৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ২২ শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস, টুইট করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ ২২ শে শ্রাবণ সকাল থেকেই অঝোর ধারায় চলছে বর্ষণ। একইরকম এক বর্ষণমুখর দিনেই অস্তমিত হন বাংলার রবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
করোনা মহামারির কারণে ২৫ শে বৈশাখ থেকে ২২ শে শ্রাবণ নেই অনুষ্ঠানের আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, সামাজিক দূরত্ব বিধি সব মেনে তাই আজ রবীন্দ্রনাথও ভার্চুয়াল। সোশ্যাল মিডিয়া, অনলাইনে চলছে রবি প্রণাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল বেলা টুইট করে তাঁর শ্রদ্ধা জানান।
১৯৪১ সালের ৭ অগস্ট, বাংলায় ২২ শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেলেন অমৃতলোকে। হাজার হাজার ভক্তের অশ্রু ঝরেছিল তাঁর প্রয়াণে। ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান। মেঘবরণ তুঝ, মেঘ জটাজুট! রক্তকমলকর, রক্ত-অধরপুট, তাপ বিমোচন করুণ কোর তব মৃত্যু-অমৃত করে দান।’ ভানুসিংহের পদাবলীতে মৃত্যুকেএভাবেই বন্দনা করে গিয়েছিলেন তিনি।
আর শেষ নাহি যার তার শেষের কথা বলবে কে। কবি যে নিজেই বলে গিয়েছেন
“গাহিলাম আরবার–
মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক
আর কিছু নয়,
এই হোক শেষ পরিচয়।”
২২ শে শ্রাবণে কবির প্রয়াণ দিবসে পুবের কলম ডিজিটালের বিনম্র শ্রদ্ধা।

সর্বধিক পাঠিত

পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ ২২ শে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ দিবস, টুইট করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

আপডেট : ৮ অগাস্ট ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ ২২ শে শ্রাবণ সকাল থেকেই অঝোর ধারায় চলছে বর্ষণ। একইরকম এক বর্ষণমুখর দিনেই অস্তমিত হন বাংলার রবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
করোনা মহামারির কারণে ২৫ শে বৈশাখ থেকে ২২ শে শ্রাবণ নেই অনুষ্ঠানের আয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, সামাজিক দূরত্ব বিধি সব মেনে তাই আজ রবীন্দ্রনাথও ভার্চুয়াল। সোশ্যাল মিডিয়া, অনলাইনে চলছে রবি প্রণাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল বেলা টুইট করে তাঁর শ্রদ্ধা জানান।
১৯৪১ সালের ৭ অগস্ট, বাংলায় ২২ শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলে গেলেন অমৃতলোকে। হাজার হাজার ভক্তের অশ্রু ঝরেছিল তাঁর প্রয়াণে। ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান। মেঘবরণ তুঝ, মেঘ জটাজুট! রক্তকমলকর, রক্ত-অধরপুট, তাপ বিমোচন করুণ কোর তব মৃত্যু-অমৃত করে দান।’ ভানুসিংহের পদাবলীতে মৃত্যুকেএভাবেই বন্দনা করে গিয়েছিলেন তিনি।
আর শেষ নাহি যার তার শেষের কথা বলবে কে। কবি যে নিজেই বলে গিয়েছেন
“গাহিলাম আরবার–
মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক
আর কিছু নয়,
এই হোক শেষ পরিচয়।”
২২ শে শ্রাবণে কবির প্রয়াণ দিবসে পুবের কলম ডিজিটালের বিনম্র শ্রদ্ধা।