০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যাজকরা পর্নো মুভি দেখেন: পোপ ফ্রান্সিস

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 68

 


পুবের কলম ওয়েবডেস্ক: নান ও যাজকদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাঁর কথায়, নান ও যাজকরা পর্নোগ্রাফি দেখেন। একইসঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে তাঁদের সতর্কও করেন পোপ। তিনি বলেন, এটি পুরোহিত হৃদয়কে দুর্বল করে ফেলে। গত সোমবার ভ্যাটিকানে এক বৈঠকে পুরোহিত ও ছাত্রদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি নান ও ধর্মযাজকদের বিরুদ্ধে অশ্লীল ছবি দেখার অভিযোগ তোলেন। এ বৈঠকে তিনি বিজ্ঞান ও বিশ্বাসের মিলন এবং ব্যক্তিগত ত্রুটির সঙ্গে লড়াই করে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা সম্পর্কে আলোচনা করেন। ছাত্ররা পোপকে খ্রিস্টান হওয়ার আনন্দ ভাগ করে নিতে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার সম্পর্কে জানতে চান। এ সময় পোপ অশ্লীল ছবি দেখা থেকে সকলকে বিরত থাকতে বলেন। পোপ বলেন, ‘ডিজিটাল পর্নোগ্রাফি সম্পর্কে আপনাদের সবারই ধারণা রয়েছে। এ ব্যাপারে লোভও আছে। এটি এমন একটি পাপ, যা অনেক লোকের আছে। সাধারণ মানুষ, নারী-পুরুষ এমনকী পুরোহিত ও সন্ন্যাসীরাও পর্নোগ্রাফি দেখেন।’ এ সময় শিশু নির্যাতন ও শিশু পর্নোগ্রাফির মতো জঘন্যতম অপরাধের কথাও তোলেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু। তিনি বলেন, ‘আমি এখানে শিশু নির্যাতন ও অপরাধমূলক শিশু পর্নোগ্রাফির কথা বলছি না। কারণ আপনারা সবাই জানেন। এমনকী প্রতিনিয়ত দেখছেন। এটি সামাজিক অধঃপতন। পর্নোগ্রাফির বিষয়ে স্বাভাবিক কিছুই নেই।’ সকলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার মোবাইলে যদি পর্নো থাকে, মুছে ফেলুন। তাহলে এ ব্যাপারে আপনার মনে কোনও ইচ্ছা থাকবে না।’ জানান, পর্নোগ্রাফি থেকে মনের ভেতর শয়তান প্রবেশ করে, যা যাজক হৃদয়কে দুর্বল করে দেয়।

আরও পড়ুন: Pope Francis-এর মৃত্যুতে শোক CM Mamata Banerjee-র

 

আরও পড়ুন: Pope Francis-এর প্রয়াণে বিশ্বনেতাদের শ্রদ্ধা

 

আরও পড়ুন: পোপ ফ্রান্সিসের আরোগ্য কামনা আল-আজহারের গ্র্যান্ড ইমামের

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাজকরা পর্নো মুভি দেখেন: পোপ ফ্রান্সিস

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

 


পুবের কলম ওয়েবডেস্ক: নান ও যাজকদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ক্যাথলিকদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাঁর কথায়, নান ও যাজকরা পর্নোগ্রাফি দেখেন। একইসঙ্গে অনলাইনে পর্নোগ্রাফি দেখার ঝুঁকি সম্পর্কে তাঁদের সতর্কও করেন পোপ। তিনি বলেন, এটি পুরোহিত হৃদয়কে দুর্বল করে ফেলে। গত সোমবার ভ্যাটিকানে এক বৈঠকে পুরোহিত ও ছাত্রদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন পোপ ফ্রান্সিস। এ সময় তিনি নান ও ধর্মযাজকদের বিরুদ্ধে অশ্লীল ছবি দেখার অভিযোগ তোলেন। এ বৈঠকে তিনি বিজ্ঞান ও বিশ্বাসের মিলন এবং ব্যক্তিগত ত্রুটির সঙ্গে লড়াই করে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা সম্পর্কে আলোচনা করেন। ছাত্ররা পোপকে খ্রিস্টান হওয়ার আনন্দ ভাগ করে নিতে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার সম্পর্কে জানতে চান। এ সময় পোপ অশ্লীল ছবি দেখা থেকে সকলকে বিরত থাকতে বলেন। পোপ বলেন, ‘ডিজিটাল পর্নোগ্রাফি সম্পর্কে আপনাদের সবারই ধারণা রয়েছে। এ ব্যাপারে লোভও আছে। এটি এমন একটি পাপ, যা অনেক লোকের আছে। সাধারণ মানুষ, নারী-পুরুষ এমনকী পুরোহিত ও সন্ন্যাসীরাও পর্নোগ্রাফি দেখেন।’ এ সময় শিশু নির্যাতন ও শিশু পর্নোগ্রাফির মতো জঘন্যতম অপরাধের কথাও তোলেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু। তিনি বলেন, ‘আমি এখানে শিশু নির্যাতন ও অপরাধমূলক শিশু পর্নোগ্রাফির কথা বলছি না। কারণ আপনারা সবাই জানেন। এমনকী প্রতিনিয়ত দেখছেন। এটি সামাজিক অধঃপতন। পর্নোগ্রাফির বিষয়ে স্বাভাবিক কিছুই নেই।’ সকলের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার মোবাইলে যদি পর্নো থাকে, মুছে ফেলুন। তাহলে এ ব্যাপারে আপনার মনে কোনও ইচ্ছা থাকবে না।’ জানান, পর্নোগ্রাফি থেকে মনের ভেতর শয়তান প্রবেশ করে, যা যাজক হৃদয়কে দুর্বল করে দেয়।

আরও পড়ুন: Pope Francis-এর মৃত্যুতে শোক CM Mamata Banerjee-র

 

আরও পড়ুন: Pope Francis-এর প্রয়াণে বিশ্বনেতাদের শ্রদ্ধা

 

আরও পড়ুন: পোপ ফ্রান্সিসের আরোগ্য কামনা আল-আজহারের গ্র্যান্ড ইমামের