২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে খুন করল ইহুদি সেনা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার
  • / 44

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের ইসরাইলি সেনার বর্বরতা প্রকাশ্যে এল। এবার এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার জায়নবাদী বাহিনী। ওয়েস্ট ব্যাঙ্কের নাবলাসের কাছে বালাতা শরণার্থী শিবিরে ১৫ বছর বয়সি এক কিশোরের মাথায় গুলি করে ইহুদি সেনা। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার ইমাদ খালেদ সালেহ হাশাশ নামের ওই কিশোর নিহত হয়। এ দিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা ওই শরণার্থী শিবিরে এক সন্দেহভাজনকে আটক করতে রাতভর অভিযান চালিয়েছে। তাদের দাবি, অভিযানের সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে তাদের লক্ষ্য করে গোলা-বারুদ নিক্ষেপ করা হয়। এর জবাবে ইসরাইলি বাহিনীও পালটা গুলি চালায়। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ইসরাইলের গুলিতে কিশোরের মৃতু্যর ঘটনায় শোক প্রকাশ করেছে গাজা উপত্যকার প্রভাবশালী রাজনৈতিক সংগঠন ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। বালাতা ক্যাম্পে ইসরাইলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিদের শক্ত প্রতিরোধের প্রশংসাও করেছেন হামাস নেতারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে খুন করল ইহুদি সেনা

আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের ইসরাইলি সেনার বর্বরতা প্রকাশ্যে এল। এবার এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার জায়নবাদী বাহিনী। ওয়েস্ট ব্যাঙ্কের নাবলাসের কাছে বালাতা শরণার্থী শিবিরে ১৫ বছর বয়সি এক কিশোরের মাথায় গুলি করে ইহুদি সেনা। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার ইমাদ খালেদ সালেহ হাশাশ নামের ওই কিশোর নিহত হয়। এ দিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, তারা ওই শরণার্থী শিবিরে এক সন্দেহভাজনকে আটক করতে রাতভর অভিযান চালিয়েছে। তাদের দাবি, অভিযানের সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে তাদের লক্ষ্য করে গোলা-বারুদ নিক্ষেপ করা হয়। এর জবাবে ইসরাইলি বাহিনীও পালটা গুলি চালায়। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, ইসরাইলের গুলিতে কিশোরের মৃতু্যর ঘটনায় শোক প্রকাশ করেছে গাজা উপত্যকার প্রভাবশালী রাজনৈতিক সংগঠন ও ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। বালাতা ক্যাম্পে ইসরাইলি অভিযানের বিরুদ্ধে ফিলিস্তিদের শক্ত প্রতিরোধের প্রশংসাও করেছেন হামাস নেতারা।