০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রক্তারক্তি কাণ্ড তিহাড় জেলে,  মৃত ১ বন্দি  

ইমামা খাতুন
  • আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার
  • / 25

সুমিত দেঃ সাতসকালে বন্দিদের মধ্যে রক্তারক্তি ঘটনা তিহাড় জেলে। বর্তমানে এই জেলেই রয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মন্ডল ও তার মেয়ে সুকন্যা মন্ডল। উল্লেখ্য, এদিন  বিপক্ষ গোষ্ঠীর হামলায় মৃত্যু হয় তিল্লু তাজপুরিয়া নামক এক গ্যাংস্টারের৷ আজ সকালেই  এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবরর।  তিহাড়ের মতো জেলে কি করে এহেন ঘটনা ঘটল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই তিহাড় জেলের মধ্যেই বন্দি রয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও৷ মৃত তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল নামে এই গ্যাংস্টার এবং তার দলবলের বিরুদ্ধে ২০২১ সালে রোহিনির একটি আদালতে হামলার অভিযোগ ছিল৷

জেল সূত্রের খবর, এ দিন সাতসকালে তিহাড় জেলের ভিতরে তিল্লুর উপরে হামলা চালায় যোগেশ টুন্ডা নামে অন্য আর এক গ্যাংস্টার৷ জানা গিয়েছে,  যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান এবং রাজেশ নামে চার বন্দি এ দিন প্রথমে দোতলায় নিজেদের ঘরে লোহার গ্রিল ভাঙে৷ এর পর গ্রিল ভাঙা লোহার রড দিয়েই তিল্লুকে পিটিয়ে খুন করে তারা৷ এই ঘটনায় রোহিত নামে আরও এক বন্দি আহত হয়ছেন বলে জানা যাচ্ছে৷ তিল্লুর উপরে হামলা  চালিয়ে জিতেন্দ্র গোগীকে হত্যার বদলা নেওয়া হল বলেই মনে করা হচ্ছে৷ কারণ তিল্লুই ফোনে জিতেন্দ্রকে খুনের নির্দেশ দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর৷ তিল্লু এবং জিতেন্দ্রর মধ্যে দীর্ঘদিনের সংঘাত ছিল৷ তার জেরেই জিতেন্দ্রকে সরিয়ে দিয়েছিল তিল্লু৷ এবার তারই প্রতিশোধ নিল জিতেন্দ্র গ্যাংস্টার গোষ্ঠীর ছেলেরা৷

আরও পড়ুন: ভারতে আনা হচ্ছে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে, রাখা হবে তিহাড় জেলে

আরও পড়ুন: তিহাড় জেলে গ্যাংস্টার খুনে টিএনএসপি’র ৭ পুলিশকর্মী সাসপেন্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রক্তারক্তি কাণ্ড তিহাড় জেলে,  মৃত ১ বন্দি  

আপডেট : ২ মে ২০২৩, মঙ্গলবার

সুমিত দেঃ সাতসকালে বন্দিদের মধ্যে রক্তারক্তি ঘটনা তিহাড় জেলে। বর্তমানে এই জেলেই রয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মন্ডল ও তার মেয়ে সুকন্যা মন্ডল। উল্লেখ্য, এদিন  বিপক্ষ গোষ্ঠীর হামলায় মৃত্যু হয় তিল্লু তাজপুরিয়া নামক এক গ্যাংস্টারের৷ আজ সকালেই  এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবরর।  তিহাড়ের মতো জেলে কি করে এহেন ঘটনা ঘটল তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই তিহাড় জেলের মধ্যেই বন্দি রয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও৷ মৃত তিল্লু তাজপুরিয়া ওরফে সুনীল নামে এই গ্যাংস্টার এবং তার দলবলের বিরুদ্ধে ২০২১ সালে রোহিনির একটি আদালতে হামলার অভিযোগ ছিল৷

জেল সূত্রের খবর, এ দিন সাতসকালে তিহাড় জেলের ভিতরে তিল্লুর উপরে হামলা চালায় যোগেশ টুন্ডা নামে অন্য আর এক গ্যাংস্টার৷ জানা গিয়েছে,  যোগেশ টুন্ডা, দীপক তিতার, রিয়াজ খান এবং রাজেশ নামে চার বন্দি এ দিন প্রথমে দোতলায় নিজেদের ঘরে লোহার গ্রিল ভাঙে৷ এর পর গ্রিল ভাঙা লোহার রড দিয়েই তিল্লুকে পিটিয়ে খুন করে তারা৷ এই ঘটনায় রোহিত নামে আরও এক বন্দি আহত হয়ছেন বলে জানা যাচ্ছে৷ তিল্লুর উপরে হামলা  চালিয়ে জিতেন্দ্র গোগীকে হত্যার বদলা নেওয়া হল বলেই মনে করা হচ্ছে৷ কারণ তিল্লুই ফোনে জিতেন্দ্রকে খুনের নির্দেশ দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর৷ তিল্লু এবং জিতেন্দ্রর মধ্যে দীর্ঘদিনের সংঘাত ছিল৷ তার জেরেই জিতেন্দ্রকে সরিয়ে দিয়েছিল তিল্লু৷ এবার তারই প্রতিশোধ নিল জিতেন্দ্র গ্যাংস্টার গোষ্ঠীর ছেলেরা৷

আরও পড়ুন: ভারতে আনা হচ্ছে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে, রাখা হবে তিহাড় জেলে

আরও পড়ুন: তিহাড় জেলে গ্যাংস্টার খুনে টিএনএসপি’র ৭ পুলিশকর্মী সাসপেন্ড