২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আল্লাহর ওয়াস্তে অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ালেন ভোজপুরি অভিনেত্রী সাহার আফসা

সামিমা এহসানা
  • আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার
  • / 169

পুবের কলম, ওয়েব ডেস্ক: আল্লাহকে ভালোবেসে অভিনয় জগৎকে বিদায় জানালেন অভিনেত্রী সাহার আফসা। ‘বিবাহ ২’, ‘এক দুজে কে লিয়ে ২’, ‘কার্থা কর্মা ক্রিয়া’-র মত সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জনপ্রিয় ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদব, পবন সিং এর বিপরীতে অভিনয় করেছেন।

সাহার আফসা তাঁর ইন্সটাগ্রাম পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন যে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, অভিনয় জগতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার। ভবিষ্যতে তাঁর সঙ্গে অভিনয়ের কোনো সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে তিনি ইসলামি শিক্ষা অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করতে চান। তিনি তওবা করছেন এবং আল্লহ্র কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

তিনি আরও লিখেছেন যে, অভিনয় শিল্প থেকে তিনি অনেক পরিচিতি ও অর্থ পেলেও তাঁর মধ্যে সবসময় একটা উদ্বেগ কাজ করে। তাছাড়া ছোটোবেলায় তিনি অভিনয় জগতে আসার স্বপ্ন দেখেননি। কাকতালীয় ভাবেই তাঁর এখানে আসা এবং এবার তিনি এই যাত্রা শেষ করতে চান। নিজের ফ্যান-ফলোয়ারদেকে তাঁর জন্য দোয়া করতে  বলেছেন, যাতে ভবিষ্যতে তিনি ঈমানের পথে চলতে পারেন। আল্লাহর দেখানো পথে হাঁটতে পারেন। তিনি চান, তাঁর অতীত জীবন নয়, বরং মানুষ তাঁকে তাঁর ভবিষ্যত জীবনের জন্য মনে রাখুক। তাঁর এই পোস্টে সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন বিস বস খ্যাত সানা খান। সানা খানও এভাবেই অভিনয় জগৎকে বিদায় জানিয়ে ইসলামের শিক্ষাকে আপন করেছিলেন। তাছাড়াও ইসলামের জন্য অভিনয় ছেড়েছেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম। সানা ও জায়রাকে এই সিদ্ধান্তের জন্য ট্রোলের শিকার হতে হয়েছিল। কিন্তু তার পরও তাঁরা অভিনয়ে যোগ দেননি। এবার নতুন করে সমাজের একাংশের মানুষ কটাক্ষ করছেন সাহার আফসাকে। তবে ইসলাম-প্রেমীরা বলছেন অন্য কথা। গ্ল্যামার, পরিচিতি, অর্থের হাতছানিকে উপেক্ষা করে ইসলামের পথে ফিরে আসার জন্য তাঁরা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন সাহার কে।

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আল্লাহর ওয়াস্তে অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ালেন ভোজপুরি অভিনেত্রী সাহার আফসা

আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: আল্লাহকে ভালোবেসে অভিনয় জগৎকে বিদায় জানালেন অভিনেত্রী সাহার আফসা। ‘বিবাহ ২’, ‘এক দুজে কে লিয়ে ২’, ‘কার্থা কর্মা ক্রিয়া’-র মত সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জনপ্রিয় ভোজপুরি অভিনেতা খেসারি লাল যাদব, পবন সিং এর বিপরীতে অভিনয় করেছেন।

সাহার আফসা তাঁর ইন্সটাগ্রাম পোস্টে নিজের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন যে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, অভিনয় জগতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার। ভবিষ্যতে তাঁর সঙ্গে অভিনয়ের কোনো সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে তিনি ইসলামি শিক্ষা অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করতে চান। তিনি তওবা করছেন এবং আল্লহ্র কাছে ক্ষমা প্রার্থনা করছেন।

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

তিনি আরও লিখেছেন যে, অভিনয় শিল্প থেকে তিনি অনেক পরিচিতি ও অর্থ পেলেও তাঁর মধ্যে সবসময় একটা উদ্বেগ কাজ করে। তাছাড়া ছোটোবেলায় তিনি অভিনয় জগতে আসার স্বপ্ন দেখেননি। কাকতালীয় ভাবেই তাঁর এখানে আসা এবং এবার তিনি এই যাত্রা শেষ করতে চান। নিজের ফ্যান-ফলোয়ারদেকে তাঁর জন্য দোয়া করতে  বলেছেন, যাতে ভবিষ্যতে তিনি ঈমানের পথে চলতে পারেন। আল্লাহর দেখানো পথে হাঁটতে পারেন। তিনি চান, তাঁর অতীত জীবন নয়, বরং মানুষ তাঁকে তাঁর ভবিষ্যত জীবনের জন্য মনে রাখুক। তাঁর এই পোস্টে সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন বিস বস খ্যাত সানা খান। সানা খানও এভাবেই অভিনয় জগৎকে বিদায় জানিয়ে ইসলামের শিক্ষাকে আপন করেছিলেন। তাছাড়াও ইসলামের জন্য অভিনয় ছেড়েছেন ‘দঙ্গল’ খ্যাত জায়রা ওয়াসিম। সানা ও জায়রাকে এই সিদ্ধান্তের জন্য ট্রোলের শিকার হতে হয়েছিল। কিন্তু তার পরও তাঁরা অভিনয়ে যোগ দেননি। এবার নতুন করে সমাজের একাংশের মানুষ কটাক্ষ করছেন সাহার আফসাকে। তবে ইসলাম-প্রেমীরা বলছেন অন্য কথা। গ্ল্যামার, পরিচিতি, অর্থের হাতছানিকে উপেক্ষা করে ইসলামের পথে ফিরে আসার জন্য তাঁরা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন সাহার কে।

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম