০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

 ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির পা-য়ে পা মেলালেন অভিনেত্রী স্বরা ভাস্কর

ইমামা খাতুন
  • আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 41

পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার ‘ভারত জোড়ো’ যাত্রায় রাহুল গান্ধির  সঙ্গে পা মেলালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।  সেই ছবি সামাজিক মাধ্যমে  প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। এমনিতেই বিতর্কিত মন্তব্যের জেরে সবসময় চর্চিত থাকে অভিনেত্রী।

রাহুল এই পদযাত্রা থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছেন। বিদ্বেষকে পরাজিত করে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে বিশিষ্টদের অনেকেই এই পদযাত্রায় শামিল হচ্ছেন। এবার তাতে যোগ দিলেন স্বরার মতো অরাজনৈতিক ব্যক্তিত্বও।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

এদিন উজ্জয়িনীতে পদযাত্রায় যোগ দেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরার সঙ্গে রাহুলের একটি ছবি টুইটারে শেয়ার করে কংগ্রেস জানিয়েছে, সমাজের প্রতিটি শ্রেণির মানুষ এতে শামিল হয়ে এই যাত্রাকে সফল করে তুলছেন। স্বরা ভাস্করও পদযাত্রায় যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী

টুইট করে তিনি জানিয়েছেন, ‘ঘৃণাকে প্রতিহত করতে ভারত জোড়ো যাত্রা নয়া ভাবনার প্রকাশ ঘটিয়েছে। আমাদের পথ দেখিয়েছে যখন দেশে ঘৃণা ছড়ানোটাই হয়ে উঠেছে ‘স্বাভাবিক’ বিষয়। যখন নির্বাচনে জেতার জন্য নিচে নামার কোনও সীমা-পরিসীমা নেই, যখন সমাজে নিষ্ঠুরতা এত বেড়ে গিয়েছে যে জঘন্য অপরাধ দেখেও আমরা কোনও প্রতিক্রিয়া দেখাই না।’ দেশে ঘৃণাকে প্রতিরোধ করতে রাহুলের পাশে হাঁটার জন্য তিনি টুইটারে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের

৭ নভেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেন রাহুল গান্ধী। সূত্রের খবর, মধ্যপ্রদেশের পর ৪ ডিসেম্বর রাজস্থানে পা রাখবেন তিনি। ইতিমধ্যেই এই পদযাত্রায় পা মিলিয়েছেন অসংখ্য তারকা। পূজা ভাট, রেশমি দেশাই, রিয়া সেন, আমল পালেকর, সন্ধ্যা গোখলে, আকাঙ্ক্ষা পুরীর মতো তারকা হেঁটেছেন রাহুল গান্ধীর পাশে। সেই তালিকায় এবার নাম জুড়ল স্বরা ভাস্করের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধির পা-য়ে পা মেলালেন অভিনেত্রী স্বরা ভাস্কর

আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার ‘ভারত জোড়ো’ যাত্রায় রাহুল গান্ধির  সঙ্গে পা মেলালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।  সেই ছবি সামাজিক মাধ্যমে  প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। এমনিতেই বিতর্কিত মন্তব্যের জেরে সবসময় চর্চিত থাকে অভিনেত্রী।

রাহুল এই পদযাত্রা থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলেছেন। বিদ্বেষকে পরাজিত করে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে বিশিষ্টদের অনেকেই এই পদযাত্রায় শামিল হচ্ছেন। এবার তাতে যোগ দিলেন স্বরার মতো অরাজনৈতিক ব্যক্তিত্বও।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

এদিন উজ্জয়িনীতে পদযাত্রায় যোগ দেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরার সঙ্গে রাহুলের একটি ছবি টুইটারে শেয়ার করে কংগ্রেস জানিয়েছে, সমাজের প্রতিটি শ্রেণির মানুষ এতে শামিল হয়ে এই যাত্রাকে সফল করে তুলছেন। স্বরা ভাস্করও পদযাত্রায় যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী

টুইট করে তিনি জানিয়েছেন, ‘ঘৃণাকে প্রতিহত করতে ভারত জোড়ো যাত্রা নয়া ভাবনার প্রকাশ ঘটিয়েছে। আমাদের পথ দেখিয়েছে যখন দেশে ঘৃণা ছড়ানোটাই হয়ে উঠেছে ‘স্বাভাবিক’ বিষয়। যখন নির্বাচনে জেতার জন্য নিচে নামার কোনও সীমা-পরিসীমা নেই, যখন সমাজে নিষ্ঠুরতা এত বেড়ে গিয়েছে যে জঘন্য অপরাধ দেখেও আমরা কোনও প্রতিক্রিয়া দেখাই না।’ দেশে ঘৃণাকে প্রতিরোধ করতে রাহুলের পাশে হাঁটার জন্য তিনি টুইটারে আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের

৭ নভেম্বর কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করেন রাহুল গান্ধী। সূত্রের খবর, মধ্যপ্রদেশের পর ৪ ডিসেম্বর রাজস্থানে পা রাখবেন তিনি। ইতিমধ্যেই এই পদযাত্রায় পা মিলিয়েছেন অসংখ্য তারকা। পূজা ভাট, রেশমি দেশাই, রিয়া সেন, আমল পালেকর, সন্ধ্যা গোখলে, আকাঙ্ক্ষা পুরীর মতো তারকা হেঁটেছেন রাহুল গান্ধীর পাশে। সেই তালিকায় এবার নাম জুড়ল স্বরা ভাস্করের।