০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিবিআই জেরা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় 

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ মে ২০২৩, রবিবার
  • / 29

ফাইল চিত্র

পারিজাত মোল্লা: গত শুক্রবার কলকাতা হাইকোর্টের দুটি পৃথক ডিভিশন বেঞ্চ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দ্রুত শুনানির আর্জি শোনেনি।

কলকাতা হাইকোর্ট আগামীকাল অর্থাৎ সোমবারের অবকাশকালীন বেঞ্চে আবেদন জানানোর কথা জানিয়েছে।ঠিক এইরকম পরিস্থিতিতে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশের ভিত্তিতে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে হল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ নির্দেশ দেয়, -‘ইডি বা সিবিআই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে’। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেওয়া হয়।জরুরি শুনানির আর্জি জানিয়ে এই মামলাটি আগামী সোমবার সুপ্রিম কোর্টে উঠবে বলে জানা গেছে । যেহেতু সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গিয়েছে, সেই কারণেই স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করেছেন অভিষেক।

আরও পড়ুন: ৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

এদিন সকালেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক। তার আগেই সিবিআই-কে একটি চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে তাঁর করা এই নতুন আবেদনের কথা জানিয়ে রেখেছেন তৃণমূল সাংসদ। পাশাপাশি, তিনি পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী নবজোয়ার যাত্রায় ব্যস্ত থাকা সত্ত্বেও চব্বিশ ঘণ্টারও কম সময় দিয়ে কেন তাঁকে তড়িঘড়ি হাজিরা দিতে বলা হল, সেই প্রশ্নও তুলেছেন অভিষেক।সৌমেন নন্দী বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলাটির সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ। কিন্তু জরুরি শুনানির আবেদনও খারিজ হয়ে যায়। এর পরেই গত শুক্রবার  অভিষেককে তলব করে সিবিআই।সিবিআই-এর নোটিস পেয়ে এদিন  সকালেই নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিয়েছেন অভিষেক ।

আরও পড়ুন: বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র

সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য গত শুক্রবার  বাঁকুড়ায় নবজোয়ার যাত্রা বন্ধ রেখে রাতে কলকাতায় ফিরেছিলেন অভিষেক। অভিষেককে সিবিআই তলব নিয়ে তীব্র ক্ষোভ  জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।আগামীকাল অর্থাৎ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উঠতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দাখিল মামলাটি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিবিআই জেরা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় 

আপডেট : ২১ মে ২০২৩, রবিবার

পারিজাত মোল্লা: গত শুক্রবার কলকাতা হাইকোর্টের দুটি পৃথক ডিভিশন বেঞ্চ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দ্রুত শুনানির আর্জি শোনেনি।

কলকাতা হাইকোর্ট আগামীকাল অর্থাৎ সোমবারের অবকাশকালীন বেঞ্চে আবেদন জানানোর কথা জানিয়েছে।ঠিক এইরকম পরিস্থিতিতে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশের ভিত্তিতে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে হল, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ নির্দেশ দেয়, -‘ইডি বা সিবিআই অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে’। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেওয়া হয়।জরুরি শুনানির আর্জি জানিয়ে এই মামলাটি আগামী সোমবার সুপ্রিম কোর্টে উঠবে বলে জানা গেছে । যেহেতু সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়ে গিয়েছে, সেই কারণেই স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের করেছেন অভিষেক।

আরও পড়ুন: ৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

এদিন সকালেই সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক। তার আগেই সিবিআই-কে একটি চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে তাঁর করা এই নতুন আবেদনের কথা জানিয়ে রেখেছেন তৃণমূল সাংসদ। পাশাপাশি, তিনি পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী নবজোয়ার যাত্রায় ব্যস্ত থাকা সত্ত্বেও চব্বিশ ঘণ্টারও কম সময় দিয়ে কেন তাঁকে তড়িঘড়ি হাজিরা দিতে বলা হল, সেই প্রশ্নও তুলেছেন অভিষেক।সৌমেন নন্দী বনাম পশ্চিমবঙ্গ সরকারের মামলাটির সূত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ। কিন্তু জরুরি শুনানির আবেদনও খারিজ হয়ে যায়। এর পরেই গত শুক্রবার  অভিষেককে তলব করে সিবিআই।সিবিআই-এর নোটিস পেয়ে এদিন  সকালেই নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দিয়েছেন অভিষেক ।

আরও পড়ুন: বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র

সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য গত শুক্রবার  বাঁকুড়ায় নবজোয়ার যাত্রা বন্ধ রেখে রাতে কলকাতায় ফিরেছিলেন অভিষেক। অভিষেককে সিবিআই তলব নিয়ে তীব্র ক্ষোভ  জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।আগামীকাল অর্থাৎ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে উঠতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর দাখিল মামলাটি।