০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশ বাঁচাতে ফের পথে নামব: ইমরান

পুবের কলম ওয়েবডেস্ক: এখন বিপদমুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পায়ে সার্জারির পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। তবে বসে থাকার বান্দা তিনি নন। নয়া নির্বাচনের দাবিতে তিনি ফের পথে নামবেন ও রাজধানী পর্যন্ত লংমার্চ করবেন বলে জানিয়েছেন। হাসপাতাল থেকে এক ভাষণে ইমরান খান জানান, তিনি আগে থেকেই হত্যার ষড়যন্ত্রের আভাস পেয়েছিলেন। শুরুতে ইমরান বর্তমান সরকারকে তিরস্কার করেন এবং দুঃখ প্রকাশ করে বলেন কীভাবে তার সরকারকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এ সময় ইমরান খান বলেন, ‘আমি ইতিমধ্যেই জানতে পেরেছিলাম যে কোনও এক জায়গায় আমাকে হত্যার পরিকল্পনা ছিল।’ তিনি আরও বলেন, ‘আমার সরকার কখনোই জনগণের বিশ্বাস হারায়নি। কিন্তু বিরোধীরা আমার সরকারকে ফেলে দিতে বিপুল অর্থ ব্যবহার করছে।’ এ ছাড়া পাকিস্তানের নির্বাচন কমিশনকে অভিযুক্ত করে ইমরান বলেন, ‘পিটিআইকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়েছিল। ১৭ জুলাইয়ের উপনির্বাচনে, পাকিস্তান ইলেকশন কমিশন (ইসিপি) সব ধরনের কারচুপির কৌশল অবলম্বন করেছিল। তারা আমার বদনাম করতে সব কৌশল অবলম্বন করেছিল। এ ছাড়া আমার বিরুদ্ধে মামলা করছিল।’ বক্তব্যে ইমরান খান পিএমএল-এন এবং পিপিপিকে কটাক্ষ করেন। তিনি বলেন, দুই দলই ব্যাপক দুর্নীতি করেছে এবং দেশের ঋণ বৃদ্ধি করেছে।’
পিটিআই প্রধান ইমরান খান সুস্থ হয়ে আবারও রাস্তায় নামার অঙ্গীকার করেছেন। জোর দিয়ে বলেছেন জীবন নিয়ে চিন্তা করেন না তিনি। ইমরান বলেন, ‘এই চোরদের দাসত্বের অধীনে থাকব না। আমি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে, ইসলামাবাদের উদ্দেশে রাস্তায় নামব। পাকিস্তান দাসত্বের জন্য তৈরি করা হয়নি।’

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশ বাঁচাতে ফের পথে নামব: ইমরান

আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: এখন বিপদমুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পায়ে সার্জারির পর ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। তবে বসে থাকার বান্দা তিনি নন। নয়া নির্বাচনের দাবিতে তিনি ফের পথে নামবেন ও রাজধানী পর্যন্ত লংমার্চ করবেন বলে জানিয়েছেন। হাসপাতাল থেকে এক ভাষণে ইমরান খান জানান, তিনি আগে থেকেই হত্যার ষড়যন্ত্রের আভাস পেয়েছিলেন। শুরুতে ইমরান বর্তমান সরকারকে তিরস্কার করেন এবং দুঃখ প্রকাশ করে বলেন কীভাবে তার সরকারকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এ সময় ইমরান খান বলেন, ‘আমি ইতিমধ্যেই জানতে পেরেছিলাম যে কোনও এক জায়গায় আমাকে হত্যার পরিকল্পনা ছিল।’ তিনি আরও বলেন, ‘আমার সরকার কখনোই জনগণের বিশ্বাস হারায়নি। কিন্তু বিরোধীরা আমার সরকারকে ফেলে দিতে বিপুল অর্থ ব্যবহার করছে।’ এ ছাড়া পাকিস্তানের নির্বাচন কমিশনকে অভিযুক্ত করে ইমরান বলেন, ‘পিটিআইকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা বর্তমান সরকারের সঙ্গে হাত মিলিয়েছিল। ১৭ জুলাইয়ের উপনির্বাচনে, পাকিস্তান ইলেকশন কমিশন (ইসিপি) সব ধরনের কারচুপির কৌশল অবলম্বন করেছিল। তারা আমার বদনাম করতে সব কৌশল অবলম্বন করেছিল। এ ছাড়া আমার বিরুদ্ধে মামলা করছিল।’ বক্তব্যে ইমরান খান পিএমএল-এন এবং পিপিপিকে কটাক্ষ করেন। তিনি বলেন, দুই দলই ব্যাপক দুর্নীতি করেছে এবং দেশের ঋণ বৃদ্ধি করেছে।’
পিটিআই প্রধান ইমরান খান সুস্থ হয়ে আবারও রাস্তায় নামার অঙ্গীকার করেছেন। জোর দিয়ে বলেছেন জীবন নিয়ে চিন্তা করেন না তিনি। ইমরান বলেন, ‘এই চোরদের দাসত্বের অধীনে থাকব না। আমি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে, ইসলামাবাদের উদ্দেশে রাস্তায় নামব। পাকিস্তান দাসত্বের জন্য তৈরি করা হয়নি।’