ডিজে পার্টি থেকে ফেরার পথে চলন্ত গাড়ির মধ্যে গণধর্ষিতা মডেল, গ্রেফতার এক মহিলা সমেত ৪

- আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার
- / 57
পুবের কলম, ওয়েবডেস্ক: সমাজে ক্রমশই বেড়ে চলেছে নির্যাতনের ঘটনা। একের পর এক ঘটে যাওয়া ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে সমাজে আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে অধিক মর্ডাণ প্রমাণ হতে গিয়ে বেজে উঠছে বিপদের ঘণ্টা।
কেরলে গাড়ির মধ্যে গণধর্ষণের ঘটনায় উঠছে নিরাপত্তার প্রশ্ন। চলন্ত গাড়ির ভিতরে এক মডেলকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের তালিকায় রয়েছে এক মহিলা। নির্যাতিতার বয়স ১৯ বছর। ধৃত তিনজন কোডুঙ্গাল্লুরের বাসিন্দা। নির্যাতিতা মডেলের বাড়ি কাসারগোডেতে।
বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। শুক্রবার চারজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা তার এক রাজস্থানি বন্ধু্র আমন্ত্রণে ডিজে পার্টিতে গিয়েছিলেন। সেখানেই অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় হয়। নির্যাতিতা পার্টিতে মদ্যপান করেছিলেন। গাড়িতে তোলার পর অভিযুক্তরা তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন মিলেছে। একজন রুমমেট নির্যাতিতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেই হাসপাতাল থেকেই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।