০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যতকাণ্ড যোগী রাজ্যে, একের পর এক মিথ্যা মামলা, জেরবার তপশিলী  পরিবার আবেদন করল স্বেচ্ছামৃত্যুর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার
  • / 7

 

পুবের কলম ওয়েবডেস্ক:  যতকাণ্ড যোগী রাজ্যে। দিনের পর দিন মিথ্যা মামলায় জর্জরিত গোটা পরিবার। তপশিলী জাতি, উপজাতি, এবং শ্লীলতাহানির অভিযোগে দায়ের হয়েছে একডজনের বেশি মামলা। মামলার খরচ চালাতে না পেরে অসহায় মুন্নিদেবীর পরিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন মুন্নিদেবীর পরিবার। গোটা ঘটনায় বিরোধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একবার আঙুল তুলেছেন যোগী সরকারের দিকে।

আরও পড়ুন: যতকান্ড যোগী রাজ্যে, শৌচাগারে রাখা খাবার দেওয়া হল কাবাডি খেলোয়াড়দের, ভিডিও ভাইরাল হতেই সরব বিরোধীরা

শনিবারেই আলিগড়ে পা রাখার কথা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তার আগেই সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন ওই পরিবার। কোতোয়ালি ইগলাস এলাকায় থাকেন মুন্নিদেবির পরিবার। অভিযোগ  পরিবারটির বিরুদ্ধে কমপক্ষে  এক ডজন মামলা দায়ের করা হয়েছে।এই যন্ত্রণায় তিলে তিলে দগ্ধ হওয়ার থেকে একবারে সপরিবারে মৃত্যু চাইছেন ওই তপশিলী পরিবারটি।

ওই পরিবার জানিয়েছে এর আগে সমস্যার সমাধানে ডাকা হয়েছিল মহাপঞ্চায়েত। কিন্তু মেলেনি সমাধান। উল্টে যারা মহাপঞ্চায়েত ডেকেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের  করেছে পুলিশ। সব মিলিয়ে বাঁচার ইচ্ছেটুকু হারিয়ে ফেলেছেন ওই পরিবার। এখন তাঁরা বলছেন টাকা,পয়সা সম্পত্তি যা আছে তা নিয়ে  নিক সরকার। বদলে দিক শান্তিতে মরবার অধিকার।

উত্তরপ্রদেশে দলিত, তপশিলীর মত নিম্নবর্ণের প্রতিনিধিদের ওপর এই হেন অত্যাচার কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। দলিত শিশু দেবতার ফল খেলে তাকে পিটিয়ে মারা, দলিত মহিলাদের ওপর লাগাতার যৌন নির্যাতন লেগেই থাকে। এবার প্রকাশ্যে এল এই মর্মান্তিক ঘটনা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যতকাণ্ড যোগী রাজ্যে, একের পর এক মিথ্যা মামলা, জেরবার তপশিলী  পরিবার আবেদন করল স্বেচ্ছামৃত্যুর

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক:  যতকাণ্ড যোগী রাজ্যে। দিনের পর দিন মিথ্যা মামলায় জর্জরিত গোটা পরিবার। তপশিলী জাতি, উপজাতি, এবং শ্লীলতাহানির অভিযোগে দায়ের হয়েছে একডজনের বেশি মামলা। মামলার খরচ চালাতে না পেরে অসহায় মুন্নিদেবীর পরিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন মুন্নিদেবীর পরিবার। গোটা ঘটনায় বিরোধীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একবার আঙুল তুলেছেন যোগী সরকারের দিকে।

আরও পড়ুন: যতকান্ড যোগী রাজ্যে, শৌচাগারে রাখা খাবার দেওয়া হল কাবাডি খেলোয়াড়দের, ভিডিও ভাইরাল হতেই সরব বিরোধীরা

শনিবারেই আলিগড়ে পা রাখার কথা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তার আগেই সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন ওই পরিবার। কোতোয়ালি ইগলাস এলাকায় থাকেন মুন্নিদেবির পরিবার। অভিযোগ  পরিবারটির বিরুদ্ধে কমপক্ষে  এক ডজন মামলা দায়ের করা হয়েছে।এই যন্ত্রণায় তিলে তিলে দগ্ধ হওয়ার থেকে একবারে সপরিবারে মৃত্যু চাইছেন ওই তপশিলী পরিবারটি।

ওই পরিবার জানিয়েছে এর আগে সমস্যার সমাধানে ডাকা হয়েছিল মহাপঞ্চায়েত। কিন্তু মেলেনি সমাধান। উল্টে যারা মহাপঞ্চায়েত ডেকেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের  করেছে পুলিশ। সব মিলিয়ে বাঁচার ইচ্ছেটুকু হারিয়ে ফেলেছেন ওই পরিবার। এখন তাঁরা বলছেন টাকা,পয়সা সম্পত্তি যা আছে তা নিয়ে  নিক সরকার। বদলে দিক শান্তিতে মরবার অধিকার।

উত্তরপ্রদেশে দলিত, তপশিলীর মত নিম্নবর্ণের প্রতিনিধিদের ওপর এই হেন অত্যাচার কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। দলিত শিশু দেবতার ফল খেলে তাকে পিটিয়ে মারা, দলিত মহিলাদের ওপর লাগাতার যৌন নির্যাতন লেগেই থাকে। এবার প্রকাশ্যে এল এই মর্মান্তিক ঘটনা।