০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পেশা নয়, সাপ ধরে  মানুষকে বাঁচানোই আব্দুল্লাহর কাজ

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার
  • / 82

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি গ্রামের  লোকালায়ে একটি প্রায় ১০ ফুটের  বিষধর কাল কেউটে সাপ জঙ্গল থেকে বেরিয়ে এসে খোলা মাঠে ঘোরাঘুরি করছিল। গ্রামবাসীরা দেখে আতঙ্কিত হয়ে যে যার মত ছুটে পালাচ্ছিল।এমন কি বাড়ি ছেড়ে পালানোর চেষ্টাও করছিল। সেই সময়  এলাকারই বছর পঁচিশের আব্দুল্লাহ গাইন পেশায় দিনমজুর  ধেয়ে এসে সাপটিকে জাল বন্দি করে সোজা সুন্দরবন বনদফতরে গিয়ে হাজির।

পেশা নয়, সাপ ধরে  মানুষকে বাঁচানোই আব্দুল্লাহর কাজ

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

যুবকটি যখন সাপ ধরতে মগ্ন ছিল সেই সময়  যে যার মতো মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করতে শুরু করে। যুবকের সাহসিকতা দেখে গ্রামের মানুষ উৎসাহ দিয়ে প্রশংসা করেছে। পাশাপাশি প্রশ্ন উঠছে কোন প্রশিক্ষণ ছাড়াই কি করে যুবক এই ধরনের কাজ করে দিনের পর দিন বেড়াচ্ছে হিঙ্গলগঞ্জের বিভিন্ন গ্রামে। যখন কোন বিষধর সাপ লোকলায় আশ্রয় নেয়।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

পেশা নয়, সাপ ধরে  মানুষকে বাঁচানোই আব্দুল্লাহর কাজ

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলঃ শুনানি শেষ, রায় স্থগিত সুপ্রিম কোর্টে

ওই যুবক পৌঁছে যায় সেখানে। মানুষকে বাঁচানোর জন্য  আব্দুল্লাহ গাইন ছোটবেলা থেকে একদিকে সুন্দরবন ঘেরা জঙ্গলে পাশে বেড়ে ওঠা বহু, প্রান্তিক মানুষের জলে জঙ্গলে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম সামনে থেকে দেখেছে এবং নিজে উপলব্ধি করেছে। যুবকের সাহসিকতার প্রশংসা করছে গ্রামের প্রান্তিক মানুষেরা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেশা নয়, সাপ ধরে  মানুষকে বাঁচানোই আব্দুল্লাহর কাজ

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি গ্রামের  লোকালায়ে একটি প্রায় ১০ ফুটের  বিষধর কাল কেউটে সাপ জঙ্গল থেকে বেরিয়ে এসে খোলা মাঠে ঘোরাঘুরি করছিল। গ্রামবাসীরা দেখে আতঙ্কিত হয়ে যে যার মত ছুটে পালাচ্ছিল।এমন কি বাড়ি ছেড়ে পালানোর চেষ্টাও করছিল। সেই সময়  এলাকারই বছর পঁচিশের আব্দুল্লাহ গাইন পেশায় দিনমজুর  ধেয়ে এসে সাপটিকে জাল বন্দি করে সোজা সুন্দরবন বনদফতরে গিয়ে হাজির।

পেশা নয়, সাপ ধরে  মানুষকে বাঁচানোই আব্দুল্লাহর কাজ

আরও পড়ুন: এআই কি মানুষের কাজ ছিনিয়ে নেবে?

যুবকটি যখন সাপ ধরতে মগ্ন ছিল সেই সময়  যে যার মতো মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করতে শুরু করে। যুবকের সাহসিকতা দেখে গ্রামের মানুষ উৎসাহ দিয়ে প্রশংসা করেছে। পাশাপাশি প্রশ্ন উঠছে কোন প্রশিক্ষণ ছাড়াই কি করে যুবক এই ধরনের কাজ করে দিনের পর দিন বেড়াচ্ছে হিঙ্গলগঞ্জের বিভিন্ন গ্রামে। যখন কোন বিষধর সাপ লোকলায় আশ্রয় নেয়।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

পেশা নয়, সাপ ধরে  মানুষকে বাঁচানোই আব্দুল্লাহর কাজ

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিলঃ শুনানি শেষ, রায় স্থগিত সুপ্রিম কোর্টে

ওই যুবক পৌঁছে যায় সেখানে। মানুষকে বাঁচানোর জন্য  আব্দুল্লাহ গাইন ছোটবেলা থেকে একদিকে সুন্দরবন ঘেরা জঙ্গলে পাশে বেড়ে ওঠা বহু, প্রান্তিক মানুষের জলে জঙ্গলে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম সামনে থেকে দেখেছে এবং নিজে উপলব্ধি করেছে। যুবকের সাহসিকতার প্রশংসা করছে গ্রামের প্রান্তিক মানুষেরা।