০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসে সঙ্ঘটিত হল মিসবাহ ছাত্র সংগঠনের বাৎসরিক উদ্বোধন

দেবশ্রী মজুমদার,মুরারইঃ বীরভূমে প্রতিষ্ঠিত কেরালার দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসে পালিত হল হিজরী ক্যালেন্ডারের শুভ নববর্ষ। একই অবসরে ক্যাম্পাসের ছাত্র সংগঠন মিসবাহ-এর বার্ষিক উদ্বোধন হয়। নববর্ষের প্রথম দিবসের উপলক্ষে উদযাপিত এই আয়োজনে উপস্থিত ছিলেন একাধিক অতিথিবৃন্দ।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিশেষভাবে তারিখের ইতিহাস, শহীদ স্মরণ, কবিতা আবৃত্তি ও বিভিন্ন আধ্যাত্মিক ও বুদ্ধিভিত্তিক আলোচনার মধ্য দিয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত চলে।

সভাপতিত্বের বক্তবে দারুল হুদা অধ্যাপক সিদ্দিকুল আকবর হুদাবী নবী মুহাম্মদ ও তাঁর সহচরদের হিজরত বা প্রাতাগমনের বাস্তব বার্তা তুলে ধরেন।  মাওলানা আজাদ কলেজের সহকারী অধ্যাপক ডঃ সদরুল ইসলাম এই স্মরণ দিবসের সম্পৃক্ত ইতিহাস বর্ণনা করে তারিখ ভিত্তিক বিভিন্ন পরিভাষা ব্যাখ্যা করেন। অনুরূপ প্রধান অতিথি হাজী নূর ইশান তাঁর আলোচনার মাধ্যমে পড়ুয়াদের প্রশ্নসুচক মনোবৃত্তি তৈরি করতে উৎসাহিত করেন।

   সহকারী অধ্যাপক ডঃ সাদ্রুল ইসালাম অনুষ্ঠান উদ্বোধন কার্য সমাপ্ত করেন। অবশেষে সংগঠনের কমিটি সমিতিদের নাম তালিকা ঘোষণা করা হয়। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রথম ব্যাচের ছাত্র মুর্শিদাবাদের ওবাইদুল হক। সাধারণ সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন যথাক্রমে ঝাড়খণ্ডের সোহেল মন্ডল এবং নন্দীগ্রামের আমান শেখ। মুর্শিদাবাদের আবু তাহির, মাসিদুল এবং বীরভূমের রাজিবকে সহকারী কমিটি পদের জন্য নির্বাচিত করা হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসে সঙ্ঘটিত হল মিসবাহ ছাত্র সংগঠনের বাৎসরিক উদ্বোধন

আপডেট : ১১ অগাস্ট ২০২১, বুধবার

দেবশ্রী মজুমদার,মুরারইঃ বীরভূমে প্রতিষ্ঠিত কেরালার দারুল হুদা বেঙ্গল ক্যাম্পাসে পালিত হল হিজরী ক্যালেন্ডারের শুভ নববর্ষ। একই অবসরে ক্যাম্পাসের ছাত্র সংগঠন মিসবাহ-এর বার্ষিক উদ্বোধন হয়। নববর্ষের প্রথম দিবসের উপলক্ষে উদযাপিত এই আয়োজনে উপস্থিত ছিলেন একাধিক অতিথিবৃন্দ।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিশেষভাবে তারিখের ইতিহাস, শহীদ স্মরণ, কবিতা আবৃত্তি ও বিভিন্ন আধ্যাত্মিক ও বুদ্ধিভিত্তিক আলোচনার মধ্য দিয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত চলে।

সভাপতিত্বের বক্তবে দারুল হুদা অধ্যাপক সিদ্দিকুল আকবর হুদাবী নবী মুহাম্মদ ও তাঁর সহচরদের হিজরত বা প্রাতাগমনের বাস্তব বার্তা তুলে ধরেন।  মাওলানা আজাদ কলেজের সহকারী অধ্যাপক ডঃ সদরুল ইসলাম এই স্মরণ দিবসের সম্পৃক্ত ইতিহাস বর্ণনা করে তারিখ ভিত্তিক বিভিন্ন পরিভাষা ব্যাখ্যা করেন। অনুরূপ প্রধান অতিথি হাজী নূর ইশান তাঁর আলোচনার মাধ্যমে পড়ুয়াদের প্রশ্নসুচক মনোবৃত্তি তৈরি করতে উৎসাহিত করেন।

   সহকারী অধ্যাপক ডঃ সাদ্রুল ইসালাম অনুষ্ঠান উদ্বোধন কার্য সমাপ্ত করেন। অবশেষে সংগঠনের কমিটি সমিতিদের নাম তালিকা ঘোষণা করা হয়। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রথম ব্যাচের ছাত্র মুর্শিদাবাদের ওবাইদুল হক। সাধারণ সেক্রেটারি এবং কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হন যথাক্রমে ঝাড়খণ্ডের সোহেল মন্ডল এবং নন্দীগ্রামের আমান শেখ। মুর্শিদাবাদের আবু তাহির, মাসিদুল এবং বীরভূমের রাজিবকে সহকারী কমিটি পদের জন্য নির্বাচিত করা হয়।