০৩ জানুয়ারী ২০২৬, শনিবার, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তালিবানদের হাতেই কাবুল বিমানবন্দরের দায়িত্ব ছাড়তে চলেছে মার্কিন সেনা

পুবের কলম, ওয়েবডেস্কঃ কাবুল বিমানবন্দর সংলগ্ন  এলাকায়  আত্মঘাতী হামলা ও ব্যপক প্রাণহানির জন্য  মার্কিন  সেনাদের  দিকেই  অভিযোগের আঙুল  তুলেছিল  তালিবান।  কারণ  কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন  মার্কিন সেনারাই।

তালিবানদের হাতেই কাবুল বিমানবন্দরের দায়িত্ব ছাড়তে চলেছে মার্কিন সেনা

তালিবানের  হাতেই কাবুল বিমানবন্দর তুলে দিতে চলেছে আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইসের বক্তব্যে এবার মিলল এমন ইঙ্গিত। তবে মার্কিন অধিকর্তারা এটাও মানছেন ৩১ আগস্ট পাকাপাকি ভাবে আফগানিস্তান  ছাড়বে তাদের  দেশের সেনা। তারপর  কাবুল  বিমানবন্দরের অধিকার  স্বাভাবিকভাবেই  কায়েম হবে তালিবানদের হাতে।  তার আগে  আফগানিস্তান  ছাড়তে  ইচ্ছুক সকলকে দেশের বাইরে পাঠানোর  বন্দোবস্ত  করা মোটেও মুখের কথা নয়। যুদ্ধ  ও বিস্ফোরণ  বিদ্ধস্ত  কাবুল বিমানবন্দরে  এখনও  হাজার  হাজার আফগান  সহ বিদেশিরাও অপেক্ষা  করছেন দেশ ছাড়ার জন্য।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

তারেক রহমানই হচ্ছেন বিএনপির নতুন চেয়ারম্যান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তালিবানদের হাতেই কাবুল বিমানবন্দরের দায়িত্ব ছাড়তে চলেছে মার্কিন সেনা

আপডেট : ২৮ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ কাবুল বিমানবন্দর সংলগ্ন  এলাকায়  আত্মঘাতী হামলা ও ব্যপক প্রাণহানির জন্য  মার্কিন  সেনাদের  দিকেই  অভিযোগের আঙুল  তুলেছিল  তালিবান।  কারণ  কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন  মার্কিন সেনারাই।

তালিবানদের হাতেই কাবুল বিমানবন্দরের দায়িত্ব ছাড়তে চলেছে মার্কিন সেনা

তালিবানের  হাতেই কাবুল বিমানবন্দর তুলে দিতে চলেছে আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র নেড প্রাইসের বক্তব্যে এবার মিলল এমন ইঙ্গিত। তবে মার্কিন অধিকর্তারা এটাও মানছেন ৩১ আগস্ট পাকাপাকি ভাবে আফগানিস্তান  ছাড়বে তাদের  দেশের সেনা। তারপর  কাবুল  বিমানবন্দরের অধিকার  স্বাভাবিকভাবেই  কায়েম হবে তালিবানদের হাতে।  তার আগে  আফগানিস্তান  ছাড়তে  ইচ্ছুক সকলকে দেশের বাইরে পাঠানোর  বন্দোবস্ত  করা মোটেও মুখের কথা নয়। যুদ্ধ  ও বিস্ফোরণ  বিদ্ধস্ত  কাবুল বিমানবন্দরে  এখনও  হাজার  হাজার আফগান  সহ বিদেশিরাও অপেক্ষা  করছেন দেশ ছাড়ার জন্য।