০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণবঙ্গে দুদিন চলবে বৃষ্টি, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

পুবের কলম প্রতিবেদক:­ রাজ্যে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী–  রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বা অতিবৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী– মৌসুমি অক্ষরেখার প্রভাব রয়েছে উত্তরবঙ্গে। গোরখপুর থেকে পাটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। বিহারে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর দক্ষিণ অক্ষরেখা ঝাড়খন্ড ও ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। এই ত্রিফলার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। বৃদ্ধি পেতে পারে নদীর জলস্তর। কোচবিহার পুরসভার বেশ কিছু জায়গায় জল জমতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে কুচ্ছা রোড। নষ্ট হতে পারে সবজি জাতীয় ফসল। ধস নামতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এছাড়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিনবঙ্গে। বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে কমলা সর্তকতা জারি করা হয়। পূর্বাভাস অনুযায়ী– ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অতিবৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায়। একইসঙ্গে ভারী থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি– দার্জিলিং– কালিম্পং-এ। পাশাপাশি হলুদ সতর্কতা(ভারী বৃষ্টি) জারি করা হয় মালদা– দুই দিনাজপুর– দুই চব্বিশ পরগনা– মুর্শিদাবাদ– নদিয়া– পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে।

আজ শুক্রবার কমলা সর্তকতা(ভারী থেকে অতি ভারী বৃষ্টি) জারি করা হয়েছে জলপাইগুড়ি– আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায়। একইসঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এর কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিঙ– কালিম্পং– জলপাইগুড়ি– আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার দার্জিলিং– কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণবঙ্গে দুদিন চলবে বৃষ্টি, উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা

আপডেট : ১২ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক:­ রাজ্যে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী–  রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বা অতিবৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী– মৌসুমি অক্ষরেখার প্রভাব রয়েছে উত্তরবঙ্গে। গোরখপুর থেকে পাটনা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। বিহারে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে উত্তর দক্ষিণ অক্ষরেখা ঝাড়খন্ড ও ওড়িশা হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। এই ত্রিফলার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। বৃদ্ধি পেতে পারে নদীর জলস্তর। কোচবিহার পুরসভার বেশ কিছু জায়গায় জল জমতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে কুচ্ছা রোড। নষ্ট হতে পারে সবজি জাতীয় ফসল। ধস নামতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এছাড়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিনবঙ্গে। বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে কমলা সর্তকতা জারি করা হয়। পূর্বাভাস অনুযায়ী– ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং অতিবৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায়। একইসঙ্গে ভারী থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি– দার্জিলিং– কালিম্পং-এ। পাশাপাশি হলুদ সতর্কতা(ভারী বৃষ্টি) জারি করা হয় মালদা– দুই দিনাজপুর– দুই চব্বিশ পরগনা– মুর্শিদাবাদ– নদিয়া– পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে।

আজ শুক্রবার কমলা সর্তকতা(ভারী থেকে অতি ভারী বৃষ্টি) জারি করা হয়েছে জলপাইগুড়ি– আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু-একটি জায়গায়। একইসঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এর কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিঙ– কালিম্পং– জলপাইগুড়ি– আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার দার্জিলিং– কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।