০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইয়ং প্রফেশনাল স্কিমে ব্রিটিশ স্নাতকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করল ভারত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 19

পুবের কলম, ওয়েবডেস্ক: ইয়ং প্রফেশনাল স্কিমে ব্রিটিশ স্নাতকদের জন্য ভিসা দেওয়ার কাজ শুরু করল ভারত। মঙ্গলবার দিল্লিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে ইয়ং প্রফেশনাল স্কিম (ওয়াইপিএস) এর আবেদন নেওয়ার কাজ শুরু হল। মার্চের ২ তারিখে শেষ হবে এই প্রক্রিয়া।
ভিসা আবেদন করার আগে অবশ্যই ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম ব্যালটে নির্বাচিত হতে হবে। ব্যালটে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে ভিসার জন্য আবেদন করতে পারবে। ইতিমধ্যে আবেদন ফি ৭২০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় ন্যূনতম ৩০ দিনের জন্য ২,৫০,০০০ ভারতীয় মুদ্রার সমতুল্য তহবিল দেখাতে হবে। প্রথম ক্ষেত্রে দিল্লিতে ভারতীয় দূতাবাস থেকে ২৪০০ জনকে এই ভিসা প্রদান করা হবে।

গত নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক চুক্তি স্বাক্ষরিত করেন। এই ব্যবস্থায় ব্রিটিশ নাগরিকদেরও ভারতে বসবাস এবং কাজ করার জন্য ভিসা দেওয়া হবে।
এই প্রথম ইউকে ব্যালটে ইন্ডিয়ান ইয়ং প্রফেশনাল স্কিম ভিসা ব্যবস্থা শুরু হল। ১৮ থেকে ৩০ বছর বয়সী ভারতীয় এবং ব্রিটিশ নাগরিকরা দুই বছরে একবার একে অপরের দেশে বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

ব্রিটেনে অবস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী একটি ট্যুইটে জানিয়েছেন, এই ইয়ং প্রফেশনাল স্কিমের আওতায় ভারত ও ব্রিটেনের নাগরিকরা একই সময়ে দুবছরে পরস্পর একের অপর দেশে যাওয়ার সুযোগ পাবে। ভারতীয়রা ব্রিটেনে আসার জন্য এবং ব্রিটিশ নাগরিকদের ভারতে যাওয়ার জন্য আমরা যথাক্রমে দিল্লি এবং লন্ডনে একযোগে এটি চালু করব। ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটিতে সমস্ত তথ্য পাওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি থেকে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

এই নীতির মাধ্যমে দুই দেশের মধ্যে সর্ম্পক ও অর্থনীতি আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইয়ং প্রফেশনাল স্কিমে ব্রিটিশ স্নাতকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করল ভারত

আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ইয়ং প্রফেশনাল স্কিমে ব্রিটিশ স্নাতকদের জন্য ভিসা দেওয়ার কাজ শুরু করল ভারত। মঙ্গলবার দিল্লিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে ইয়ং প্রফেশনাল স্কিম (ওয়াইপিএস) এর আবেদন নেওয়ার কাজ শুরু হল। মার্চের ২ তারিখে শেষ হবে এই প্রক্রিয়া।
ভিসা আবেদন করার আগে অবশ্যই ইন্ডিয়া ইয়ং প্রফেশনাল স্কিম ব্যালটে নির্বাচিত হতে হবে। ব্যালটে যারা নির্বাচিত হবে তারা পরবর্তীতে ভিসার জন্য আবেদন করতে পারবে। ইতিমধ্যে আবেদন ফি ৭২০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আবেদনকারীকে আবেদন জমা দেওয়ার সময় ন্যূনতম ৩০ দিনের জন্য ২,৫০,০০০ ভারতীয় মুদ্রার সমতুল্য তহবিল দেখাতে হবে। প্রথম ক্ষেত্রে দিল্লিতে ভারতীয় দূতাবাস থেকে ২৪০০ জনকে এই ভিসা প্রদান করা হবে।

গত নভেম্বরে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক চুক্তি স্বাক্ষরিত করেন। এই ব্যবস্থায় ব্রিটিশ নাগরিকদেরও ভারতে বসবাস এবং কাজ করার জন্য ভিসা দেওয়া হবে।
এই প্রথম ইউকে ব্যালটে ইন্ডিয়ান ইয়ং প্রফেশনাল স্কিম ভিসা ব্যবস্থা শুরু হল। ১৮ থেকে ৩০ বছর বয়সী ভারতীয় এবং ব্রিটিশ নাগরিকরা দুই বছরে একবার একে অপরের দেশে বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: ইতিহাস তৈরি করে ভারতের মেয়েদের বিশ্ব জয়

ব্রিটেনে অবস্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী একটি ট্যুইটে জানিয়েছেন, এই ইয়ং প্রফেশনাল স্কিমের আওতায় ভারত ও ব্রিটেনের নাগরিকরা একই সময়ে দুবছরে পরস্পর একের অপর দেশে যাওয়ার সুযোগ পাবে। ভারতীয়রা ব্রিটেনে আসার জন্য এবং ব্রিটিশ নাগরিকদের ভারতে যাওয়ার জন্য আমরা যথাক্রমে দিল্লি এবং লন্ডনে একযোগে এটি চালু করব। ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটিতে সমস্ত তথ্য পাওয়া যাবে ২৮ ফেব্রুয়ারি থেকে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার চাপ, রাশিয়ার অপরিশোধিত তেল বহনকারী ভারতগামী ট্যাংকারের পথ পরিবর্তন

এই নীতির মাধ্যমে দুই দেশের মধ্যে সর্ম্পক ও অর্থনীতি আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা