২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ সম্পর্ক, অন্তঃস্বত্তা পুলিশকর্মী স্ত্রীকে গুলি স্বামীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 17

পুবের কলম, ওয়েবডেস্ক: সম্পর্কের টানাপোড়েন অনেক সময় মানুষকে এমন কাজ করতে বাধ্য করে যা হয়তো সে নিজে কোনওদিন কল্পনা করতে পারেনি। বিশ্বাস, আস্থা দিয়ে গড়ে ওঠা ভালোবাসার বুনিয়াদ নিজের হাতেই রক্তাক্ত হয়ে ওঠে। অবৈধ সম্পর্কের কারণে স্বামীর হাতে গুলিবিদ্ধ হলেন চার মাসে অন্তঃস্বত্তা স্ত্রী। পেশায় তিনি একজন মহিলা কনস্টেবল, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নে (আইআরবি) কর্মরত। রাঁচির মান্দার থানার অধীনে ঝাঁঝারি পঞ্চায়তের ঘটনা।

জানা গিয়েছে, স্বামীর ভাইয়ের সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছিল পরদেশিয়া নামের গুলিবিদ্ধ মহিলা কনস্টেবলের। স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই মঙ্গল কুজুর স্ত্রী পরদেশিয়াকে লক্ষ্য করে পর পর দুটি গুলি চালান। অচৈতন্য অবস্থায় পরিদেশিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে সন্তানকে আছড়ে খুন, ধৃত ২

জ্ঞান ফিরে আসার পর বয়ানে পরিদেশিয়া জানিয়েছেন, তাদের মধ্যে কিছু সমস্যার কারণে তিনি ও স্বামী মঙ্গল কুজুর কয়েক বছর ধরে একসঙ্গে থাকেন না। স্বামীর ভাইয়ের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অন্তঃস্বত্তা হয়ে পড়েন। এই কথা জানতে পেরে মঙ্গল তার ওপরে রেগে গিয়ে গুলি চালান। জানা গেছে, পরদেশিয়া বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবৈধ সম্পর্ক, অন্তঃস্বত্তা পুলিশকর্মী স্ত্রীকে গুলি স্বামীর

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সম্পর্কের টানাপোড়েন অনেক সময় মানুষকে এমন কাজ করতে বাধ্য করে যা হয়তো সে নিজে কোনওদিন কল্পনা করতে পারেনি। বিশ্বাস, আস্থা দিয়ে গড়ে ওঠা ভালোবাসার বুনিয়াদ নিজের হাতেই রক্তাক্ত হয়ে ওঠে। অবৈধ সম্পর্কের কারণে স্বামীর হাতে গুলিবিদ্ধ হলেন চার মাসে অন্তঃস্বত্তা স্ত্রী। পেশায় তিনি একজন মহিলা কনস্টেবল, ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নে (আইআরবি) কর্মরত। রাঁচির মান্দার থানার অধীনে ঝাঁঝারি পঞ্চায়তের ঘটনা।

জানা গিয়েছে, স্বামীর ভাইয়ের সঙ্গেই সম্পর্ক তৈরি হয়েছিল পরদেশিয়া নামের গুলিবিদ্ধ মহিলা কনস্টেবলের। স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেই মঙ্গল কুজুর স্ত্রী পরদেশিয়াকে লক্ষ্য করে পর পর দুটি গুলি চালান। অচৈতন্য অবস্থায় পরিদেশিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে সন্তানকে আছড়ে খুন, ধৃত ২

জ্ঞান ফিরে আসার পর বয়ানে পরিদেশিয়া জানিয়েছেন, তাদের মধ্যে কিছু সমস্যার কারণে তিনি ও স্বামী মঙ্গল কুজুর কয়েক বছর ধরে একসঙ্গে থাকেন না। স্বামীর ভাইয়ের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। অন্তঃস্বত্তা হয়ে পড়েন। এই কথা জানতে পেরে মঙ্গল তার ওপরে রেগে গিয়ে গুলি চালান। জানা গেছে, পরদেশিয়া বিবাহ-বিচ্ছেদের মামলা দায়ের করেছেন।