০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পরিবহণে স্বস্তি, আইওসির হস্তক্ষেপে ধর্মঘট তুলে নিল অয়েল ট্যাঙ্কার মালিকরা

পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে কাটল জট। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আবেদনে সাড়া দিয়ে অবশেষে ৩ দিন ধরে চলা ধর্মঘট তুলে নিল অয়েল ট্যাঙ্কার মালিকরা। আইওসির হস্তক্ষেপে অবশেষে ৭২ ঘণ্টা পর জট কাটল। স্বভাবতই, স্বস্তির হাওয়া পরিবহণে৷ কারণ, আন্দোলন অব্যাহত থাকলে তার জেরে কলকাতা, হাওড়া, দুই ২৪পরগনা সহ নদিয়ার একাংশে পরিবহণে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল৷

প্রসঙ্গত, ইন্ডিয়ান অয়েল তাদের টেন্ডারে পরিবহণ খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। ট্রান্সপোর্ট রেট কমানোর প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছিল ট্যাঙ্কার মালিকরা। নতুন টেন্ডার আপাতত স্থগিত রাখা হয়েছে। পুরনো টেন্ডারেই কাজ চলবে বলে জানা গিয়েছে। পরে আলোচনা করে নতুন টেন্ডার প্রকাশ করা হবে।

পরিবহণের জট কাটাতে রাজ্যের দ্বারস্থও হয়েছিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। পরিবহণের জট কাটায় স্বস্তিতে আম জনতা। যার ফলে  পাম্পগুলিতে স্বাভাবিকভাবে মিলবে জ্বালানি।

সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরিবহণে স্বস্তি, আইওসির হস্তক্ষেপে ধর্মঘট তুলে নিল অয়েল ট্যাঙ্কার মালিকরা

আপডেট : ৭ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে কাটল জট। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আবেদনে সাড়া দিয়ে অবশেষে ৩ দিন ধরে চলা ধর্মঘট তুলে নিল অয়েল ট্যাঙ্কার মালিকরা। আইওসির হস্তক্ষেপে অবশেষে ৭২ ঘণ্টা পর জট কাটল। স্বভাবতই, স্বস্তির হাওয়া পরিবহণে৷ কারণ, আন্দোলন অব্যাহত থাকলে তার জেরে কলকাতা, হাওড়া, দুই ২৪পরগনা সহ নদিয়ার একাংশে পরিবহণে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল৷

প্রসঙ্গত, ইন্ডিয়ান অয়েল তাদের টেন্ডারে পরিবহণ খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। ট্রান্সপোর্ট রেট কমানোর প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছিল ট্যাঙ্কার মালিকরা। নতুন টেন্ডার আপাতত স্থগিত রাখা হয়েছে। পুরনো টেন্ডারেই কাজ চলবে বলে জানা গিয়েছে। পরে আলোচনা করে নতুন টেন্ডার প্রকাশ করা হবে।

পরিবহণের জট কাটাতে রাজ্যের দ্বারস্থও হয়েছিল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। পরিবহণের জট কাটায় স্বস্তিতে আম জনতা। যার ফলে  পাম্পগুলিতে স্বাভাবিকভাবে মিলবে জ্বালানি।