০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘২০২১- এ আমরা বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি, ২০২৪-এ দিল্লি দখল করব’: অনুব্রত মণ্ডল

কৌশিক সালুই, বীরভূম: ‘২০২১- এ আমরা বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি ২০২৪ এ দিল্লি দখল করব। পাশাপাশি ত্রিপুরা ও বাদ যাবে না”। সোমবার “খেলা হবে” দিবসে এমনই হুংকার দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অনুব্রত মণ্ডল। এদিন মহম্মদ বাজারের ডেউচাতে এই দিবস উদযাপনের  ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন তিনি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুর বিধায়ক তথা জেলা পরিষদের মুখ্য পরামর্শদাতা অভিজিৎ সিংহ সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ সাহা টুলু মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবং ব্লক তৃণমূল কংগ্রেস ও স্থানীয় নেতৃত্ব।

সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের সব থেকে হিট ডায়লগ অনুব্রত মণ্ডলের “খেলা হবে”। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ আগস্টকে খেলা হবে দিবস বলে ঘোষণা করেছেন। আর এই দিন ত্রিপুরা ও দিল্লি দখলের রণ হুঙ্কার দিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন,’ খেলা হল, ভয়ঙ্কর খেলা হল, পশ্চিমবঙ্গের সেই খেলায় আমরা জয় লাভ করলাম এবং চাম্পিয়ন হলাম। আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন সেখানেও খেলা হবে অর্থাৎ আমরা দিল্লি দখল করব। আর কিছুদিনের মধ্যেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন সেই রাজ্যও আমাদের হাতে আসবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মানুষ যাতে খেলাধুলোর সঙ্গে জড়িত থাকে তার জন্য এই দিনকে খেলা হবে দিবস ঘোষণা করেন। তিনি সবার জন্য করেন, তাই এদিন থেকে লক্ষী ভান্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল দুয়ারের সরকার কর্মসূচিতে। সেখান থেকে সাধারণ মানুষ অন্যান্য পরিষেবাও পাবেন”।

এদিন খেলা হবে দিবসের বীরভূম জেলার কর্মসূচির মূল অনুষ্ঠানের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় ডেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে পানিশাইল একাদশকে 2-0 গোলে পরাজিত করে এ এ অল স্টার একাদশ। বিজয়ী দলের হাতে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার এবং পরাজিত দলের হাতে ৬০  হাজার টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘২০২১- এ আমরা বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি, ২০২৪-এ দিল্লি দখল করব’: অনুব্রত মণ্ডল

আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার

কৌশিক সালুই, বীরভূম: ‘২০২১- এ আমরা বাংলায় চ্যাম্পিয়ন হয়েছি ২০২৪ এ দিল্লি দখল করব। পাশাপাশি ত্রিপুরা ও বাদ যাবে না”। সোমবার “খেলা হবে” দিবসে এমনই হুংকার দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অনুব্রত মণ্ডল। এদিন মহম্মদ বাজারের ডেউচাতে এই দিবস উদযাপনের  ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করেন তিনি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভপুর বিধায়ক তথা জেলা পরিষদের মুখ্য পরামর্শদাতা অভিজিৎ সিংহ সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ সাহা টুলু মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবং ব্লক তৃণমূল কংগ্রেস ও স্থানীয় নেতৃত্ব।

সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনের সব থেকে হিট ডায়লগ অনুব্রত মণ্ডলের “খেলা হবে”। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ আগস্টকে খেলা হবে দিবস বলে ঘোষণা করেছেন। আর এই দিন ত্রিপুরা ও দিল্লি দখলের রণ হুঙ্কার দিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন,’ খেলা হল, ভয়ঙ্কর খেলা হল, পশ্চিমবঙ্গের সেই খেলায় আমরা জয় লাভ করলাম এবং চাম্পিয়ন হলাম। আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন সেখানেও খেলা হবে অর্থাৎ আমরা দিল্লি দখল করব। আর কিছুদিনের মধ্যেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন সেই রাজ্যও আমাদের হাতে আসবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মানুষ যাতে খেলাধুলোর সঙ্গে জড়িত থাকে তার জন্য এই দিনকে খেলা হবে দিবস ঘোষণা করেন। তিনি সবার জন্য করেন, তাই এদিন থেকে লক্ষী ভান্ডার প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হল দুয়ারের সরকার কর্মসূচিতে। সেখান থেকে সাধারণ মানুষ অন্যান্য পরিষেবাও পাবেন”।

এদিন খেলা হবে দিবসের বীরভূম জেলার কর্মসূচির মূল অনুষ্ঠানের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা হয় ডেউচা গৌরাঙ্গিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে পানিশাইল একাদশকে 2-0 গোলে পরাজিত করে এ এ অল স্টার একাদশ। বিজয়ী দলের হাতে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার এবং পরাজিত দলের হাতে ৬০  হাজার টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।