পুবের কলম ওয়েবডেস্কঃ আটলান্টিক মহাসাগরে একটি নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৫২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের প্রায় ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস জানিয়েছে, ডুবন্ত ওই নৌকা থেকে কেবলমাত্র ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নৌকাটি এক সপ্তাহ আগে ৫৩ জন অভিবাসী এবং শরণার্থী নিয়ে আফ্রিকা থেকে ছেড়ে এসেছিল।একটি বাণিজ্যিক জাহাজ ক্যানারি দ্বীপপুঞ্জের দক্ষিণে ওই নৌকাটি ডুবে যেতে দেখে। পরে তারা স্পেনের জরুরি সার্ভিসকে সতর্ক করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক উদ্ধারকারী দলের একজন বলেন, ওই মহিলা ডুবন্ত নৌকাটিকে ধরে ছিলেন। এসময় তার পাশে একজন মৃত পুরুষ ও একজন মৃত মহিলা ছিলেন।
উদ্ধার হওয়া মহিলা জানিয়েছেন পশ্চিম সাহারার উপকূল থেকে ওই নৌকাটি ছেড়ে আসে। আর নৌকায় থাকা আরোহীরা আইভরি কোস্টের বাসিন্দা।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আটলান্টিক মহাসাগরে অভিবাসী নৌকা ডুবিতে মৃত কমপক্ষে ৫২
-
সুস্মিতা - আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার
- 86
ট্যাগ :
সর্বধিক পাঠিত





























