১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হালিমা আদেন, হিজাব পরে র‌্যাম্পে হাঁটেন যে সুপার মডেল

সুস্মিতা
  • আপডেট : ৯ অগাস্ট ২০২১, সোমবার
  • / 70

পুবের কলম ওয়েবডেস্কঃ তিনি হিজাব পরে র‍্যাম্পে হাঁটেন। মডেলিং মানেই খোলামেলা পোশাক নয়,ধারণা বদলে দিচ্ছেন এই মার্কিন – আফ্রিকান হিজাবি মডেল।
হালিমা আদেন নামে এক মার্কিন-আফ্রিকান সুপারমডেল। তিনি হিজাব পরে র‌্যাম্পে হাঁটেন। বিশ্বের মধ্যে হালিমা আদেন প্রথম সুপারমডেল যিনি এটির জন্য পরিচিতি পান। মডেলিং মানে খোলামেলা পোশাক, এই ধারণাটিকে ভেঙে ফেলেছেন তিনি। হাঁটার সময় কেবল মুখ ও হাত-পায়ের তালু অনাবৃত রাখেন হালিমা।
মডেলিংয়ের জন্য নিজেকে বদলাতে বিশ্বাসী নন তিনি। বরং কাজের ধরনকে বদলাতে চান। সেই বিশ্বাসেই এই পেশায় কেরিয়ার শুরু করেন। তবে শুরুতে তাকে নানা হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। এখনো হালিমা তার লড়াই চালিয়ে যাচ্ছেন।
২০১৬ সালে প্রথমবার মাথায় হিজাব এবং গায়ে বুরকিনি চাপিয়ে ‘মিস মিনেসোটা ইউএসএ’ প্রতিযোগিতায় র‌্যাম্পে হেঁটে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন হালিমা। তাকে দেখে চমকে উঠেছিলেন বিচারকরা। খোলামেলা পোশাক পরিহিত মডেলদের ভিড়ে তিনিই ছিলেন প্রথম সর্বাঙ্গ আবৃত মডেল।
১৯৯৭ সালের ১৯ সেপ্টেম্বর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে সোমালিয়ান মা-বাবার ঘরে জন্ম হালিমার। তার বয়স যখন ছয় তখন পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মিনেসোটার সেন্ট ক্লাউড স্কুল ও পরে সেন্ট ক্লাউড স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।
ইউনিসেফের ব্র্যাম্ড আ্যম্বাসাডার তিনি। শিশুদের অধিকার রক্ষায় কাজ করে থাকেন।হেঁটেছেন নিউ ইয়র্ক ফ্যাশন উইক, মিলান ফ্যাশন উইকসহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত ফ্যাশন উৎসবগুলোতে। এছাড়া আন্তর্জাতিক স্তরের ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট কিংবা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার হয়েও মডেলিং করেছেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হালিমা আদেন, হিজাব পরে র‌্যাম্পে হাঁটেন যে সুপার মডেল

আপডেট : ৯ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ তিনি হিজাব পরে র‍্যাম্পে হাঁটেন। মডেলিং মানেই খোলামেলা পোশাক নয়,ধারণা বদলে দিচ্ছেন এই মার্কিন – আফ্রিকান হিজাবি মডেল।
হালিমা আদেন নামে এক মার্কিন-আফ্রিকান সুপারমডেল। তিনি হিজাব পরে র‌্যাম্পে হাঁটেন। বিশ্বের মধ্যে হালিমা আদেন প্রথম সুপারমডেল যিনি এটির জন্য পরিচিতি পান। মডেলিং মানে খোলামেলা পোশাক, এই ধারণাটিকে ভেঙে ফেলেছেন তিনি। হাঁটার সময় কেবল মুখ ও হাত-পায়ের তালু অনাবৃত রাখেন হালিমা।
মডেলিংয়ের জন্য নিজেকে বদলাতে বিশ্বাসী নন তিনি। বরং কাজের ধরনকে বদলাতে চান। সেই বিশ্বাসেই এই পেশায় কেরিয়ার শুরু করেন। তবে শুরুতে তাকে নানা হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল। এখনো হালিমা তার লড়াই চালিয়ে যাচ্ছেন।
২০১৬ সালে প্রথমবার মাথায় হিজাব এবং গায়ে বুরকিনি চাপিয়ে ‘মিস মিনেসোটা ইউএসএ’ প্রতিযোগিতায় র‌্যাম্পে হেঁটে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন হালিমা। তাকে দেখে চমকে উঠেছিলেন বিচারকরা। খোলামেলা পোশাক পরিহিত মডেলদের ভিড়ে তিনিই ছিলেন প্রথম সর্বাঙ্গ আবৃত মডেল।
১৯৯৭ সালের ১৯ সেপ্টেম্বর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে সোমালিয়ান মা-বাবার ঘরে জন্ম হালিমার। তার বয়স যখন ছয় তখন পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মিনেসোটার সেন্ট ক্লাউড স্কুল ও পরে সেন্ট ক্লাউড স্টেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।
ইউনিসেফের ব্র্যাম্ড আ্যম্বাসাডার তিনি। শিশুদের অধিকার রক্ষায় কাজ করে থাকেন।হেঁটেছেন নিউ ইয়র্ক ফ্যাশন উইক, মিলান ফ্যাশন উইকসহ বিশ্বের বিভিন্ন বিখ্যাত ফ্যাশন উৎসবগুলোতে। এছাড়া আন্তর্জাতিক স্তরের ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট কিংবা বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার হয়েও মডেলিং করেছেন।