০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫৯৭ কোটি ব্যয়ে দক্ষিণ ২৪ পরগনায় ১৬৬৭ কিমি রাস্তা

নাজির হোসেন লস্কর: পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ এলাকায় নতুন রাস্তা নির্মাণ এবং মেরামতের জন্য শুরু হয়ে গেল পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প। সিঙ্গুর থেকে মঙ্গলবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার ২২টি জেলার সমস্ত ব্লক, পঞ্চায়েতের নতুন রাস্তা ও পুরনো রাস্তার উন্নতিসাধন মিলিয়ে মোট ১২ হাজার কিমি গ্রামীণ রাস্তার শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫টি মহকুমার অন্তর্গত ২৯টি ব্লকে ২১৫০টি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তার উন্নতিকরণ করা হল। মোট দৈর্ঘ্য ১৬৬৭ কিমির রাস্তার জন্য ৫৯৭ কোটি টাকা ব্যয় হবে।

৫৯৭ কোটি ব্যয়ে দক্ষিণ ২৪ পরগনায় ১৬৬৭ কিমি রাস্তা
দক্ষিণ ২৪ পরগনায় জেলাস্তরের মূল অনুষ্ঠানটি হয় ডায়মন্ড হারবার মহকুমার ফলতায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্ত, সভাধিপতি শামিমা সেখ, মহকুমাশাসক অঞ্জন ঘোষ, ফলতা পঞ্চায়েত সমিতি সভাপতি জাহাঙ্গীর খান প্রমুখ বিশিষ্টজনেরা। জেলার মধ্যে সবথেকে বেশি ৩১৮টি গ্রামীণ রাস্তার কাজ শুরু হল বিষ্ণুপুর ২ ব্লকে। মগরাহাট ২ ব্লকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নমিতা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপকুমার হালদার, সহসভাপতি সেলিম লস্কর, বিডিও সেখ আবদুল্লা, ওসি আবদুস সামাদ আনসারি প্রমুখ। এই ব্লকে ২৭টি রাস্তার কাজ শুরু হল। বারুইপুর মহকুমাস্তরের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী, বিধায়ক বিভাস সর্দার, মহকুমাশাসক সুমন পোদ্দারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া সোনারপুরে লাঙ্গলবেরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনহুগলি-২ গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুন্ধতী মৈত্র, বিধায়ক ফিরদৌসি বেগম প্রমুখ। জয়নগর-১ ব্লকের অনুষ্ঠানে ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, কুলতলিতে ছিলেন বিধায়কগণেশ চন্দ্র মণ্ডল। ক্যানিং মহকুমাস্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ রাম দাস, মহকুমাশাসক প্রতীক সিং, এসডিপিও দিবাকর দাস প্রমুখ। ক্যানিং ২-এ বিধায়ক সওকত মোল্লা ৫০টি রাস্তার কাজের শুভসূচনা করেন। কাকদ্বীপে ছিলেন বিধায়ক মন্টুরাম পাখিরা, জেলাপরিষদের সদস্যা অঞ্জনা মন্ডল (বিশ্বাস), ঋক গোস্বামী প্রমুখ। সাগর ব্লকে ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আলিপুর সদর মহকুমার অনুষ্ঠানটি হয় বজ বজ ২ নম্বর ব্লকের অন্তর্গত কামরা গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর দাসপাড়ায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ, বিডিও নবকুমার দাশ প্রমুখ। ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার ব্যবস্থা ছিল প্রতিটি অনুষ্ঠান মঞ্চে ।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫৯৭ কোটি ব্যয়ে দক্ষিণ ২৪ পরগনায় ১৬৬৭ কিমি রাস্তা

আপডেট : ২৯ মার্চ ২০২৩, বুধবার

নাজির হোসেন লস্কর: পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ এলাকায় নতুন রাস্তা নির্মাণ এবং মেরামতের জন্য শুরু হয়ে গেল পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প। সিঙ্গুর থেকে মঙ্গলবার এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলার ২২টি জেলার সমস্ত ব্লক, পঞ্চায়েতের নতুন রাস্তা ও পুরনো রাস্তার উন্নতিসাধন মিলিয়ে মোট ১২ হাজার কিমি গ্রামীণ রাস্তার শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫টি মহকুমার অন্তর্গত ২৯টি ব্লকে ২১৫০টি নতুন রাস্তা নির্মাণ ও পুরনো রাস্তার উন্নতিকরণ করা হল। মোট দৈর্ঘ্য ১৬৬৭ কিমির রাস্তার জন্য ৫৯৭ কোটি টাকা ব্যয় হবে।

৫৯৭ কোটি ব্যয়ে দক্ষিণ ২৪ পরগনায় ১৬৬৭ কিমি রাস্তা
দক্ষিণ ২৪ পরগনায় জেলাস্তরের মূল অনুষ্ঠানটি হয় ডায়মন্ড হারবার মহকুমার ফলতায়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুমিত গুপ্ত, সভাধিপতি শামিমা সেখ, মহকুমাশাসক অঞ্জন ঘোষ, ফলতা পঞ্চায়েত সমিতি সভাপতি জাহাঙ্গীর খান প্রমুখ বিশিষ্টজনেরা। জেলার মধ্যে সবথেকে বেশি ৩১৮টি গ্রামীণ রাস্তার কাজ শুরু হল বিষ্ণুপুর ২ ব্লকে। মগরাহাট ২ ব্লকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নমিতা সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপকুমার হালদার, সহসভাপতি সেলিম লস্কর, বিডিও সেখ আবদুল্লা, ওসি আবদুস সামাদ আনসারি প্রমুখ। এই ব্লকে ২৭টি রাস্তার কাজ শুরু হল। বারুইপুর মহকুমাস্তরের অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী, বিধায়ক বিভাস সর্দার, মহকুমাশাসক সুমন পোদ্দারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া সোনারপুরে লাঙ্গলবেরিয়া গ্রাম পঞ্চায়েত এবং বনহুগলি-২ গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরুন্ধতী মৈত্র, বিধায়ক ফিরদৌসি বেগম প্রমুখ। জয়নগর-১ ব্লকের অনুষ্ঠানে ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, কুলতলিতে ছিলেন বিধায়কগণেশ চন্দ্র মণ্ডল। ক্যানিং মহকুমাস্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ রাম দাস, মহকুমাশাসক প্রতীক সিং, এসডিপিও দিবাকর দাস প্রমুখ। ক্যানিং ২-এ বিধায়ক সওকত মোল্লা ৫০টি রাস্তার কাজের শুভসূচনা করেন। কাকদ্বীপে ছিলেন বিধায়ক মন্টুরাম পাখিরা, জেলাপরিষদের সদস্যা অঞ্জনা মন্ডল (বিশ্বাস), ঋক গোস্বামী প্রমুখ। সাগর ব্লকে ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আলিপুর সদর মহকুমার অনুষ্ঠানটি হয় বজ বজ ২ নম্বর ব্লকের অন্তর্গত কামরা গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর দাসপাড়ায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ, বিডিও নবকুমার দাশ প্রমুখ। ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার ব্যবস্থা ছিল প্রতিটি অনুষ্ঠান মঞ্চে ।