৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অসমে অখিল গগৈকে দলে চাইছে তৃণমূল

গুয়াহাটি, ৫ আগস্ট: বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস অসম ও ত্রিপুরায় একটি শক্তিশালী ঘাঁটি তৈরির জন্য কঠোর পরিশ্রম শুরু করেছে।
তৃণমূল ইতিমধ্যে ২০২৩ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে৷ ত্রিপুরায় দলের কার্যক্রম শুরু করে দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ অন্যদিকে, পার্শ্ববর্তী অসমেও নজর দিচ্ছে তৃণমূল৷ সেখানে বিরোধী কংগ্রেস অনেকটাই দুর্বল৷ অতি সম্প্রতি সিএএ বিরোধী নেতা এবং শিবসাগরের বিধায়ক অখিল গগৈকে ২০২৪ সালের নির্বাচনের জন্য দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মমতার দল৷

বুধবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অখিল গগৈ বলেন, আমি জেল থেকে বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তার সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সম্প্রতি দু’বার কলকাতা গিয়েছিলাম এবং তার সঙ্গে দেখাও করেছি। তৃণমূল চায় আমি তাদের দলে যোগ দেই এবং দলের নেতৃত্ব দিই অসমের রাজ্য সভাপতি হিসাবে। আমরা এখনও তাকে কিছু বলিনি৷

আরও পড়ুন: অসমে অবৈধ দখলদার উচ্ছেদকে ঘিরে ব্যাপক হিংসা, মৃত ২, জারি কার্ফু-বন্ধ ইন্টারনেট

প্রসঙ্গত, রায়জোর দলের নেতা অখিল গগৈ নাগরিকত্ব সংশোধনী আইনের একজন তীব্র সমালোচক এবং অসমে এর বিরোধিতা করে আন্দোলন করেছেন। এদিন তিনি আরও বলেন যে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উভয়ই নির্বাচনে জেতার জন্য মানুষকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা করছে। ২০১৯ সালের ডিসেম্বরে সিএএ বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হওয়া গগৈ এ বছরের ১ জুলাই কারাগার থেকে বেরিয়ে এসেছেন৷ অসম পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিল৷ অন্যদিকে এনআইএ তার বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনেছিল৷ কিন্তু আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

আরও পড়ুন: আসামে জামিয়ত উলেমা-ই-হিন্দের সফর, নজরদারিতে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আরও পড়ুন: অসমে উপজাতি জেলায় ৩০০০ বিঘা জমি সিমেন্ট সংস্থাকে, ক্ষুব্ধ কোর্ট
ট্যাগ :
সর্বধিক পাঠিত

পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসমে অখিল গগৈকে দলে চাইছে তৃণমূল

আপডেট : ৫ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

গুয়াহাটি, ৫ আগস্ট: বাংলায় বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস অসম ও ত্রিপুরায় একটি শক্তিশালী ঘাঁটি তৈরির জন্য কঠোর পরিশ্রম শুরু করেছে।
তৃণমূল ইতিমধ্যে ২০২৩ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে৷ ত্রিপুরায় দলের কার্যক্রম শুরু করে দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ অন্যদিকে, পার্শ্ববর্তী অসমেও নজর দিচ্ছে তৃণমূল৷ সেখানে বিরোধী কংগ্রেস অনেকটাই দুর্বল৷ অতি সম্প্রতি সিএএ বিরোধী নেতা এবং শিবসাগরের বিধায়ক অখিল গগৈকে ২০২৪ সালের নির্বাচনের জন্য দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মমতার দল৷

বুধবার গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অখিল গগৈ বলেন, আমি জেল থেকে বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তার সঙ্গে দেখা করার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সম্প্রতি দু’বার কলকাতা গিয়েছিলাম এবং তার সঙ্গে দেখাও করেছি। তৃণমূল চায় আমি তাদের দলে যোগ দেই এবং দলের নেতৃত্ব দিই অসমের রাজ্য সভাপতি হিসাবে। আমরা এখনও তাকে কিছু বলিনি৷

আরও পড়ুন: অসমে অবৈধ দখলদার উচ্ছেদকে ঘিরে ব্যাপক হিংসা, মৃত ২, জারি কার্ফু-বন্ধ ইন্টারনেট

প্রসঙ্গত, রায়জোর দলের নেতা অখিল গগৈ নাগরিকত্ব সংশোধনী আইনের একজন তীব্র সমালোচক এবং অসমে এর বিরোধিতা করে আন্দোলন করেছেন। এদিন তিনি আরও বলেন যে বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উভয়ই নির্বাচনে জেতার জন্য মানুষকে ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করার চেষ্টা করছে। ২০১৯ সালের ডিসেম্বরে সিএএ বিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হওয়া গগৈ এ বছরের ১ জুলাই কারাগার থেকে বেরিয়ে এসেছেন৷ অসম পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিল৷ অন্যদিকে এনআইএ তার বিরুদ্ধে মাওবাদীদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ এনেছিল৷ কিন্তু আদালত তাকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

আরও পড়ুন: আসামে জামিয়ত উলেমা-ই-হিন্দের সফর, নজরদারিতে পুলিশ, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আরও পড়ুন: অসমে উপজাতি জেলায় ৩০০০ বিঘা জমি সিমেন্ট সংস্থাকে, ক্ষুব্ধ কোর্ট