০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কলকাতা থেকে বাড়ল ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার
  • / 28

পুবের কলম প্রতিবেদক: সময়সীমা বাড়ানো হল দুটি স্পেশ্যাল ট্রেনের। রেলের পক্ষ থেকে দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেন দুটি হল গুয়াহাটি-কলকাতা স্পেশ্যাল এবং আগরতলা-কলকাতা স্পেশ্যাল।

গরমের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হওয়ায় রেলের পক্ষ থেকে এই দুটি স্পেশ্যাল ট্রেন চালানো শুরু করা হয়েছে। মে মাস পর্যন্ত ট্রেন দুটির সময়সীমা থাকলেও যাত্রীদের ভিড় ও চাহিদা থাকায় দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হল রেলের পক্ষ থেকে। (০২৫১৮/০২৫১৭) গুয়াহাটি , কলকাতা, গুয়াহাটি স্পেশ্যাল এবং (০২৫০২/০২৫০১) আগরতলা, কলকাতা, আগরতলা স্পেশ্যাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

০২৫১৮ গুয়াহাটি, কলকাতা স্পেশ্যাল ২০ মে থেকে ৮ আগষ্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি শনিবার গুয়াহাটি থেকে ছেড়ে যাবে। কলকাতা, গুয়াহাটি স্পেশ্যাল প্রতি বৃহস্পতিবার কলকাতা ছেড়ে যাবে। ০২৫০২ আগরতলা, কলকাতা স্পেশ্যাল ১৭ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি বুধবার আগরতলা ছেড়ে যাবে। কলকাতা, আগরতলা স্পেশ্যালটি ২১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি রবিবার কলকাতা থেকে ছেড়ে যাবে৷ সময়সীমা বৃদ্ধির পর রেলের পক্ষ থেকে ট্রেন দুটির বুকিং বর্ধিত করা হয়েছে।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কলকাতা থেকে বাড়ল ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা

আপডেট : ১৯ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: সময়সীমা বাড়ানো হল দুটি স্পেশ্যাল ট্রেনের। রেলের পক্ষ থেকে দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ট্রেন দুটি হল গুয়াহাটি-কলকাতা স্পেশ্যাল এবং আগরতলা-কলকাতা স্পেশ্যাল।

গরমের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় হওয়ায় রেলের পক্ষ থেকে এই দুটি স্পেশ্যাল ট্রেন চালানো শুরু করা হয়েছে। মে মাস পর্যন্ত ট্রেন দুটির সময়সীমা থাকলেও যাত্রীদের ভিড় ও চাহিদা থাকায় দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বৃদ্ধি করা হল রেলের পক্ষ থেকে। (০২৫১৮/০২৫১৭) গুয়াহাটি , কলকাতা, গুয়াহাটি স্পেশ্যাল এবং (০২৫০২/০২৫০১) আগরতলা, কলকাতা, আগরতলা স্পেশ্যাল চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

০২৫১৮ গুয়াহাটি, কলকাতা স্পেশ্যাল ২০ মে থেকে ৮ আগষ্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি শনিবার গুয়াহাটি থেকে ছেড়ে যাবে। কলকাতা, গুয়াহাটি স্পেশ্যাল প্রতি বৃহস্পতিবার কলকাতা ছেড়ে যাবে। ০২৫০২ আগরতলা, কলকাতা স্পেশ্যাল ১৭ মে থেকে ৫ জুলাই পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি বুধবার আগরতলা ছেড়ে যাবে। কলকাতা, আগরতলা স্পেশ্যালটি ২১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতি রবিবার কলকাতা থেকে ছেড়ে যাবে৷ সময়সীমা বৃদ্ধির পর রেলের পক্ষ থেকে ট্রেন দুটির বুকিং বর্ধিত করা হয়েছে।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন