০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছটপুজোয় পুণ্যার্থীদের জন্য সচেতনতামূলক পথনাটিকা

পুবের কলম ওয়েবডেস্ক: ছটের জন্য অভিনব উদ্যোগ। রবীন্দ্র সরোবরে কলকাতা মেট্রোপলিটন ডেভালপমেন্ট অথরিটি উদ্যোগে ছট পুণ্যার্থীদের জন্য সচেতনতামূলক পথনাটিকার বন্দোবস্ত। সাধারণ মানুষকে সচেতনতার বার্তা জন্য এই সিদ্ধান্ত। রবীন্দ্র সরোবরে ফুল পাতা যেন জলে না ফেলে কেউ, তাই এই বিশেষ পথনাটিকা। জলে ফুল, তেল ফেলা হলে জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। সেই বার্তা দিচ্ছেন বহুরূপী, মাছ, পাখি সেজে নাটকের সদস্যরা।

দিনে চারটি করে শহরে বিভিন্ন জায়গায় নাটক হবে। দলের নাম, ‘কওকথা’। এই নাটক গ্রুপের কর্ণধার বলেন, ‘ছটপুজোতে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই পথনাটিকার বিশেষ ব্যবস্থা। যাতে জলের বাস্তুতন্ত্র নষ্ট না হয়, সেই বার্তা দেওয়া হচ্ছে। রবীন্দ্র সরোবর জাতীয় লেক। একে রক্ষা করা সকলের কর্তব্য। কেএমডিএ-র পক্ষ থেকে আমরা পথনাটিকার এই বিশেষ উদ্যোগ নিয়েছি।’

কেএমডিএ সূত্রে খবর, ছটপুজোর জন্য ৪৭টি বিকল্প ঘাটের ব্যবস্থা করা হবে। তার মধ্যে রয়েছে, গল্ফ গার্ডেনে রামধন পার্ক, গোবিন্দন কুট্টি পার্ক, ঢাকুরিয়া যোধপুর পার্ক, রিজেন্ট এস্টট, বিক্রম গড়, যাদবপুর, কসবা, পাটুলি ঘাট-সহ একাধিক বিকল্প ঘাটের ব্যবস্থা।

রবীন্দ্র সরোবর এলাকায় ছটের জন্য প্রতি বারের মতো এবারেও কলকাতা পুলিশের কড়া নজরদারি থাকছে। রবীন্দ্র সরোবরে প্রতি গেটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে। গেটে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। কেএমডিএ সূত্রের খবর, রবিবার ও সোমবার ছটের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর লেক। সবমিলিয়ে বলা যায় ছটের জন্য বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছটপুজোয় পুণ্যার্থীদের জন্য সচেতনতামূলক পথনাটিকা

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: ছটের জন্য অভিনব উদ্যোগ। রবীন্দ্র সরোবরে কলকাতা মেট্রোপলিটন ডেভালপমেন্ট অথরিটি উদ্যোগে ছট পুণ্যার্থীদের জন্য সচেতনতামূলক পথনাটিকার বন্দোবস্ত। সাধারণ মানুষকে সচেতনতার বার্তা জন্য এই সিদ্ধান্ত। রবীন্দ্র সরোবরে ফুল পাতা যেন জলে না ফেলে কেউ, তাই এই বিশেষ পথনাটিকা। জলে ফুল, তেল ফেলা হলে জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। সেই বার্তা দিচ্ছেন বহুরূপী, মাছ, পাখি সেজে নাটকের সদস্যরা।

দিনে চারটি করে শহরে বিভিন্ন জায়গায় নাটক হবে। দলের নাম, ‘কওকথা’। এই নাটক গ্রুপের কর্ণধার বলেন, ‘ছটপুজোতে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই পথনাটিকার বিশেষ ব্যবস্থা। যাতে জলের বাস্তুতন্ত্র নষ্ট না হয়, সেই বার্তা দেওয়া হচ্ছে। রবীন্দ্র সরোবর জাতীয় লেক। একে রক্ষা করা সকলের কর্তব্য। কেএমডিএ-র পক্ষ থেকে আমরা পথনাটিকার এই বিশেষ উদ্যোগ নিয়েছি।’

কেএমডিএ সূত্রে খবর, ছটপুজোর জন্য ৪৭টি বিকল্প ঘাটের ব্যবস্থা করা হবে। তার মধ্যে রয়েছে, গল্ফ গার্ডেনে রামধন পার্ক, গোবিন্দন কুট্টি পার্ক, ঢাকুরিয়া যোধপুর পার্ক, রিজেন্ট এস্টট, বিক্রম গড়, যাদবপুর, কসবা, পাটুলি ঘাট-সহ একাধিক বিকল্প ঘাটের ব্যবস্থা।

রবীন্দ্র সরোবর এলাকায় ছটের জন্য প্রতি বারের মতো এবারেও কলকাতা পুলিশের কড়া নজরদারি থাকছে। রবীন্দ্র সরোবরে প্রতি গেটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে। গেটে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। কেএমডিএ সূত্রের খবর, রবিবার ও সোমবার ছটের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর লেক। সবমিলিয়ে বলা যায় ছটের জন্য বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।