০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পরেই খুলবে স্কুলঃ মমতা

পুবের কলম, ওয়েবডেস্কঃ পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পর স্কুল খুলবে বলে সোমবার নবান্ন থেকে জানিয়ে দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সব অবস্থা, পরিস্থিতি খতিয়ে দেখেই পুজোর পর স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। খোলার আগে স্কুলগুলি স্যানিটাইজ করা হবে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃতীয় ঢেউ-য়ের রাজ্য কী অবস্থায় থাকে তাও বিবেচনা করে দেখতে হবে। মহারাষ্ট্র, কেরলের মতো অন্যান্য রাজ্যের পরিস্থিতি ভালো নয়।

গত ৫ আগস্ট মুখ্যমন্ত্রী পুজোর পরে পর্যায়ক্রমে স্কুল খোলার ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছিলেন। সেই সময় তিনি বৈঠক থেকে জানান, একদিন অন্তর স্কুল খোলার চিন্তাভাবনা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনার জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের স্কুল-কলেজ। এর জেরে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন। প্রায়শই বিরোধীরা সমস্ত কিছু খোলা হতে পারলে, স্কুল-কলেজ কেন বন্ধ থাকবে সেই নিয়ে রাজ্যের বিরুদ্ধে  আঙুল তুলেছেন। এমতঅবস্থায় মুখ্যমন্ত্রীকে কোনও কটাক্ষে কান না দিয়ে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে অত্যন্ত ধীরগতিতে কোভিড বিধিনিষেধ শিথিল করতে দেখা গেছে।  এবারও পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সেই পথেই হাঁটলেন তিনি।

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পরেই খুলবে স্কুলঃ মমতা

আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পর স্কুল খুলবে বলে সোমবার নবান্ন থেকে জানিয়ে দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সব অবস্থা, পরিস্থিতি খতিয়ে দেখেই পুজোর পর স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। খোলার আগে স্কুলগুলি স্যানিটাইজ করা হবে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃতীয় ঢেউ-য়ের রাজ্য কী অবস্থায় থাকে তাও বিবেচনা করে দেখতে হবে। মহারাষ্ট্র, কেরলের মতো অন্যান্য রাজ্যের পরিস্থিতি ভালো নয়।

গত ৫ আগস্ট মুখ্যমন্ত্রী পুজোর পরে পর্যায়ক্রমে স্কুল খোলার ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছিলেন। সেই সময় তিনি বৈঠক থেকে জানান, একদিন অন্তর স্কুল খোলার চিন্তাভাবনা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনার জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের স্কুল-কলেজ। এর জেরে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন। প্রায়শই বিরোধীরা সমস্ত কিছু খোলা হতে পারলে, স্কুল-কলেজ কেন বন্ধ থাকবে সেই নিয়ে রাজ্যের বিরুদ্ধে  আঙুল তুলেছেন। এমতঅবস্থায় মুখ্যমন্ত্রীকে কোনও কটাক্ষে কান না দিয়ে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে অত্যন্ত ধীরগতিতে কোভিড বিধিনিষেধ শিথিল করতে দেখা গেছে।  এবারও পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সেই পথেই হাঁটলেন তিনি।