০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গরু বহনকারী ট্রাক চালককে আক্রমণ গোরক্ষকদের, হিন্দু যুবতীকে প্রহার বজরং দলের

ইমামা খাতুন
  • আপডেট : ১২ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 12

পুবের কলম,ওয়েবডেস্ক: হরিয়ানার কন্ডলি মানেশ্বর এক্সপ্রেসওয়ের ছয় লেনের রাস্তার উপর গরু বহনকারী একটি ট্রাক থামিয়ে মুসলিম ড্রাইভারকে বেদম প্রহার করা হয়। গরু চুরি ও গরু পাচারের অভিযোগ দেওয়া হয় ড্রাইভারের বিরুদ্ধে। রক্তাক্ত ড্রাইভারের ছবি পোস্ট করা হয় বাহাদুরির কাজ হিসেবে। ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ টিমের সঙ্গে বজরং দলের সমর্থক ও গোরক্ষকদের একসঙ্গে পোজ দেওয়া ছবিও পোস্ট করা হয় গোরক্ষকদের পক্ষ থেকে। ট্রাকে গরু এবং ড্রাইভার মুসলিম, ফলে অ্যাকশন শুরু হয়ে যায়।

গরু বহনের অনুমতি পত্র কিংবা গরু ব্যবসায়ীর পক্ষ থেকে প্রমাণপত্র এবং কি উদ্দেশ্যে কার কাছে এই গরুবহনকারী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছে সেসব খোঁজ নেওয়ার কোনও প্রয়োজন মনে না করেই গাড়ি থামিয়ে এবং গাড়ির টায়ারের হাওয়া খুলে দিয়ে ড্রাইভারকে নামিয়ে নির্মম প্রহার করা হয়। তার রক্তাক্ত ছবি তোলা হয়। উল্লেখ্য হরিয়ানায় বর্তমানে বিজেপি সরকার আর এই রাজ্যে সক্রিয় স্বঘোধিত গোরক্ষকরা।

https://twitter.com/HindutvaWatchIn/status/1646001249861644290?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1646001249861644290%7Ctwgr%5Efaa2b3fab46e54218b625417babbc0eddd0461b3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fthehindustangazette.com%2Fcrime%2Fbajrang-dal-members-brutally-thrashed-a-hindu-woman-and-her-muslim-friend-13418

পুলিশের সঙ্গে তাদের যে মধুর সম্পর্ক রয়েছে এই ছবি তার জ্বলন্ত প্রমাণ। দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পরম উল্লাসে গোরক্ষকদের সঙ্গে ছবি  তোলায় মগ্ন হয়ে পড়ে পুলিশ কর্মীরা। হিন্দুত্ব ওয়াচ এর ট্যুইটারে সেইসব   ছবি ছড়িয়ে পড়েছে। জাতীয় সড়কে গোরক্ষকদের এই দাপট দেখে আরও  একবার প্রমাণ হল স্বঘোষিত গোরক্ষকরা আইন আদালত প্রশাসন, সুপ্রিম কোর্ট এমনকী প্রধানমন্ত্রীর নির্দেশকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে চাইছে না।  অপরদিকে মধ্যপ্রদেশে বজরং দলের সমর্থকরা বেদন প্রহার করেছে এক হিন্দু যুবতী ও তার সঙ্গী মুসলিম ব্যক্তিকে। ইন্দোরের ঘটনা। মুসলিম সঙ্গীর   সঙ্গে পথ হাঁটার অপরাধে বজরং দল কর্মীরা তাদের আটক করে প্রহার করে। পরে ওই যুবতী থানায় অভিযোগ জানালে পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গরু বহনকারী ট্রাক চালককে আক্রমণ গোরক্ষকদের, হিন্দু যুবতীকে প্রহার বজরং দলের

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: হরিয়ানার কন্ডলি মানেশ্বর এক্সপ্রেসওয়ের ছয় লেনের রাস্তার উপর গরু বহনকারী একটি ট্রাক থামিয়ে মুসলিম ড্রাইভারকে বেদম প্রহার করা হয়। গরু চুরি ও গরু পাচারের অভিযোগ দেওয়া হয় ড্রাইভারের বিরুদ্ধে। রক্তাক্ত ড্রাইভারের ছবি পোস্ট করা হয় বাহাদুরির কাজ হিসেবে। ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ টিমের সঙ্গে বজরং দলের সমর্থক ও গোরক্ষকদের একসঙ্গে পোজ দেওয়া ছবিও পোস্ট করা হয় গোরক্ষকদের পক্ষ থেকে। ট্রাকে গরু এবং ড্রাইভার মুসলিম, ফলে অ্যাকশন শুরু হয়ে যায়।

গরু বহনের অনুমতি পত্র কিংবা গরু ব্যবসায়ীর পক্ষ থেকে প্রমাণপত্র এবং কি উদ্দেশ্যে কার কাছে এই গরুবহনকারী ট্রাক নিয়ে যাওয়া হচ্ছে সেসব খোঁজ নেওয়ার কোনও প্রয়োজন মনে না করেই গাড়ি থামিয়ে এবং গাড়ির টায়ারের হাওয়া খুলে দিয়ে ড্রাইভারকে নামিয়ে নির্মম প্রহার করা হয়। তার রক্তাক্ত ছবি তোলা হয়। উল্লেখ্য হরিয়ানায় বর্তমানে বিজেপি সরকার আর এই রাজ্যে সক্রিয় স্বঘোধিত গোরক্ষকরা।

https://twitter.com/HindutvaWatchIn/status/1646001249861644290?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1646001249861644290%7Ctwgr%5Efaa2b3fab46e54218b625417babbc0eddd0461b3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fthehindustangazette.com%2Fcrime%2Fbajrang-dal-members-brutally-thrashed-a-hindu-woman-and-her-muslim-friend-13418

পুলিশের সঙ্গে তাদের যে মধুর সম্পর্ক রয়েছে এই ছবি তার জ্বলন্ত প্রমাণ। দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পরম উল্লাসে গোরক্ষকদের সঙ্গে ছবি  তোলায় মগ্ন হয়ে পড়ে পুলিশ কর্মীরা। হিন্দুত্ব ওয়াচ এর ট্যুইটারে সেইসব   ছবি ছড়িয়ে পড়েছে। জাতীয় সড়কে গোরক্ষকদের এই দাপট দেখে আরও  একবার প্রমাণ হল স্বঘোষিত গোরক্ষকরা আইন আদালত প্রশাসন, সুপ্রিম কোর্ট এমনকী প্রধানমন্ত্রীর নির্দেশকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে চাইছে না।  অপরদিকে মধ্যপ্রদেশে বজরং দলের সমর্থকরা বেদন প্রহার করেছে এক হিন্দু যুবতী ও তার সঙ্গী মুসলিম ব্যক্তিকে। ইন্দোরের ঘটনা। মুসলিম সঙ্গীর   সঙ্গে পথ হাঁটার অপরাধে বজরং দল কর্মীরা তাদের আটক করে প্রহার করে। পরে ওই যুবতী থানায় অভিযোগ জানালে পুলিশ গ্রেফতার করেছে তিনজনকে।