০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৪১৩ কোটি টাকায় বিক্রি গোলাপি হিরা

ইমামা খাতুন
  • আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার
  • / 123

পুবের কলম ওয়েব ডেস্ক: হংকংয়ে অনুষ্ঠিত এক নিলামে রেকর্ড দামে বিক্রি হল বিরল গোলাপি রঙের একটি হিরে। শুক্রবার ১১ দশমিক ১৫ ক্যারেটের হিরেটির দাম ওঠে ৫৭.৭ মিলিয়ন মার্কিন ডলার; ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪১৩ কোটি টাকারও বেশি।

এ নিলাম পরিচালনা করেছে সোথবি’স হংকং। প্রাথমিকভাবে উইলিয়ামসন পিঙ্ক স্টার নামের হিরাটি ২ কোটি ১০ লক্ষ ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল।

আরও পড়ুন: বিশ্বে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি এসি

কিন্তু শেষপর্যন্ত ক্যারেটপ্রতি সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে বিক্রি হয় সেটি। এই হিরের নামকরণ হয়েছে দু’টি ঐতিহাসিক হিরের নামে।

আরও পড়ুন: ১২৬ টাকায় বিক্রি হল মার্কিন ব্যাঙ্কের শাখা!

প্রথমটি হল ২৩ দশমিক ৬০ ক্যারেটের উইলিয়ামসন হিরে। এটি ১৯৪৭ সালে প্রয়াত ব্রিটিশ রানি ২য় এলিজাবেথকে তার বিয়ের সময় উপহার দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু যুবকের, দেহ ফিরিয়ে আনতে জমি বিক্রি বাবার

দ্বিতীয়টি ৫৯ দশমিক ৬০ ক্যারেটের পিঙ্ক স্টার হিরে। ২০১৭ সালের নিলামে রেকর্ড ৭ কোটি ১২ লক্ষ ডলারে বিক্রি হয়েছিল এটি।

উল্লেখ্য; গোলাপি রঙের হিরে খুবই বিরল এবং দামি। আর উইলিয়ামসন পিঙ্ক স্টার হল নিলামে ওঠা দ্বিতীয় বৃহত্তম গোলাপি হিরে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪১৩ কোটি টাকায় বিক্রি গোলাপি হিরা

আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: হংকংয়ে অনুষ্ঠিত এক নিলামে রেকর্ড দামে বিক্রি হল বিরল গোলাপি রঙের একটি হিরে। শুক্রবার ১১ দশমিক ১৫ ক্যারেটের হিরেটির দাম ওঠে ৫৭.৭ মিলিয়ন মার্কিন ডলার; ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪১৩ কোটি টাকারও বেশি।

এ নিলাম পরিচালনা করেছে সোথবি’স হংকং। প্রাথমিকভাবে উইলিয়ামসন পিঙ্ক স্টার নামের হিরাটি ২ কোটি ১০ লক্ষ ডলারে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল।

আরও পড়ুন: বিশ্বে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি এসি

কিন্তু শেষপর্যন্ত ক্যারেটপ্রতি সর্বোচ্চ দামের রেকর্ড গড়ে বিক্রি হয় সেটি। এই হিরের নামকরণ হয়েছে দু’টি ঐতিহাসিক হিরের নামে।

আরও পড়ুন: ১২৬ টাকায় বিক্রি হল মার্কিন ব্যাঙ্কের শাখা!

প্রথমটি হল ২৩ দশমিক ৬০ ক্যারেটের উইলিয়ামসন হিরে। এটি ১৯৪৭ সালে প্রয়াত ব্রিটিশ রানি ২য় এলিজাবেথকে তার বিয়ের সময় উপহার দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু যুবকের, দেহ ফিরিয়ে আনতে জমি বিক্রি বাবার

দ্বিতীয়টি ৫৯ দশমিক ৬০ ক্যারেটের পিঙ্ক স্টার হিরে। ২০১৭ সালের নিলামে রেকর্ড ৭ কোটি ১২ লক্ষ ডলারে বিক্রি হয়েছিল এটি।

উল্লেখ্য; গোলাপি রঙের হিরে খুবই বিরল এবং দামি। আর উইলিয়ামসন পিঙ্ক স্টার হল নিলামে ওঠা দ্বিতীয় বৃহত্তম গোলাপি হিরে।