২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উত্তপ্ত গাজা উপত্যকায় পণ্য প্রবেশে পারমিট দিল ইসরায়েল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার
  • / 37

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তপ্ত গাজা উপত্যকায় পণ্য ও সরঞ্জাম প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করল ইসরায়েল। এবার গাজায় বেসামরিক ও আন্তর্জাতিক প্রকল্পের জন্য আরও কিছু পণ্য ও সরঞ্জাম প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল।

প্রসঙ্গত, শনিবারের পুনরাবৃত্তি হল ফের বুধবার। বুধবার ইসরাইলি বাধার সামনে ফের গর্জে ওঠে ফিলিস্তিনিরা। এর আগে গত শনিবার ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন ফিলিস্তিনিরা। সেইসময় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে কঠোরভাবে এই উত্তেজনা নিয়ন্ত্রণ করা হয়। এরপর ফের বুধবার একইভাবে ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠে ফিলিস্তিনিরা। উত্তেজনা ছড়ায়। শনিবারের ঘটনায় এক ফিলিস্তিন নাগরিকের মৃত্যু হয়, ও ইসরায়েলের একজন পুলিশ অফিসার গুরুতর আহন হন। এর পরেই পণ্য পরিষেবায় শিথিলের নিয়ম ঘোষণা করল ইসরায়েল।

ফিলিস্তিনি ভূখণ্ডের সঙ্গে ইসরায়েলের সীমান্ত যোগাযোগকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বুধবার গভীর রাতে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, গাজা উপত্যকায় বেসামরিক প্রকল্পের জন্য পণ্য এবং সরঞ্জাম প্রবেশে অনুমতি দিয়েছে ইসরায়েল। এর ফলে এটি নতুন যানবাহনের আমদানি বাড়বে। বৃহস্পতিবার গাজা থেকে ফিলিস্তিনি ব্যবসায়ীদেরও ইসরায়েলে প্রবেশের জন্য আরও একটি পারমিট প্রদান করা হয়েছে।

এই প্রসঙ্গে কোগ্যাট নামে একটি সংস্থাটি বলেছে, সীমাবদ্ধতা শিথিলতা অঞ্চলের সুরক্ষা অব্যাহত রাখার উপর শর্তাধীন। সীমান্ত পরিস্থিতির উন্নতি হলে ব্যবসা আরও সম্প্রসারিত হতে পারে।

হামাসের কর্মকর্তারা বলেছেন, মিশরও বৃহস্পতিবার গাজা উপত্যকার সঙ্গে তার মূল সীমান্ত পারাপার আংশিকভাবে পুনরায় চালু করবে।

প্রসঙ্গত, মে মাসে গাজা উপত্যকায় ১১ দিনের ইসরায়েলি হামলার পর ৬৭ জন শিশুসহ কমপক্ষে ২৬০ জন ফিলিস্তিন নিহত হন। নিহত ১৩ জন ইসরায়েলি। এর পর থেকে মিশর ফিলিস্তিনি এবং ইসরায়েল উভয় পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তপ্ত গাজা উপত্যকায় পণ্য প্রবেশে পারমিট দিল ইসরায়েল

আপডেট : ২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তপ্ত গাজা উপত্যকায় পণ্য ও সরঞ্জাম প্রবেশের ক্ষেত্রে কিছু নিয়ম শিথিল করল ইসরায়েল। এবার গাজায় বেসামরিক ও আন্তর্জাতিক প্রকল্পের জন্য আরও কিছু পণ্য ও সরঞ্জাম প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল।

প্রসঙ্গত, শনিবারের পুনরাবৃত্তি হল ফের বুধবার। বুধবার ইসরাইলি বাধার সামনে ফের গর্জে ওঠে ফিলিস্তিনিরা। এর আগে গত শনিবার ইসরায়েলের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হয়েছেন ফিলিস্তিনিরা। সেইসময় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে কঠোরভাবে এই উত্তেজনা নিয়ন্ত্রণ করা হয়। এরপর ফের বুধবার একইভাবে ইসরায়েলের বিরুদ্ধে গর্জে ওঠে ফিলিস্তিনিরা। উত্তেজনা ছড়ায়। শনিবারের ঘটনায় এক ফিলিস্তিন নাগরিকের মৃত্যু হয়, ও ইসরায়েলের একজন পুলিশ অফিসার গুরুতর আহন হন। এর পরেই পণ্য পরিষেবায় শিথিলের নিয়ম ঘোষণা করল ইসরায়েল।

ফিলিস্তিনি ভূখণ্ডের সঙ্গে ইসরায়েলের সীমান্ত যোগাযোগকারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে বুধবার গভীর রাতে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, গাজা উপত্যকায় বেসামরিক প্রকল্পের জন্য পণ্য এবং সরঞ্জাম প্রবেশে অনুমতি দিয়েছে ইসরায়েল। এর ফলে এটি নতুন যানবাহনের আমদানি বাড়বে। বৃহস্পতিবার গাজা থেকে ফিলিস্তিনি ব্যবসায়ীদেরও ইসরায়েলে প্রবেশের জন্য আরও একটি পারমিট প্রদান করা হয়েছে।

এই প্রসঙ্গে কোগ্যাট নামে একটি সংস্থাটি বলেছে, সীমাবদ্ধতা শিথিলতা অঞ্চলের সুরক্ষা অব্যাহত রাখার উপর শর্তাধীন। সীমান্ত পরিস্থিতির উন্নতি হলে ব্যবসা আরও সম্প্রসারিত হতে পারে।

হামাসের কর্মকর্তারা বলেছেন, মিশরও বৃহস্পতিবার গাজা উপত্যকার সঙ্গে তার মূল সীমান্ত পারাপার আংশিকভাবে পুনরায় চালু করবে।

প্রসঙ্গত, মে মাসে গাজা উপত্যকায় ১১ দিনের ইসরায়েলি হামলার পর ৬৭ জন শিশুসহ কমপক্ষে ২৬০ জন ফিলিস্তিন নিহত হন। নিহত ১৩ জন ইসরায়েলি। এর পর থেকে মিশর ফিলিস্তিনি এবং ইসরায়েল উভয় পক্ষের মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে।