০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বেতন কমছে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের, নিজেই ট্যুইটে জানালেন সেই কথা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 68

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের বড় বড় কোম্পানিগুলি থেকে কর্মী ছাঁটাই শুরু হয়েছে গণহারে। এর মধ্যে রয়েছে গুগল, মাইক্রোসফট, আইবিএম। মার্কিন সংস্থার ব্যাঙ্কিং সেক্টরও গণছাঁটাইয়ের তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে গোল্ডম্যান স্যাকস, কয়েনবেস। ভারতে ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো, সুইগি তাদের কর্মী ছাঁটাই করেছে।

এই পরিস্থিতিতে এবার বেতনের উপর কোপ পড়ল গুগলের সিইও সুন্দর পিচাইয়ের উপরে। বুধবার নিজেই সেকথা একটি ট্যুইট করে জানিয়েছেন পিচাই। তবে সুন্দর পিচাই একা নন, গুগলের অন্যান্য শীর্ষ কার্যনির্বাহী কর্তাদের জন্য একই নির্দেশ জারি হয়েছে। সবারই মাইনে কমানো হচ্ছে।

আরও পড়ুন: একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করেন গুগলের সিইও সুন্দর পিচাই

প্রসঙ্গত, করোনা মহামারি সময় প্রায় সব টেক সংস্থাই  লাভের মুখ দেখেছিল, সেই তালিকায় শীর্ষ তালিকাতেই নিজের জায়গা ধরে রেখেছিল গুগল। ব্যবসায় ব্যাপক  প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছিল গুগল। কিন্তু, তারপর নতুন বছরের প্রথম মাসেই গণছাঁটাইয়ের কঠোর সিদ্ধান্ত। গত ২২ জানুয়ারি জানানো হয়, গুগল ১২,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়। কর্মী ছাঁটাইয়ের সমস্ত দায়ভার নিজের কাঁধেই নিয়েছেন সুন্দর পিচাই। তবে সূত্রের খবর, গুগলের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এবার গুগলের শীর্ষ কর্তাদের মাইনে কমানোর সিদ্ধান্ত।

আরও পড়ুন: ফের কর্মী ছাঁটাইয়ের পথে গুগল, বহু কর্মীর কর্মচ্যুত হওয়ার ইঙ্গিত পিচাইয়ের

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এবিষয়ে পিচাই বলেছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্তরের উপরে যাঁরা রয়েছেন, তাঁদের বার্ষিক বোনাসের পরিমাণ করতে চলেছে। সিনিয়র পদের ক্ষেত্রে এই আর্থিক ক্ষতিপূরণ নির্ভর করে কোম্পানির পারফর্ম্যান্সের উপর। অবশ্য, বেতনে কাটছাঁটের যে কথা ঘোষণা করা হয়েছে, তার প্রভাব গুগল সিইও এবং অন্যান্য শীর্ষকর্তাদের উপর কতটা পড়েছে বা পড়তে চলেছে, সে বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি।

আরও পড়ুন: পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর  পিচাই

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেতন কমছে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের, নিজেই ট্যুইটে জানালেন সেই কথা

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের বড় বড় কোম্পানিগুলি থেকে কর্মী ছাঁটাই শুরু হয়েছে গণহারে। এর মধ্যে রয়েছে গুগল, মাইক্রোসফট, আইবিএম। মার্কিন সংস্থার ব্যাঙ্কিং সেক্টরও গণছাঁটাইয়ের তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে গোল্ডম্যান স্যাকস, কয়েনবেস। ভারতে ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো, সুইগি তাদের কর্মী ছাঁটাই করেছে।

এই পরিস্থিতিতে এবার বেতনের উপর কোপ পড়ল গুগলের সিইও সুন্দর পিচাইয়ের উপরে। বুধবার নিজেই সেকথা একটি ট্যুইট করে জানিয়েছেন পিচাই। তবে সুন্দর পিচাই একা নন, গুগলের অন্যান্য শীর্ষ কার্যনির্বাহী কর্তাদের জন্য একই নির্দেশ জারি হয়েছে। সবারই মাইনে কমানো হচ্ছে।

আরও পড়ুন: একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করেন গুগলের সিইও সুন্দর পিচাই

প্রসঙ্গত, করোনা মহামারি সময় প্রায় সব টেক সংস্থাই  লাভের মুখ দেখেছিল, সেই তালিকায় শীর্ষ তালিকাতেই নিজের জায়গা ধরে রেখেছিল গুগল। ব্যবসায় ব্যাপক  প্রবৃদ্ধি প্রত্যক্ষ করেছিল গুগল। কিন্তু, তারপর নতুন বছরের প্রথম মাসেই গণছাঁটাইয়ের কঠোর সিদ্ধান্ত। গত ২২ জানুয়ারি জানানো হয়, গুগল ১২,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়। কর্মী ছাঁটাইয়ের সমস্ত দায়ভার নিজের কাঁধেই নিয়েছেন সুন্দর পিচাই। তবে সূত্রের খবর, গুগলের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এবার গুগলের শীর্ষ কর্তাদের মাইনে কমানোর সিদ্ধান্ত।

আরও পড়ুন: ফের কর্মী ছাঁটাইয়ের পথে গুগল, বহু কর্মীর কর্মচ্যুত হওয়ার ইঙ্গিত পিচাইয়ের

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এবিষয়ে পিচাই বলেছেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্তরের উপরে যাঁরা রয়েছেন, তাঁদের বার্ষিক বোনাসের পরিমাণ করতে চলেছে। সিনিয়র পদের ক্ষেত্রে এই আর্থিক ক্ষতিপূরণ নির্ভর করে কোম্পানির পারফর্ম্যান্সের উপর। অবশ্য, বেতনে কাটছাঁটের যে কথা ঘোষণা করা হয়েছে, তার প্রভাব গুগল সিইও এবং অন্যান্য শীর্ষকর্তাদের উপর কতটা পড়েছে বা পড়তে চলেছে, সে বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি।

আরও পড়ুন: পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর  পিচাই