০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আজ তৃণমূলের শীর্ষ নেতৃত্বে বৈঠক, আলোচনা হতে পারে পঞ্চায়েত নির্বাচন ও সাগরদিঘি নিয়ে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 92

আবদুল ওদুদঃ আজ হয়তো পঞ্চায়েত ভোটের রণনীতি বেঁধে দেবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোট ছাড়াও সাগরদিঘি তৃণমূল প্রার্থীর পরাজয় ত্রিপুরা, মেঘালয় বিধানসভা বোটের ফলাফল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষক নিয়ে দুর্নীতিতে বেশ কয়েকজনের নাম এসেছে। তাদের কয়েকজনকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শাসকদল তৃণমূল আগামী পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪-এ লোকসভা নির্বাচনে কি রণনীতি গ্রহণ করবে সে বিষয়ে হয়তো স্পষ্ট আভাস মিলতে পারে এদিনের বৈঠকে।

জাতীয় রাজনীতিতে বিজেপি’র বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা সংসদে আরও কি হতে পারে সে বিষয়েরও আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

তবে তৃণমূল সূত্রে বেশ কয়েকটি বি¡য় সামনে আসছে। সে বিষয়গুলিকে তৃণমূল বেশ গুরুত্ব দেবে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব¨্যােপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনও অশান্তি নয়, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অশান্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত কি হতে পারে এদিনের বৈঠকে দলের শীর্ষ নেতাদেরও এই বার্তা দেওয়ার সম্ভাবনা। গত পঞ্চায়েতে যাঁরা টিকিট পেয়েছিল এবারের পঞ্চায়েত নির্বাচনে তাদের কতটা সুযোগ দেওয়া হবে এবং তাঁদের পারফরমেন্স বিগত ভোটের এবং বর্তমানে সদস্য থাকায় কতটা রয়েছে সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উপনির্বাচনে সাগরদিঘির ফলাফলে মুখ্যমন্ত্রী ভীষণ অসন্তুষ্ট। সংখ্যালঘু ভোট কেন বাম এবং কংগ্রেসের দিকে সরে গিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে। গত ১১ বছরে সংখ্যালঘুদের উন্নয়নে রাজ্য সরকার বহু উন্নয়নমূলক কাজ করেছে। এরপরও সংখ্যালঘু অধ্যুষিত জেলায় কেন সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছে সেই বিষয়টিতে নজর রাখা হবে বলে মনে করা হচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু মুসলিমদের উপরে আস্থা রাখতে পারে শাসকদল এ বিষয়ে প্রথম সারিতে সংখ্যালঘুদেরই অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও সামনে আসতে পারে। দুর্নীতি প্রশ্নে দলের অবস্থান জিরো টলারেন্স যারা এসমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন তাদের পাশে দল অতীতেও ছিল না আগামীদিনেও থাকবে না। এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার সম্ভাবনা থাকবে। মাস কয়েক আগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়েছে মানুষের কাছে কতটা পৌঁছতে পেরেছে তৃণমূল কর্মীরা ।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

এই কর্মসূচিতে মানুষের কি চাহিদা রয়েছে এবং কোথায়কোথায় সমস্যা রয়েছে সেই বিষয়টি নিয়েও আলোচনা হবে। আগামীদিনে এই কর্মসূচিতে মানুষদের কাছে কি বার্তা আরও পৌঁছনো যায়, সে বিষয়টির উপরেও নজর রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে। সেই সমস্ত কর্মসূচিগুলির অগ্রগতি জানতে চাইতে পারেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও আগামীতে আরও কি কি প্রচারমূলক কর্মসূচি নেওয়া যায়, সে বিষয়টিও দেখা হতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ তৃণমূলের শীর্ষ নেতৃত্বে বৈঠক, আলোচনা হতে পারে পঞ্চায়েত নির্বাচন ও সাগরদিঘি নিয়ে

আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার

আবদুল ওদুদঃ আজ হয়তো পঞ্চায়েত ভোটের রণনীতি বেঁধে দেবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার কালীঘাটে দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত ভোট ছাড়াও সাগরদিঘি তৃণমূল প্রার্থীর পরাজয় ত্রিপুরা, মেঘালয় বিধানসভা বোটের ফলাফল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষক নিয়ে দুর্নীতিতে বেশ কয়েকজনের নাম এসেছে। তাদের কয়েকজনকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শাসকদল তৃণমূল আগামী পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪-এ লোকসভা নির্বাচনে কি রণনীতি গ্রহণ করবে সে বিষয়ে হয়তো স্পষ্ট আভাস মিলতে পারে এদিনের বৈঠকে।

জাতীয় রাজনীতিতে বিজেপি’র বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা সংসদে আরও কি হতে পারে সে বিষয়েরও আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

আরও পড়ুন: বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

তবে তৃণমূল সূত্রে বেশ কয়েকটি বি¡য় সামনে আসছে। সে বিষয়গুলিকে তৃণমূল বেশ গুরুত্ব দেবে বলে মনে করা হচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব¨্যােপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন আগামী পঞ্চায়েত নির্বাচনে কোনও অশান্তি নয়, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। অশান্তি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত কি হতে পারে এদিনের বৈঠকে দলের শীর্ষ নেতাদেরও এই বার্তা দেওয়ার সম্ভাবনা। গত পঞ্চায়েতে যাঁরা টিকিট পেয়েছিল এবারের পঞ্চায়েত নির্বাচনে তাদের কতটা সুযোগ দেওয়া হবে এবং তাঁদের পারফরমেন্স বিগত ভোটের এবং বর্তমানে সদস্য থাকায় কতটা রয়েছে সে বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

উপনির্বাচনে সাগরদিঘির ফলাফলে মুখ্যমন্ত্রী ভীষণ অসন্তুষ্ট। সংখ্যালঘু ভোট কেন বাম এবং কংগ্রেসের দিকে সরে গিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হবে। গত ১১ বছরে সংখ্যালঘুদের উন্নয়নে রাজ্য সরকার বহু উন্নয়নমূলক কাজ করেছে। এরপরও সংখ্যালঘু অধ্যুষিত জেলায় কেন সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছে সেই বিষয়টিতে নজর রাখা হবে বলে মনে করা হচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু মুসলিমদের উপরে আস্থা রাখতে পারে শাসকদল এ বিষয়ে প্রথম সারিতে সংখ্যালঘুদেরই অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও সামনে আসতে পারে। দুর্নীতি প্রশ্নে দলের অবস্থান জিরো টলারেন্স যারা এসমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন তাদের পাশে দল অতীতেও ছিল না আগামীদিনেও থাকবে না। এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার সম্ভাবনা থাকবে। মাস কয়েক আগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হয়েছে মানুষের কাছে কতটা পৌঁছতে পেরেছে তৃণমূল কর্মীরা ।

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

এই কর্মসূচিতে মানুষের কি চাহিদা রয়েছে এবং কোথায়কোথায় সমস্যা রয়েছে সেই বিষয়টি নিয়েও আলোচনা হবে। আগামীদিনে এই কর্মসূচিতে মানুষদের কাছে কি বার্তা আরও পৌঁছনো যায়, সে বিষয়টির উপরেও নজর রাখা হবে বলে ধারণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে। সেই সমস্ত কর্মসূচিগুলির অগ্রগতি জানতে চাইতে পারেন তৃণমূল সুপ্রিমো। এছাড়াও আগামীতে আরও কি কি প্রচারমূলক কর্মসূচি নেওয়া যায়, সে বিষয়টিও দেখা হতে পারে।