০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপুজোয় প্রতিমা দর্শন করতে হলে, মানতে হবে এই গাইডলাইগুলি

পুবের কলম, ওয়েবডেস্কঃ দেখতে দেখতে এসে গেল বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তবে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু। করোনা আবহে উৎসবের রং একটু ফিকে হলেও, দুর্গাপুজো প্রত্যেকবারই তার নিজস্ব ছন্দে আমজনতাকে মাতিয়ে রাখে। তবে আনন্দে মেতে গিয়ে করোনাকে ভুলে গেলে চলবে না। কারণ মনে রাখতে হবে সর্বত্রই তার বিচরণ অবাধ। ধীর স্থীর মন্থর বা কখনও অতি দ্রুত গতিতে সে সে বহাল তবিয়তেই বিরাজমান। অতএব করোনাকে সঙ্গীকে করেই দুর্গাপুজোর আনন্দ করতে হবে। মেনে চলতে হবে করোনা বিধিনিষেধ।  

দুর্গাপুজোয় প্রতিমা দর্শন করতে হলে, মানতে হবে এই গাইডলাইগুলি

নতুন নির্দেশিকা জারি করেছে, ফোরাম ফর দুর্গোৎসব। আনন্দের উৎসব যেন নিজের বা অন্যের জীবনে কখনই নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় তাই এই বিধিনিষেধ। নতুন গাইডলাইনে জানানো হয়েছে, সকালেই মানুষ ঠাকুর দেখতে পায় সেই ব্যবস্থা রাখতে হবে। প্যান্ডেলে প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে, যাতে হুড়মুড়িয়ে দর্শনার্থী না ঢুকে পড়ে। প্রবেশপথ থাকবে দীর্ঘ। যাতে সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব বজায় রাখা যায়। পুষ্পাঞ্জলী ও সন্ধিপুজোর সামাজিক দুরত্ব মানতে হবে। প্রসাদে কাটা ফল বিতরণ নয়।বিসর্জণের দিনও অতিরিক্ত সদস্যকে শামিল করা যাবে না। আর অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে।   

আরও পড়ুন: জেনে নিন কোন কোন ধাপ পার করে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেল বাংলার দুর্গাপুজো

ফোরাম ফর দুর্গোৎসব জানিয়ে দিয়েছে, করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ না নিলে মণ্ডপে ঢোকা যাবে না। সংগঠনের তরফে জানানো হয়েছে, পুজো কমিটির সদস্যদের ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে।

উল্লেখ্য, গতবারেও করোনা আবহে একাধিক বিধিনিষেধের আওতায় দুর্গা উৎসব হয়। এবারেও সেই কোভিড বিধিনিষেধ বজায় থাকবে।

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্গাপুজোয় প্রতিমা দর্শন করতে হলে, মানতে হবে এই গাইডলাইগুলি

আপডেট : ২২ অগাস্ট ২০২১, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ দেখতে দেখতে এসে গেল বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তবে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু। করোনা আবহে উৎসবের রং একটু ফিকে হলেও, দুর্গাপুজো প্রত্যেকবারই তার নিজস্ব ছন্দে আমজনতাকে মাতিয়ে রাখে। তবে আনন্দে মেতে গিয়ে করোনাকে ভুলে গেলে চলবে না। কারণ মনে রাখতে হবে সর্বত্রই তার বিচরণ অবাধ। ধীর স্থীর মন্থর বা কখনও অতি দ্রুত গতিতে সে সে বহাল তবিয়তেই বিরাজমান। অতএব করোনাকে সঙ্গীকে করেই দুর্গাপুজোর আনন্দ করতে হবে। মেনে চলতে হবে করোনা বিধিনিষেধ।  

দুর্গাপুজোয় প্রতিমা দর্শন করতে হলে, মানতে হবে এই গাইডলাইগুলি

নতুন নির্দেশিকা জারি করেছে, ফোরাম ফর দুর্গোৎসব। আনন্দের উৎসব যেন নিজের বা অন্যের জীবনে কখনই নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় তাই এই বিধিনিষেধ। নতুন গাইডলাইনে জানানো হয়েছে, সকালেই মানুষ ঠাকুর দেখতে পায় সেই ব্যবস্থা রাখতে হবে। প্যান্ডেলে প্রবেশ পথ ব্যারিকেড দিয়ে আটকে রাখতে হবে, যাতে হুড়মুড়িয়ে দর্শনার্থী না ঢুকে পড়ে। প্রবেশপথ থাকবে দীর্ঘ। যাতে সোশ্যাল ডিসটেন্স বা সামাজিক দূরত্ব বজায় রাখা যায়। পুষ্পাঞ্জলী ও সন্ধিপুজোর সামাজিক দুরত্ব মানতে হবে। প্রসাদে কাটা ফল বিতরণ নয়।বিসর্জণের দিনও অতিরিক্ত সদস্যকে শামিল করা যাবে না। আর অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে।   

আরও পড়ুন: জেনে নিন কোন কোন ধাপ পার করে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেল বাংলার দুর্গাপুজো

ফোরাম ফর দুর্গোৎসব জানিয়ে দিয়েছে, করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ না নিলে মণ্ডপে ঢোকা যাবে না। সংগঠনের তরফে জানানো হয়েছে, পুজো কমিটির সদস্যদের ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে।

উল্লেখ্য, গতবারেও করোনা আবহে একাধিক বিধিনিষেধের আওতায় দুর্গা উৎসব হয়। এবারেও সেই কোভিড বিধিনিষেধ বজায় থাকবে।