পুবের কলম, ওয়েবডেস্ক: অবিরাম বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। দু-একবার ছেদ পড়লেও মাঝে মধ্যেই বজ্র-গর্ভ মেঘের সঞ্চার করে ঘনিয়ে আসছে কালো মেঘ। আর শুরু হচ্ছে অবিরাম বারিধারা। শুক্রবার সকাল থেকে মেঘের সঞ্চার আর তার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়। কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি চলছে। আর তার কলকাতার রাস্তায় যানজট থেকে জল জমছে একাধিক এলাকায়। আবার কোথাও আছে জমে আছে জল।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলায়। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বেলার দিক থেকে আবহাওয়ার অনেক উন্নতি হবে। দুপুরের দিকে কোনও কোনও জেলায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কমতে থাকবে এদিন। তবে সপ্তাহে শেষে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
৭ অগাস্ট শনিবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সব কটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৭ অগাস্ট আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি হতে পারে। আর রবিবার নাগাদ আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত অবস্থানের ও অন্যদিকে মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, নারনউল, মধ্যপ্রদেশের ওপরে থাকা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে বারানসী, গয়া, বাঁকুড়া হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে ৬ অগাস্ট শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টি হতে পারে।
























