পুবের কলম ওয়েবডেস্ক: তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প কবলিত অঞ্চলগুলিতে লক্ষ লক্ষ শিশুর জরুরি ভিত্তিতে খাদ্য, আশ্রয় ও গরম কাপড় প্রয়োজন বলে জানিয়েছে ‘সেভ দ্য চিলড্রেন’। সোমবারের ভূমিকম্পে দুই দেশের সীমান্তবর্তী বাড়িঘর, ভবন, ঐতিহাসিক স্থাপত্যসহ সবকিছু মাটির সঙ্গে মিশে গেছে। শিশুদের দাতব্য সংস্থাটি বলেছে, তারা ওই এলাকায় জরুরি ভিত্তিতে রেশনিং করে খাবার এবং তাঁবু বিতরণ শুরু করেছে। ‘সেভ দ্য চিলড্রেন’ সিরিয়ার পরিচালক ক্যাথ্রিন আচিলস বলেন, উত্তরপশ্চিম সিরিয়াজুড়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যা বিশ্বে এখনও পর্যন্ত দেখা যায়নি। পরিবারের সদস্যদের থেকে শুরু করে বাড়িঘর, খাদ্য, সাফ পানি- সবই হারিয়েছে তারা। প্রতিটি শিশু এমন এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি জানিয়েছেন, রাষ্ট্রসংঘের পাঠানো প্রথম ট্রাকের চালান এরই মধ্যে তারা পেয়েছেন। কিন্তু এখন যে চাহিদা দেখা দিয়েছে তা এই ত্রাণের চেয়ে অনেক অনেক বেশি।
১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ভূমিকম্প কবলিত তুরস্ক-সিরিয়ায় লক্ষ লক্ষ শিশুর খাদ্য ও গরম কাপড় প্রয়োজন
-
ইমামা খাতুন - আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
- 158
সর্বধিক পাঠিত





























