২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৯/১১ হামলায় কোনও হাত ছিল না ওসামা বিন লাদেনের, দাবি তালিবান মুখপাত্রের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
  • / 120

পুবের কলম,ওয়েবডেস্কঃ ২০০১ সালে ঘটে যাওয়া ৯/১১’র ভয়াবহ সন্ত্রাসী হামলা আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বিশ বছর আগের ঘটনা ইতিহাসে একটি কালো অধ্যায়। আমেরিকায় চারটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে। যে ঘটনায় নিহত হয় কয়েক হাজার মানুষ। এই হামলা ছিল শতাব্দীর অন্যতম সবচেয়ে ভয়াবহ একটি হামলা। হামলায় ২ হাজার ৭৫৩ জন প্রাণ হারান।

এই হামলায় অন্যতম কুচক্রী হিসেবে নাম উঠে আসে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের। আর আজ তালিবান স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ৯/১১ হামলায় ওসামা বিন লাদেনের কোনও হাত ছিল না।

তালিবান মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদের দাবি,  ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালিবানের অন্যতম মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, ৯/১১ ওসামা বিন লাদেনের কোনও হাত ছিল না ওই হামলায়। তাঁর দাবি, আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার নিছকই একটা অজুহাত ছিল এটা। আজ ওই ঘটনার ২০ বছর পরও কোনও প্রমাণ নেই যে ওই ঘটনায় লাদেনের হাত ছিল।

মুজাহিদ আরও জানান, যদিও লাদেনের জড়িত থাকার কোনও প্রমাণ ছিল না, তারপরও এখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে, আফগানিস্তানের ভূখণ্ড কারো বিরুদ্ধে ব্যবহার করা হবে না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৯/১১ হামলায় কোনও হাত ছিল না ওসামা বিন লাদেনের, দাবি তালিবান মুখপাত্রের

আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্কঃ ২০০১ সালে ঘটে যাওয়া ৯/১১’র ভয়াবহ সন্ত্রাসী হামলা আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বিশ বছর আগের ঘটনা ইতিহাসে একটি কালো অধ্যায়। আমেরিকায় চারটি যাত্রীবাহী জেট বিমান ছিনতাই করে সেগুলো দিয়ে আঘাত হানা হয় নিউইয়র্কের দুটি আকাশচুম্বী ভবনে। যে ঘটনায় নিহত হয় কয়েক হাজার মানুষ। এই হামলা ছিল শতাব্দীর অন্যতম সবচেয়ে ভয়াবহ একটি হামলা। হামলায় ২ হাজার ৭৫৩ জন প্রাণ হারান।

এই হামলায় অন্যতম কুচক্রী হিসেবে নাম উঠে আসে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের। আর আজ তালিবান স্পষ্ট ভাষায় জানিয়ে দিল ৯/১১ হামলায় ওসামা বিন লাদেনের কোনও হাত ছিল না।

তালিবান মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদের দাবি,  ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালিবানের অন্যতম মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, ৯/১১ ওসামা বিন লাদেনের কোনও হাত ছিল না ওই হামলায়। তাঁর দাবি, আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার নিছকই একটা অজুহাত ছিল এটা। আজ ওই ঘটনার ২০ বছর পরও কোনও প্রমাণ নেই যে ওই ঘটনায় লাদেনের হাত ছিল।

মুজাহিদ আরও জানান, যদিও লাদেনের জড়িত থাকার কোনও প্রমাণ ছিল না, তারপরও এখন আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে, আফগানিস্তানের ভূখণ্ড কারো বিরুদ্ধে ব্যবহার করা হবে না।