সুইডেনকে ন্যাটোয় গ্রহণ নয়: এরদোগান

- আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক : ন্যাটোর সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে ফিনল্যান্ডকে ছাড় দিলেও সুইডেনকে আটকাতে পারে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এমনই ইঙ্গিত দিয়েছেন। জানিয়েছেন, সুইডেনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে ফিনল্যান্ডকে ন্যাটোয় গ্রহণ করা হতে পারে।
কয়েকদিন আগে ন্যাটোতে যোগ দেওয়া ইস্যুতে দেশ দু’টির সঙ্গে আলোচনা স্থগিত করেন এরদোগান। সুইডেনে তুর্কি দূতাবাসের বাইরে কুরআন পোড়ানোর কারণে ওই পদক্ষেপ নেয় আঙ্কারা। এরদোগান বলেন, আমরা ফিনল্যান্ডকে ভিন্ন মেসেজ দিতে পারি। কিন্তু এক্ষেত্রে সুইডেন হতাশ হবে।’
সুইডেনের মতো একই ভুল ফিনল্যান্ড করবে না বলেও প্রত্যাশা করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার হামলার পর পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার আবেদন জানায় সুইডেন ও ফিনল্যান্ড। কিন্ত তাদের এখনও অনুমোদন দেয়নি তুরস্ক ও হাঙ্গেরি। সদস্য হতে হলে ন্যাটো জোটভুক্ত সব দেশের অনুমোদন প্রয়োজন।
এদিকে, ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে একটি মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে শুক্রবার পবিত্র কুরআন পোড়ানো হয়েছে। মুসলিম-বিরোধী উগ্র ডানপন্থী ‘সন্ত্রাসী’ নেতা রাসমস পালুদান এ ঘটনার নেতৃত্ব দিয়েছেন। এর আগেও ২১ জানুয়ারি সুইডেনে কুরআন পুড়িয়ে বিক্ষোভ করেন পালুদান। ওই ঘটনায় তুরস্কসহ বিশ্বের বেশ কিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়।