পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হেনরি। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ নিয়ে নিউইয়র্কের লং আইল্যান্ড ও নিউ ইংল্যান্ডের দক্ষিণাংশে আঘাত হানবে। ইতিমধ্যে নিউইয়র্ক-সহ কয়েকটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতি বেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার এবং বৃষ্টিপাতের পরিমাণ হবে ১৫ সেন্টিমিটার।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের ফলে নিউইয়র্কের একটি চলমান কনসার্ট বন্ধ করে দেওয়া হয়েছে। লং আইল্যান্ড, কানেকটিকাট, ম্যাসাচুসেটসের উপকূলের কাছে বসবাসকারী ৬০ লাখ বাসিন্দাকে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। নিউইয়র্ক, নিউ জার্সি ও নিউ ইংল্যান্ডের তিন কোটি ৬০ লাখ মানুষকেও সতর্ক করা হয়েছে।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো লং আইল্যান্ড ও নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি রাজ্যের অন্যান্য অংশের মানুষকেও ঘূর্ণিঝড়টির ধ্বংসাত্মক রূপকে গুরুত্বের সঙ্গে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ম্যাসাচুসেটসের গভর্নর অফিস থেকে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত রাজ্যটির সব পার্ক ও সমুদ্র সৈকত বন্ধ থাকবে। প্রশাসনিক অধিকর্তারা জানিয়েছেন, এতে রাজ্যেটির ৩ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তাই সবাইকে ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুতি ও স্থানীয় আবহাওয়ার প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হেনরি’
-
সুস্মিতা - আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার
- 32
ট্যাগ :
সর্বধিক পাঠিত





























