৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

কৌশিক সালুই, বীরভূম ৫ আগস্টঃ ছিনতাই করার উদ্দেশ্যে উপস্থিত হওয়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রে বীরভূমের সদাইপুর থানা এলাকায়। ধৃত দুষ্কৃতীকে  সিউড়ি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ এবং আদালত সূত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্রসহ ধৃত দুষ্কৃতী হলেন মেহেবুব শেখ। বাড়ি সদাইপুর থানার হোদলা গ্রাম। গত বুধবার রাত্রে সদাইপুর থানা এলাকার রানীগঞ্জ গ্রাম 60 নম্বর জাতীয় সড়ক এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন ওই দুষ্কৃতী। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তাকে ধরে ফেলে। তার কাছ থেকে দু’রাউন্ড কার্তুজ এবং একটি পাইপগান উদ্ধার হয়েছে। পুলিশের দাবি মেহেবুব শেখ এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। ইতিমধ্যেই ওই থানায় পাঁচটি চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলা তার বিরুদ্ধে চলছে। তার মধ্যে কয়েকটি মামলায় সে জামিনে মুক্ত এবং আরো কয়েকটি মামলাতে পলাতক ছিলেন। ধৃত দুষ্কৃতীকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

আপডেট : ৫ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

কৌশিক সালুই, বীরভূম ৫ আগস্টঃ ছিনতাই করার উদ্দেশ্যে উপস্থিত হওয়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রে বীরভূমের সদাইপুর থানা এলাকায়। ধৃত দুষ্কৃতীকে  সিউড়ি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ এবং আদালত সূত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্রসহ ধৃত দুষ্কৃতী হলেন মেহেবুব শেখ। বাড়ি সদাইপুর থানার হোদলা গ্রাম। গত বুধবার রাত্রে সদাইপুর থানা এলাকার রানীগঞ্জ গ্রাম 60 নম্বর জাতীয় সড়ক এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিলেন ওই দুষ্কৃতী। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে তাকে ধরে ফেলে। তার কাছ থেকে দু’রাউন্ড কার্তুজ এবং একটি পাইপগান উদ্ধার হয়েছে। পুলিশের দাবি মেহেবুব শেখ এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। ইতিমধ্যেই ওই থানায় পাঁচটি চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলা তার বিরুদ্ধে চলছে। তার মধ্যে কয়েকটি মামলায় সে জামিনে মুক্ত এবং আরো কয়েকটি মামলাতে পলাতক ছিলেন। ধৃত দুষ্কৃতীকে বৃহস্পতিবার সিউড়ি আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন।