পুবের কলম ওয়েবডেস্কঃ দু’দশক পর ফের আফগানিস্তানে নিজেদের ক্ষমতা কায়েম করেছে তালিবানরা। এরপরই আলোচনার শীর্ষে উঠে এসেছে কাশ্মীরের নাম। কাশ্মীর নিয়ে তালিবানদের অবস্থান কি হবে তা নিয়ে জোর জল্পনা ছিল ভারত সহ আন্তর্জাতিক কূটনীতিক মহলের।
যদিও বিভিন্ন সংবাদ সংস্থার দাবি কাশ্মীর ইস্যুকে ভারতের অভ্যন্তরীণ সমস্যা হিসেবেই দেখতে চায় তালিবানরা। কাশ্নীর নিয়ে মাথা ঘামানোর কোন ইচ্ছে তাদের নেই।
গত রবিবার কাবুলের ‘পতনের’ পর থেকেই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারইমধ্যে উচ্চপদস্থ সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আফগানিস্তানে কিছুটা অস্তিত্ব আছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এবং লস্কর-ই-জঙ্গভির। যে সংগঠনগুলি তালিবানকে যুদ্ধে সাহায্য করেছে। তালিবানের পাশাপাশি কয়েকটি গ্রাম এবং কাবুলের একাংশে চেকপোস্ট তৈরি করেছে। অতীতেও তালিবানি শাসনের সময় আফগানিস্তানে পাক জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি ছিল বলে বারংবার দাবি করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়, অবস্থান পরিস্কার করল তালিবানরা
-
সুস্মিতা - আপডেট : ১৮ অগাস্ট ২০২১, বুধবার
- 108
সর্বধিক পাঠিত




























