০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার লাগানোর অভিযোগে  গ্রেফতার আপের ৮ কর্মী

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 52

পুবের কলম,ওয়েবডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।  আহমেদাবাদ থেকে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। অভিযুক্তদের বিরুদ্ধে আহমেদাবাদসহ গুজরাতের নানা  জায়গায় ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ লেখা পোস্টার লাগানর অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি মোদির বিরুদ্ধে দেশব্যাপী প্রচার কর্মসূচি নিয়েছে আম আদমি পার্টি।  মোট ১১টি ভাষায় মোদিকে ‘হটানো’র প্রচার করা হবে  দেশজুড়ে। আর তারপরই আহমেদাবাদে বিভিন্ন এলাকায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টার পাওয়া গেল।

দিল্লি পুলিস বলেছে যে সরকারী সম্পত্তির অবমাননা এবং নিয়মের বাইরে গিয়ে পোস্টারগুলি যেখানে ছাপা হয়েছিল সেই ছাপাখানার নাম পোস্টারে না দেওয়ার কারণে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের পক্ষ থেকে আরও জানান হয়েছে, গোটা ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

তবে গুজরাতের আপ দলের প্রধান ইসুদান গাধভি বলে দেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা আপ কর্মী। পাশাপাশি এই গ্রেফতারিকে   বিজেপির ‘স্বৈরাচার’ বলেও তোপ দাগেন তিনি। তাঁর দাবি, ভয় পেয়েই আপ কর্মীদের গ্রেফতার করিয়েছে গেরুয়া শিবির।

এই ঘটনা প্রসঙ্গে আপের পক্ষ থেকে একটি টুইটে বলা হয়েছে, বিজেপির স্বৈরাচারী নীতি চরম মাত্রায় পৌঁছেছে। সামান্য পোস্টার লাগানোর জন্য কেন কাউকে গ্রেফতার করা হবে সেই প্রশ্নও তোলা হয় ওই টুইটে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার লাগানোর অভিযোগে  গ্রেফতার আপের ৮ কর্মী

আপডেট : ৩১ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।  আহমেদাবাদ থেকে ওই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। অভিযুক্তদের বিরুদ্ধে আহমেদাবাদসহ গুজরাতের নানা  জায়গায় ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ লেখা পোস্টার লাগানর অভিযোগ আনা হয়েছে।

সম্প্রতি মোদির বিরুদ্ধে দেশব্যাপী প্রচার কর্মসূচি নিয়েছে আম আদমি পার্টি।  মোট ১১টি ভাষায় মোদিকে ‘হটানো’র প্রচার করা হবে  দেশজুড়ে। আর তারপরই আহমেদাবাদে বিভিন্ন এলাকায় ‘মোদি হটাও দেশ বাঁচাও’ পোস্টার পাওয়া গেল।

দিল্লি পুলিস বলেছে যে সরকারী সম্পত্তির অবমাননা এবং নিয়মের বাইরে গিয়ে পোস্টারগুলি যেখানে ছাপা হয়েছিল সেই ছাপাখানার নাম পোস্টারে না দেওয়ার কারণে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশের পক্ষ থেকে আরও জানান হয়েছে, গোটা ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

তবে গুজরাতের আপ দলের প্রধান ইসুদান গাধভি বলে দেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা আপ কর্মী। পাশাপাশি এই গ্রেফতারিকে   বিজেপির ‘স্বৈরাচার’ বলেও তোপ দাগেন তিনি। তাঁর দাবি, ভয় পেয়েই আপ কর্মীদের গ্রেফতার করিয়েছে গেরুয়া শিবির।

এই ঘটনা প্রসঙ্গে আপের পক্ষ থেকে একটি টুইটে বলা হয়েছে, বিজেপির স্বৈরাচারী নীতি চরম মাত্রায় পৌঁছেছে। সামান্য পোস্টার লাগানোর জন্য কেন কাউকে গ্রেফতার করা হবে সেই প্রশ্নও তোলা হয় ওই টুইটে।