৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মহান সুফি সাধক মেদিনীপুরের ‘বড়ো হুজুর পাক’– এঁর বেসালে হক

পুবের কলম প্রতিবেদকঃ মেদিনীপুরের ‘বড়ো হুজুর পাক’ নামে খ্যাত কাদেরিয়া তরিকার বর্তমান ‘সাজ্জাদানশীন’ – মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ রশীদ আলী আলকাদেরী আল বাগদাদী সোমবার বিকেল ৪.৫৫ মিনিটে তাঁর কলকাতার খানকা শরীফ (বাসস্থান)- ৪ নং হাজী মুহাম্মদ মহসিন স্কোয়ারে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি কাদেরিয়া তরিকার প্রাণপুরুষ বড়ো পীর সাহেব ও গওসুল আযম দাস্তগীর হযরত আবদুল কাদির জিলানীর ২২ তম বংশধর এবং মেদিনীপুরের মওলা পাক হযরত সৈয়দ শাহ মুরশেদ আলী আলকাদেরী আল বাগদাদী পাকের প্রপৌত্র।
বড়ো হুজুর পাক ছিলেন এই জমানার শ্রেষ্ঠ আলেম। কাদেরিয়া তরিকার মহান ঐতিহ্য অনুসারে তাঁর দরবারে উচ্চ-নীচ, ধনী -দরিদ্র কোনও ভেদাভেদ ছিল না। তাঁর দরবারে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ ভীড় করতেন। ভারত-বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও তাঁর অসংখ্য মুরিদ ও ভক্ত ছড়িয়ে রয়েছেন। তাঁর পর্দা নেওয়ার (লোকান্তরিত হওয়ার) খবরে ভক্তমহলে শোকের ছায়া নেমে আসে। মেদিনীপুর শহরের জোড়া মসজিদ সংলগ্ন মাযার শরীফ চত্বরে তাঁদের পারিবারিক সমাধিস্থলে তাঁর পূর্ব পুরুষ ‘আলা হুজুর পাক’, ‘মওলা পাক’, ‘পীর ও মুরশেদ পাক’ ও ‘পর্দা হুজুর পাক’ (তাঁর আব্বাজান)-এঁর মাযার শরীফের পাশেই তাঁর দাফনকার্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খালেদা জিয়ার জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি পাড়ায়, প্রাথমিক শিক্ষাও এখানে, স্মরণ করছে এলাকার বুদ্ধিজীবীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহান সুফি সাধক মেদিনীপুরের ‘বড়ো হুজুর পাক’– এঁর বেসালে হক

আপডেট : ১৬ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ মেদিনীপুরের ‘বড়ো হুজুর পাক’ নামে খ্যাত কাদেরিয়া তরিকার বর্তমান ‘সাজ্জাদানশীন’ – মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ রশীদ আলী আলকাদেরী আল বাগদাদী সোমবার বিকেল ৪.৫৫ মিনিটে তাঁর কলকাতার খানকা শরীফ (বাসস্থান)- ৪ নং হাজী মুহাম্মদ মহসিন স্কোয়ারে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি কাদেরিয়া তরিকার প্রাণপুরুষ বড়ো পীর সাহেব ও গওসুল আযম দাস্তগীর হযরত আবদুল কাদির জিলানীর ২২ তম বংশধর এবং মেদিনীপুরের মওলা পাক হযরত সৈয়দ শাহ মুরশেদ আলী আলকাদেরী আল বাগদাদী পাকের প্রপৌত্র।
বড়ো হুজুর পাক ছিলেন এই জমানার শ্রেষ্ঠ আলেম। কাদেরিয়া তরিকার মহান ঐতিহ্য অনুসারে তাঁর দরবারে উচ্চ-নীচ, ধনী -দরিদ্র কোনও ভেদাভেদ ছিল না। তাঁর দরবারে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের মানুষ ভীড় করতেন। ভারত-বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশেও তাঁর অসংখ্য মুরিদ ও ভক্ত ছড়িয়ে রয়েছেন। তাঁর পর্দা নেওয়ার (লোকান্তরিত হওয়ার) খবরে ভক্তমহলে শোকের ছায়া নেমে আসে। মেদিনীপুর শহরের জোড়া মসজিদ সংলগ্ন মাযার শরীফ চত্বরে তাঁদের পারিবারিক সমাধিস্থলে তাঁর পূর্ব পুরুষ ‘আলা হুজুর পাক’, ‘মওলা পাক’, ‘পীর ও মুরশেদ পাক’ ও ‘পর্দা হুজুর পাক’ (তাঁর আব্বাজান)-এঁর মাযার শরীফের পাশেই তাঁর দাফনকার্য সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।