২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুরু প্রস্তুতি, এবার ভারতেই তৈরি হবে রাশিয়ার অত্যাধুনিক একে-২০৩ অ্যাসল্ট রাইফেল

পুবের কলম, ওয়েবডেস্ক: আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই দেশীয় প্রযুক্তিতে ঝুঁকেছে ভারত। তৈরি হচ্ছে আধুনিক অস্ত্রসামগ্রী। আজ গুজরাতে গান্ধীনগরে ‘ডেফএক্সপো ২০২২’  উদ্বোধন, ‘৫২ উইং এয়ার ফোর্স স্টেশন’,  দিশা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোদি বলেন, নতুন ভারত যে অভিপ্রায় দেখিয়েছে তার ফলসরূপ মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে সাফল্যের গল্প হয়ে উঠছে। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষে ভারতেই তৈরি হবে রাশিয়ার অত্যাধুনিক একে-২০৩ অ্যাসল্ট রাইফেল। একে ৪৭-এর ডিজাইন বানিয়েছিলেন রুশ বিশেষজ্ঞ মিখাইল কালাশনিকভ।

এই অনুষ্ঠানে অংশ নেয় রোস্টেক স্টেট কর্পোরেশনের একটি সহযোগী সংস্থা রোসোবোরোনেক্সপোর্টের একটি প্রতিনিধি দল (ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড)।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা নিয়ে একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের এই উন্নততর সংস্করণ বানানোরই প্রস্তুতি জোরকদমে চলছে।   যার কারখানা তৈরি হয়েছে উত্তরপ্রদেশে আমেঠিতে। অস্ত্র সম্পর্কে জানিয়েছেন রোসোবোরোন এক্সপোর্টের ডিরেক্টর আলেকজান্ডার মিখিভ। তার আরও সংযোজন ভবিষ্যতে, যৌথ উদ্যোগটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে উন্নত রাইফেল তৈরির জন্য উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন সুবিধা আধুনিকীকরণ করতে পারে। তবে ইউক্রেনের যুদ্ধের কারণে এই বছরের শুরুতে যে উৎপাদন শুরু হওয়ার কথা ছিল তা কিছুটা বিলম্বিত হয়েছে। (আইআরআরপিএল) এর সহ-প্রতিষ্ঠাতা হিসাবে ডিফেক্সপো-২০২২-এ অংশ নিয়েছে। ইন্দো-রাশিয়ান যৌথ উদ্যোগে তৈরি হবে একে-২০৩। ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল) ২০১৯ সালে ভারতীয় অস্ত্র কারখানা (ওএফবি)’র অধীনে শুরু হয় (বর্তমানে অ্যাডভান্সড ওয়েপন’স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড, ভারতের মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড এবং রোসোবোরোন এক্সপোর্ট এবং রাশিয়ার কালাশনিকভের মধ্যে যৌথভাবে প্রতিষ্ঠিত হয়েছিল)।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

বর্তমানে ভারতীয় সেনার পদাতিক ব্যাটেলিয়ন এবং রাষ্ট্রীয় রাইফেল্‌সের অস্ত্র হিসাবে দেশীয় পদ্ধতিতে তৈরি ‘ইনসাস রাইফেল’ ব্যবহৃত হয়। এবার এই অত্যাধুনিক একে-২০৩ অ্যাসল্ট রাইফেল প্রস্তুত হয়ে গেলে ইনসাস রাইফেলের বদলে ভারতীয় সেনার হাতে উঠবে এটিই। একে সিরিজের ৭.৬২ মিলিমিটার কার্তুজ অনেক বেশি প্রাণঘাতী। কার্যক্ষমতাও বেশি। গুলি ছোঁড়ার গতিও অনবদ্য। সেকেন্ডে প্রায় ৭৩০ মিটার জোরে ছুটে যেতে পারে এর কার্তুজ। এই রাইফেল থেকে মিনিটে প্রায় ৭০০ রাউন্ড গুলি ছোড়া সম্ভব।

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের

উল্লেখ্য,  গত আগস্টেই ভারতীয় সেনার হাতে ‘ফিউচার ইনফ্যান্ট্রি সোলজার অ্যাজ এ সিস্টেম’ অথবা এফ-ইনসাস তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 

 

 

সর্বধিক পাঠিত

বিজেপির রাজ্যে ‘বেটি বাঁচাও’-এর এটাই বাস্তব চিত্র: সেঙ্গারের জামিন নিয়ে তোপ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুরু প্রস্তুতি, এবার ভারতেই তৈরি হবে রাশিয়ার অত্যাধুনিক একে-২০৩ অ্যাসল্ট রাইফেল

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই দেশীয় প্রযুক্তিতে ঝুঁকেছে ভারত। তৈরি হচ্ছে আধুনিক অস্ত্রসামগ্রী। আজ গুজরাতে গান্ধীনগরে ‘ডেফএক্সপো ২০২২’  উদ্বোধন, ‘৫২ উইং এয়ার ফোর্স স্টেশন’,  দিশা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোদি বলেন, নতুন ভারত যে অভিপ্রায় দেখিয়েছে তার ফলসরূপ মেক ইন ইন্ডিয়া প্রতিরক্ষা ক্ষেত্রে সাফল্যের গল্প হয়ে উঠছে। সব কিছু ঠিকঠাক চললে চলতি বছরের শেষে ভারতেই তৈরি হবে রাশিয়ার অত্যাধুনিক একে-২০৩ অ্যাসল্ট রাইফেল। একে ৪৭-এর ডিজাইন বানিয়েছিলেন রুশ বিশেষজ্ঞ মিখাইল কালাশনিকভ।

এই অনুষ্ঠানে অংশ নেয় রোস্টেক স্টেট কর্পোরেশনের একটি সহযোগী সংস্থা রোসোবোরোনেক্সপোর্টের একটি প্রতিনিধি দল (ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড)।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা নিয়ে একে-৪৭ অ্যাসল্ট রাইফেলের এই উন্নততর সংস্করণ বানানোরই প্রস্তুতি জোরকদমে চলছে।   যার কারখানা তৈরি হয়েছে উত্তরপ্রদেশে আমেঠিতে। অস্ত্র সম্পর্কে জানিয়েছেন রোসোবোরোন এক্সপোর্টের ডিরেক্টর আলেকজান্ডার মিখিভ। তার আরও সংযোজন ভবিষ্যতে, যৌথ উদ্যোগটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে উন্নত রাইফেল তৈরির জন্য উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন সুবিধা আধুনিকীকরণ করতে পারে। তবে ইউক্রেনের যুদ্ধের কারণে এই বছরের শুরুতে যে উৎপাদন শুরু হওয়ার কথা ছিল তা কিছুটা বিলম্বিত হয়েছে। (আইআরআরপিএল) এর সহ-প্রতিষ্ঠাতা হিসাবে ডিফেক্সপো-২০২২-এ অংশ নিয়েছে। ইন্দো-রাশিয়ান যৌথ উদ্যোগে তৈরি হবে একে-২০৩। ইন্দো-রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড (আইআরআরপিএল) ২০১৯ সালে ভারতীয় অস্ত্র কারখানা (ওএফবি)’র অধীনে শুরু হয় (বর্তমানে অ্যাডভান্সড ওয়েপন’স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড, ভারতের মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড এবং রোসোবোরোন এক্সপোর্ট এবং রাশিয়ার কালাশনিকভের মধ্যে যৌথভাবে প্রতিষ্ঠিত হয়েছিল)।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

বর্তমানে ভারতীয় সেনার পদাতিক ব্যাটেলিয়ন এবং রাষ্ট্রীয় রাইফেল্‌সের অস্ত্র হিসাবে দেশীয় পদ্ধতিতে তৈরি ‘ইনসাস রাইফেল’ ব্যবহৃত হয়। এবার এই অত্যাধুনিক একে-২০৩ অ্যাসল্ট রাইফেল প্রস্তুত হয়ে গেলে ইনসাস রাইফেলের বদলে ভারতীয় সেনার হাতে উঠবে এটিই। একে সিরিজের ৭.৬২ মিলিমিটার কার্তুজ অনেক বেশি প্রাণঘাতী। কার্যক্ষমতাও বেশি। গুলি ছোঁড়ার গতিও অনবদ্য। সেকেন্ডে প্রায় ৭৩০ মিটার জোরে ছুটে যেতে পারে এর কার্তুজ। এই রাইফেল থেকে মিনিটে প্রায় ৭০০ রাউন্ড গুলি ছোড়া সম্ভব।

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের

উল্লেখ্য,  গত আগস্টেই ভারতীয় সেনার হাতে ‘ফিউচার ইনফ্যান্ট্রি সোলজার অ্যাজ এ সিস্টেম’ অথবা এফ-ইনসাস তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।