২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত দ্রুত টেলিকম প্রযুক্তির বড় রফতানিকারক হয়ে উঠছে: মোদি

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে অতি দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে টেলিকম প্রযুক্তি। ভারত দ্রুত টেলিকম প্রযুক্তির বড় রফতানিকারক হয়ে উঠছে। এই প্রযুক্তি দেশের জন্য শুধুমাত্র একটি ধরণ নয়, ক্ষমতার একটি মিশন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে নতুন আন্তর্জাতিক টেলি যোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এরিয়া অফিস ও উদ্বোধনী কেন্দ্রের সূচনা করে এই বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারত ১২০ দিনের মধ্যে ১২৫টিরও বেশি শহরে ৫জি সংযোগ চালু করেছে। ভারত আসন্ন বছরগুলিতে ১০০, ৫জি ল্যাব স্থাপন করবে। এই ল্যাবগুলি ভারতের অনন্য চাহিদা অনুযায়ী ৫ জি অ্যাপ্লিকেশন বিকাশে সহায়তা করবে।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

প্রধানমন্ত্রী বলেন, ৫জি-র ৬ মাসের মধ্যেই আমরা ৬জি প্রযুক্তি সম্পর্কে দেশবাসীকে জানাতে পারছি, এর থেকেই বোঝা যায় ভারত দ্রুততার সঙ্গে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। ভারতের টেলিকম এবং ডিজিটাল মডেলটি মসৃণ, সুরক্ষিত ও স্বচ্ছ। দেশের মানুষের এর প্রতি আস্থা জন্মেছে। এই দশকটিই হল ‘টেকহেড’।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতে প্রতি মাসে ৮০০ কোটিরও বেশি ইউপিআই-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট করা হয়। প্রতিদিন ৭ কোটিরও বেশি ই-অথেন্টিকেশন হয়। প্রত্যক্ষ সুবিধা স্থানান্তরের মাধ্যমে নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে ২৮ লক্ষ কোটি টাকারও বেশি সরাসরি স্থানান্তরিত হয়েছে।

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের

এই কর্মসূচির পাশাপাশি এদিন মোদি ‘কল বিফোর ইউ ডিগ’ (বাংলা তর্জমা- খোঁড়ার আগে ফোন করুন) সিবিইউডি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করেন। দেশের সমস্ত খনন কার্যক্রমে সমন্বয় সাধন করা এবং অপটিক্যাল ফাইবার কেবল, জলের পাইপলাইন, বৈদ্যুতিক তার, গ্যাস পাইপলাইনের মতো মাটির নীচে থাকা পরিকাঠামোগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার উদ্দেশেই এই অ্যাপ তৈরি করা হয়েছে।

সর্বধিক পাঠিত

বিজেপির রাজ্যে ‘বেটি বাঁচাও’-এর এটাই বাস্তব চিত্র: সেঙ্গারের জামিন নিয়ে তোপ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারত দ্রুত টেলিকম প্রযুক্তির বড় রফতানিকারক হয়ে উঠছে: মোদি

আপডেট : ২২ মার্চ ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে অতি দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে টেলিকম প্রযুক্তি। ভারত দ্রুত টেলিকম প্রযুক্তির বড় রফতানিকারক হয়ে উঠছে। এই প্রযুক্তি দেশের জন্য শুধুমাত্র একটি ধরণ নয়, ক্ষমতার একটি মিশন। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে নতুন আন্তর্জাতিক টেলি যোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এরিয়া অফিস ও উদ্বোধনী কেন্দ্রের সূচনা করে এই বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারত ১২০ দিনের মধ্যে ১২৫টিরও বেশি শহরে ৫জি সংযোগ চালু করেছে। ভারত আসন্ন বছরগুলিতে ১০০, ৫জি ল্যাব স্থাপন করবে। এই ল্যাবগুলি ভারতের অনন্য চাহিদা অনুযায়ী ৫ জি অ্যাপ্লিকেশন বিকাশে সহায়তা করবে।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

প্রধানমন্ত্রী বলেন, ৫জি-র ৬ মাসের মধ্যেই আমরা ৬জি প্রযুক্তি সম্পর্কে দেশবাসীকে জানাতে পারছি, এর থেকেই বোঝা যায় ভারত দ্রুততার সঙ্গে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। ভারতের টেলিকম এবং ডিজিটাল মডেলটি মসৃণ, সুরক্ষিত ও স্বচ্ছ। দেশের মানুষের এর প্রতি আস্থা জন্মেছে। এই দশকটিই হল ‘টেকহেড’।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতে প্রতি মাসে ৮০০ কোটিরও বেশি ইউপিআই-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট করা হয়। প্রতিদিন ৭ কোটিরও বেশি ই-অথেন্টিকেশন হয়। প্রত্যক্ষ সুবিধা স্থানান্তরের মাধ্যমে নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে ২৮ লক্ষ কোটি টাকারও বেশি সরাসরি স্থানান্তরিত হয়েছে।

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের

এই কর্মসূচির পাশাপাশি এদিন মোদি ‘কল বিফোর ইউ ডিগ’ (বাংলা তর্জমা- খোঁড়ার আগে ফোন করুন) সিবিইউডি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করেন। দেশের সমস্ত খনন কার্যক্রমে সমন্বয় সাধন করা এবং অপটিক্যাল ফাইবার কেবল, জলের পাইপলাইন, বৈদ্যুতিক তার, গ্যাস পাইপলাইনের মতো মাটির নীচে থাকা পরিকাঠামোগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার উদ্দেশেই এই অ্যাপ তৈরি করা হয়েছে।