০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চিনে ৮০ শতাংশ মানুষের করোনা

ইমামা খাতুন
  • আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 60

পুবের কলম ওয়েবডেস্ক: চিনের ৮০ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা। আগামী দু-তিন মাসের মধ্যে চিনের কোভিড পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম বলে জানা গেছে। চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারি বিশেষজ্ঞ জুনিউ বলেছেন, চলমান চান্দ্র নববর্ষের ছুটির সময় জনগণের অবাধ চলাচলে মহামারি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সম্প্রতি চিনজুড়ে কোভিড বিধিনিষেধগুলো শিথিল হওয়ার পর লক্ষ লক্ষ চিনা নাগরিক দেশজুড়ে ভ্রমণ করছেন। এতে দেশটির গ্রামীণ জনপদে নতুন করে কোভিডের প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের এক কর্মকর্তা জানান, জ্বরের রোগীদের সেবাদানে নিয়োজিত ক্লিনিক, জরুরি সেবা কক্ষ এবং গুরুতর রোগীদের সেবাদান কেন্দ্রগুলোতে কোভিড রোগীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। সরকারি তথ্যানুযায়ী, চিন সরকার হঠাৎ করে জিরো কোভিড নীতি বাতিল করার প্রায় এক মাস পর ১২ জানুয়ারি পর্যন্ত প্রায় ৬০ হাজার কোভিড রোগী হাসপাতালে মারা গেছেন। তবে বিশেষজ্ঞরা বলেছেন, সরকার যে পরিসংখ্যান দিয়েছে তা খুবই কম। কারণ, বাড়িতে মারা যাওয়া ব্যক্তিরা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। রাষ্ট্রসংঘ ইতিমধ্যে চিনকে করোনা সংক্রান্ত সঠিক তথ্য প্রকাশ করার অনুরোধ জানিয়েছে।

 

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনে ৮০ শতাংশ মানুষের করোনা

আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: চিনের ৮০ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির একজন শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা। আগামী দু-তিন মাসের মধ্যে চিনের কোভিড পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম বলে জানা গেছে। চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারি বিশেষজ্ঞ জুনিউ বলেছেন, চলমান চান্দ্র নববর্ষের ছুটির সময় জনগণের অবাধ চলাচলে মহামারি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সম্প্রতি চিনজুড়ে কোভিড বিধিনিষেধগুলো শিথিল হওয়ার পর লক্ষ লক্ষ চিনা নাগরিক দেশজুড়ে ভ্রমণ করছেন। এতে দেশটির গ্রামীণ জনপদে নতুন করে কোভিডের প্রাদুর্ভাবের আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের এক কর্মকর্তা জানান, জ্বরের রোগীদের সেবাদানে নিয়োজিত ক্লিনিক, জরুরি সেবা কক্ষ এবং গুরুতর রোগীদের সেবাদান কেন্দ্রগুলোতে কোভিড রোগীদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। সরকারি তথ্যানুযায়ী, চিন সরকার হঠাৎ করে জিরো কোভিড নীতি বাতিল করার প্রায় এক মাস পর ১২ জানুয়ারি পর্যন্ত প্রায় ৬০ হাজার কোভিড রোগী হাসপাতালে মারা গেছেন। তবে বিশেষজ্ঞরা বলেছেন, সরকার যে পরিসংখ্যান দিয়েছে তা খুবই কম। কারণ, বাড়িতে মারা যাওয়া ব্যক্তিরা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। রাষ্ট্রসংঘ ইতিমধ্যে চিনকে করোনা সংক্রান্ত সঠিক তথ্য প্রকাশ করার অনুরোধ জানিয়েছে।

 

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে