ওবাইদুল্লাহ লস্কর, মগরাহাট: প্রথমদিকে ফর্ম নিয়ে সমস্যা থাকলেও এখন আর অভিযোগ নেই। দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ সুন্দরভাবে পালিত হচ্ছে মগরাহাট ২নং ব্লকে। এই কাজে খুশি হয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন দুয়ারে সরকার প্রকল্পের কাণ্ডারি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম সাধারণ মানুষকে কিনতে হবে না। বিডিও অফিস থেকে পৌঁছে যাবে প্রতিটি পঞ্চায়েত অফিস ও ক্যাম্পে। মুখ্যমন্ত্রীর এই কাজকে ১০০ শতাংশ বাস্তবায়ন করার লক্ষে মগরাহাট ২ নং ব্লক বিডিওর নেতৃত্বে প্রতিদিন ২৫টি করে অটো ছাড়া হয় বিভিন্ন ক্যাম্পে। পর্যাপ্ত ফর্ম নিয়ে বিডিও অফিসের কর্মীরা সকালে বেরিয়ে যান বিভিন্ন পঞ্চায়েতের ক্যাম্পে। কোনও কারণে ফর্ম কম পড়লে আবার সেই ক্যাম্পে ফর্ম পাঠিয়ে দেওয়া হয়।
সরকারি ঘোষণা সত্ত্বেও প্রথমদিকে সাধারণ মানুষ বাইরে থেকে ফর্ম কিনে জমা দিচ্ছেন এমনই অভিযোগ পেয়েছিলেন বিডিও। আর সেই অভিযোগ পাওয়ার পরেই সশরীরে তদারকি করছেন বিডিও সেখ আবদুল্লাহ। এখন প্রতিদিন সকালে বিভিন্ন ক্যাম্পে অটো ছাড়ার আগে পর্যাপ্ত ফর্ম যাচ্ছে কিনা তা দেখে নিচ্ছেন বিডিও। এছাড়া বিভিন্ন ক্যাম্পে গিয়ে কোনও সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। একেবারেই সব বিষয়ে সরেজমিনে খতিয়ে দেখছেন বিডিও। আবদুল্লাহ বলেন, সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধে যাতে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে পান সে ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করবে। জনকল্যাণমুখী প্রকল্পগুলি থেকে যোগ্য ব্যক্তিরা যেন কোনোভাবেই বঞ্চিত না হয় সেদিকে পুরোপুরি নজর রাখা হচ্ছে।
সম্প্রতি দুয়ারে সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম পাঁচ টাকা করে বিক্রির অভিযোগ ওঠে গোকর্ণী পঞ্চায়েতের ক্যাম্প বেণীপুর হাইস্কুলে। স্থানীয়দের অভিযোগ, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম দেওয়া হচ্ছে না ক্যাম্প থেকে। এরপর নড়ে চড়ে বসে ব্লক প্রশাসন। সূত্রে জানা যায়, কিছু রাজনৈতিক নেতার মদতে এমনটাই ঘটেছে। তাই সাধারণ মানুষের কোনও রকম অসুবিধে যাতে না হয় সে ব্যাপারে বিডিও সেখ আবদুল্লাহ নিজ তত্ত্বাবধানে নিয়েছেন।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দুয়ারে সরকার ১০০ শতাংশ সফল করতে তৎপর মগরাহাট ২-এর বিডিও
-
সুস্মিতা - আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার
- 47
ট্যাগ :
সর্বধিক পাঠিত



































