয়ে ৯৯ করা হয়েছে। পরিকল্পনা নেওয়া হয়েছে, পুলিশ মেমোরিয়ালের দিক থেকে প্রতিমাগুলি এগিয়ে যাবে মূল মঞ্চের সামনে। আর সেই সময়ে ওই সব পুজোর সঙ্গে তাল মিলিয়ে বাজতে থাকবে আবহ সংগীত। বা থিম সং। কার্নিভালে প্রতিটি পুজো কমিটি ২-৩ মিনিট সময় পাবেন, তার মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করতে হবে মূল মঞ্চের সামনে। নিরঞ্জন পদযাত্রায় সর্বোচ্চ ৫০ জন সদস্য অংশ নিতে পারবেন ক্লাবের পক্ষ থেকে। সর্বাধিক ৩টি ট্যাবলো বরাদ্দ। গাড়ি-সহ ট্যাবলোর উচ্চতা কোনওভাবেই ১৬ ফুটের বেশি হবে না। নিজেদের উদ্যোগেই বিভিন্ন পুজোর উদ্যোক্তারা প্রতিমার সঙ্গে সুসজ্জিত ট্যাবলোর ব্যবস্থা করেছেন। আগেও যেমন বর্ণাঢ্য অনুষ্ঠান দেখা গিয়েছে, এবারও তেমনটাই দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দুই বছর সাইকেল চালিয়ে মক্কায় তরুণ

 

তবে সুব্রত মুখোপাধ্যায়ের না থাকাটা আজও মানতে না পেরে, কার্নিভাল থেকে সরছে একডালিয়া এভারগ্রিন। এ ছাড়া কার্নিভালে যাবে না উত্তরের টালা বারোয়ারি। একাদশীর রাতে ফেসবুক পোস্টে তাঁরা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। এ ছাড়াও আরও ৮ কমিটি কার্নিভালে থাকছে না, কারণ তাঁদের দশমীতেই প্রতিমা নিরঞ্জণ দীর্ঘদিনের রীতি। সেই রীতি তাঁরা ভাঙতে একেবারেই রাজি নয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯০ পুজো কমিটি কার্নিভালে অংশ নেবে। উত্তর ও দক্ষিণ কলকাতার পাশাপাশি সেই তালিকায় রয়েছে সল্টলেক এবং হাওড়ার পুজো। তবে যে পুজো নিয়ে চর্চার শেষ নেই, সেই নাকতলা উদয়ন সংঘ এবারের কার্নিভালে আমন্ত্রিত নয়।