০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাময়িক স্বস্তিতে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, জারি সতর্কতা

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বৃষ্টির দাপট। হালকা থেকে ভারী বৃষ্টির কবলে গোটা রাজ্য। কখনও রোদ ঝলমলে আকাশ তো পরক্ষণেই মুষুলধারে বৃষ্টি। দক্ষিণবঙ্গকে সাময়িক রেহাই দিয়ে এবার উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পার্বত্য এলাকায় তৈরি হয়েছে ধসের সম্ভাবনা। সতর্কতা জারি হয়েছে অসম ও মেঘালয়ে রাজ্যেও।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।  আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সর্তকতা। আজও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি কমলেও বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে বালুরঘাট হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি উত্তর রাজস্থান এবং অন্যটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। রাজস্থান থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি মধ্যপ্রদেশ ও বিদর্ভের উপর দিয়ে গেছে।

কলকাতায় মেঘলা আকাশের সঙ্গে তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়।

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাময়িক স্বস্তিতে দক্ষিণবঙ্গ, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, জারি সতর্কতা

আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আবহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বৃষ্টির দাপট। হালকা থেকে ভারী বৃষ্টির কবলে গোটা রাজ্য। কখনও রোদ ঝলমলে আকাশ তো পরক্ষণেই মুষুলধারে বৃষ্টি। দক্ষিণবঙ্গকে সাময়িক রেহাই দিয়ে এবার উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পার্বত্য এলাকায় তৈরি হয়েছে ধসের সম্ভাবনা। সতর্কতা জারি হয়েছে অসম ও মেঘালয়ে রাজ্যেও।

উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।  আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সর্তকতা। আজও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি কমলেও বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে বালুরঘাট হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে একটি উত্তর রাজস্থান এবং অন্যটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। রাজস্থান থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি মধ্যপ্রদেশ ও বিদর্ভের উপর দিয়ে গেছে।

কলকাতায় মেঘলা আকাশের সঙ্গে তৈরি হবে অস্বস্তিকর পরিবেশ। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়।