৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাবাদে কুঁড়েঘরে বাজ পড়ে জখম ১৫, আশঙ্কাজনক ২

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ কুঁড়েঘরে বাজ পড়ে জখম হয়েছে ১৫জন। আশঙ্কাজনক দুই ব্যক্তি হাসনাবাদ থানার বরুণহাট গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড়ের ঘটনা। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ইছামতি নদীর পাড়ে তুমুল বৃষ্টির জেরে একটি কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিল ১৫ জন। হঠাৎই বজ্রপাত হয়। ঘরের মধ্যে থাকা ১৫ জনই গুরুতর জখম হয়। এদের মধ্যে সালাউদ্দিন গাজী ও আমির মন্ডল নামে  দু’ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এদের বাড়ি বরুনহাট এলাকায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হিঙ্গলগঞ্জ ৯ নম্বর সান্ডেল বিল ব্লক হাসপাতালে ভর্তি করেছে।  এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার বজ্রপাত নিয়ে সচেতনতা বার্তা দিচ্ছেন বারবার, প্রচার করছেে- বজ্রপাত হলে পাকা ঘর ছাদের তলায় চলে যেতে হবে। নিরাপদ জায়গায় থাকতে  হবে। তার পরেও কি করে কুড়ে ঘরে আশ্রয় নিচ্ছে মানুষ। তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেল। তাহলে কি সচেতনতার বার্তা সাধারণ মাানুষে  কাছে পৌঁছচ্ছে না। চিন্তার ভাঁজ প্রশাসনিক মহলে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বৈষম্য দূর, নতুন শ্রমবিধি-সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে ধর্মঘটে গিগ শ্রমিকরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসনাবাদে কুঁড়েঘরে বাজ পড়ে জখম ১৫, আশঙ্কাজনক ২

আপডেট : ২৭ অগাস্ট ২০২১, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃ কুঁড়েঘরে বাজ পড়ে জখম হয়েছে ১৫জন। আশঙ্কাজনক দুই ব্যক্তি হাসনাবাদ থানার বরুণহাট গ্রাম পঞ্চায়েতের দিঘির পাড়ের ঘটনা। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ইছামতি নদীর পাড়ে তুমুল বৃষ্টির জেরে একটি কুঁড়েঘরে আশ্রয় নিয়েছিল ১৫ জন। হঠাৎই বজ্রপাত হয়। ঘরের মধ্যে থাকা ১৫ জনই গুরুতর জখম হয়। এদের মধ্যে সালাউদ্দিন গাজী ও আমির মন্ডল নামে  দু’ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। এদের বাড়ি বরুনহাট এলাকায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হিঙ্গলগঞ্জ ৯ নম্বর সান্ডেল বিল ব্লক হাসপাতালে ভর্তি করেছে।  এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার বজ্রপাত নিয়ে সচেতনতা বার্তা দিচ্ছেন বারবার, প্রচার করছেে- বজ্রপাত হলে পাকা ঘর ছাদের তলায় চলে যেতে হবে। নিরাপদ জায়গায় থাকতে  হবে। তার পরেও কি করে কুড়ে ঘরে আশ্রয় নিচ্ছে মানুষ। তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে গেল। তাহলে কি সচেতনতার বার্তা সাধারণ মাানুষে  কাছে পৌঁছচ্ছে না। চিন্তার ভাঁজ প্রশাসনিক মহলে।